Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে

তো আজকের বিষয়টি হলো,
আপনি আপনার মোবাইলের স্কিনের যেকোনো স্থানের লেখা কিভাবে কপি করতে পারবেন।
এখন কার সময়ে আপনি একই সময়ে সমস্ত ধরনের লেখা বা তথ্য কপি করতে চান।আমাদের স্কিনে থাকা অনেক ধরনের লেখা থাকে আমরা সাধারণত সে লেখা কপি করতে চাই।কিন্তু স্কিনের সব লেখা কপি করা যায় না, এজন্য আমি আপনাদের এই অ্যাপটা নিয়ে এসেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

অ্যাপটির নাম:-

Universal Copy


অ্যাপটির লোগো:-

যেকোনো অ্যাপ থেকে টেক্সট কপি করুন: ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টগ্রাম, স্ন্যাপচ্যাট, …

কখনও কখনও আপনি একটি অ্যাপ্লিকেশন বা ইমেজ থেকে টেক্সট অনুলিপি করতে চান এবং আপনি ব্যার্থ হয়ে যান।
ইউনিভার্সাল কপি দূরে করে দেয় সে সব ব্যার্থতা।
ইউনিভার্সাল কপি আপনি দীর্ঘ ট্যাপ অ্যাকশন ব্যবহার করার প্রয়োজন ছাড়া টেক্সট কপি করতে পারবেন।

অ্যাপটির সাইজ:-২.৫ এমবি।
অ্যাপটির প্লে স্টোর লিংক:-Download here

নিচে SS অনুযায়ী অ্যাপটি ওপেন করুন।

১মে অ্যাপটি ওপেন করুন

নিচে SS এর মধ্যে মার্ক করা স্থানে ক্লিক করে অ্যাপটি ব্যবহার করুন।





আপনার কাজ শেষ। এখন আপনার মোবাইলের ন্যাপ বার দেখুন।নিচের মত দেখতে পারবেন।এখানে ক্লিক করে আপনি লেখা কপি করতে পারবেন।

আজকের পোষ্টটা এই পর্যন্ত।
পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।
পোস্টটি কেমন হয়েছে তা কমেন্টএ জানান।

⭐⭐ধন্যবাদ⭐⭐

10 thoughts on "শুধু মাত্র একটি অ্যাপ ব্যাবহার করে মোবাইল স্কিনে থাকা যেকোনো লিখা কিভাবে কপি করবেন।"

  1. MD Shakib Hasan Contributor says:
    এটা নিয়ে পোষ্ট আছে
    1. Debashis Bishwas Author Post Creator says:
      অ্যাপটা নিউ আপডেট হয়েছে তাই পোস্টটি করলাম।
  2. Ripon Mia Contributor says:
    opera mini fb lite এর কিছুই কপি হয় না।
    1. Debashis Bishwas Author Post Creator says:
      চেষ্টা করুন।।।
  3. Xunayed Contributor says:
    Facebook lite a copy hoy?
  4. Rakib Author says:
    কি সব পোস্ট
    1. Debashis Bishwas Author Post Creator says:
      কেন ভাইয়া পোস্টে কোথাও ভুল হয়েছে।
  5. ashraful_ameen Contributor says:
    Great Post
    jode Facebook Lite er text copy hoi!! tahole onk valo hobe..
    Facebook Lite er text kiavave copy korbo seta niye ekta post asha rakhlam..
    Dhonnobad
  6. Rakib Author says:
    এটা নিয়া পোস্ট হইছে

Leave a Reply