আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।
আমরা প্রায় সবাই প্লে স্টোর থেকে যেকোন গেমস বা অ্যাপ ইন্সটল করে ব্যবহার করি।অনেকেই আবার এগুলো মেমোরিতে সংরক্ষন করে রাখি।কিন্তু ইন্সটল করা এপ্লিকেশন গুলো সরাসরি মেমোরিতে আসে না।যার কারনে মেমোরিতে আনার জন্য বিভিন্ন এপ্লিকেশন ব্যাকআপ অ্যাপ ব্যবহার করি।
আজকের টপিকসে আমরা দেখব কিভাবে এপ্লিকেশন ব্যাকআপ রাখার অ্যাপ ব্যবহার না করেই শুধু মাত্র SHAREit এর মাধ্যমে যেকোন অ্যাপ মেমোরিতে আনব/ব্যাকআপ রাখব।
তো কেন SHAREit ব্যবহার করব?
মূলত আমারা প্রায় সবাই যেকোন ফাইল ট্রান্সফার করার জন্য SHAREit ব্যবহার করি।অনেকেই আবার অন্য অ্যাপ ব্যবহার করি।কিন্তু যারা SHAREit ব্যবহার করি তারা যেন অ্যাপ ব্যাকআপ করার জন্য অন্য অ্যাপ ব্যবহার করতে না হয় তার জন্যই আজকের এই পোস্ট। আর আমার কাছে মনে হল এটা একটা ট্রিক।তাই ট্রিকবিডিতে শেয়ার করলাম।
কাজের ধাপঃ
প্রথমেই SHAREit এ প্রবেশ করুন এবং নিচের চিত্রে দেখানো আইকন এ ক্লিক করুন।
তারপর WebShare এ ক্লিক করুন।
তারপর START এ ক্লিক করুন।এটা সবার ক্ষেত্রে নাও আসতে পারে।
এবার যেই অ্যাপস গুলো মেমোরিতে আনবেন সেগুলো সিলেক্ট করে SEND বাটনে ক্লিক করুন।
তাহলে নিচের লিংকের মত একটি লিংক দেখতে পাবেন।
এবার SHAREit ব্যাকগ্রাউন্ডে/রার্নিং এ রেখে আপনার ব্রাউজারের এড্রেস বারে উক্ত লিংকটি টাইপ করে প্রবেশ করুন।তাহলে নিচের চিত্রের মত অ্যাপগুলো দেখতে পাবেন এবং পাশে ডাউনলোড আইকন দেখতে পাবেন।
ডাউনলোড আইকনে ক্লিক করলেই অ্যাপগুলো ডাউনলোড শুরু হবে অর্থাৎ মেমোরি আসবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে একটি অ্যাপ ব্যাকআপ রাখার অ্যাপ যে স্পিডে অ্যাপ ব্যাকআপ রাখতে পারে ঠিক সেই স্পিডে অ্যাপগুলো ডাউনলোড হবে অর্থাৎ মেমোরিতে আসবে।এটি আপনার মেমোরির ও মোবাইলের পারফর্মেন্স এর উপর নির্ভরশীল।
এখনকার মতো এখানে শেষ করলাম।আল্লাহ্ হাফেজ্।
tnx
ফ্রিতে কথা বলতে চান?
নিচের লিংকে ক্লিক করে দেখে নিন।
http://bit.ly/2sgKS9Q
ভালো লাগলে অবশ্যই লাইক
দিবেন, সাবস্ক্রাইব করবেন।
Thanks.
eita just ekta trick
SHAREit user der jonno
পোস্টের জন্য অপেক্ষায় রইলাম।
protita click ar por ki korte hobe screenshot soho deyar karone vejal mone hoy.
ar trick to trick e.
app clone korlai to hoy vai
ar i think eita ekta trick tai trickbd te share kora
screenshot dekhen. amar shodo mobile hotspot on kora. wifi/data on kora nai.