• মূলকথাঃ Deezer এর চেয়ে বেস্ট কোনো মিউজিক স্ট্রিমিং সার্ভিস আর আছে কিনা আমার জানা নেই। ৫০M বা ৫ কোটি বা তার অধিক অডিও Mp3 গান রয়েছে Deezer এর মধ্য।বাংলা,ইংরেজি, হিন্দি সব দেশের গানই এখানে পাওয়া যায়।কিন্তু সমস্যা হল Deezer ফ্রী সার্ভিস দেয় না। এর জন্য একে নির্দিষ্ট পরিমাণে টাকা Pay করতে হয়। আপনি ফ্রীতে চালাতে পারবেন Deezer কিন্তু সেখানে কোনো গান ডাউনলোড করতে পারবেন না, Add এর ঝামেলা এবং ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে।আজকে দেখাব কীভাবে Deezer এর সকল গান ফ্রীতে 1 ক্লিকে ডাউনলোড করবেন।

    Telegram:

    চিনেন না এমন মানুষ এখন নেই, Facebook/Whatsaap এর মতই জনপ্রিয় এটি। যাক কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই

    • প্রথমে একাউন্ট খুলুন এবং লগিন করুন(আশা করি সবাই পারবেন)
    • সার্চ বক্সে যান এবং লিখুন Deezer Music. স্ক্রিনশটের মত
      চ্যানেলটিতে Join করুন।
    • তারপরে চ্যানেলটিতে গিয়ে /start লিখুন এবং Enter দিন।
    • আপনি গান/প্লেলিস্ট/আর্টিস্ট যাদের খুজতে চান সে অনুযায়ী ক্লিক করুন।
    • যেমন আমি মডার্ণ টকিং লিখে সার্চ দিলাম এবং তাদের Album এর সকল গান চলে এল।

      আপনার পছন্দের গান খুজা হয়ে গেলে তাতে ক্লিক করুন, তারপর Simply গানএর উপর ক্লিক করলেই হয়ে যাবে Download Start.

    • একবার ডাউনলোড কম্পলিট হলে আপনি তা আপনার Music Player/Gallery তে খুজে পাবেন। Telegram থেকে চাইলে গানটি শুনতে পারবেন।

    এইভাবে আপনার পছন্দের গান ফ্রীতে টেলিগ্রামের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন আপনি

  • 10 thoughts on "[Deezer]যেকোনো গান মাত্র এক ক্লিকেই ফ্রীতে ডাউনলোড করে নিন।[Telegram]"

    1. JM Sujon Contributor says:
      mb lagbe na?
      1. Sakibur Rahman Contributor says:
        ????,এমবি ছাড়া তো ভাই টেলিগ্রামি চলেনা।
        তাহলে কেমন এই আশা রাখেন ??
      2. YASIR-YCS Author Post Creator says:
        বাংগালি ফ্রী মানে মাগনা মনে করে এখনো??
    2. ERROR Contributor says:
      My Favourite Band Modern Talking
      1. YASIR-YCS Author Post Creator says:
        আমারো?
    3. MJ Hasan Contributor says:
      Shudhu Audio, Video Hobena?
      1. YASIR-YCS Author Post Creator says:
        না?
    4. Contributor says:
      Spotify থেকে ডাউনলোড করার tg bot আছে?
      Btw সুন্দর পোস্ট ?

    Leave a Reply