পেপাল হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের অনলাইন ট্রানজেকশনের সার্ভিস। যার মাধ্যমে এক জায়গায় বসে অন্য জায়গার টাকা ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তবে দুঃখের বিষয় হচ্ছে পেপাল বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না। যার ফলে বাংলাদেশীরা পেপাল ব্যবহার করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, “sorry we could not confirm it’s you “!-এই জিনিসটা বুঝাচ্ছে যে পেপাল আপনাকে কনফার্ম করতে পারছে না
এ প্রবলেমটি পেপ্যালে লগইন করার সময়,টাকা তোলার ক্ষেত্রে বা টাকা পাঠানোর সময় সমস্যাটি দেখা যায়। যা অত্যন্ত বিরক্তিকর।
আজকের এই পোস্টটিতে দেখাবো কিভাবে খুব সহজে পেপালের এই সমস্যাটির সমাধান করবেন।
চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার পেপাল অ্যাকাউন্ট এ লগিন করে নিন,
এরপর লগআউট এ ক্লিক করুন
এরপর আবার লগইন এ ক্লিক করুন
এরপর having travulling login এ ক্লিক করুন।
এরপর পেপালে সাইনাপ করা মেইলটি দিয়ে নেক্সট এ ক্লিক করুন,
এখন প্রথমে যে অপশনটি দেখাবে সেখানে ক্লিক করে নেক্সট এ ক্লিক করবেন যেটার মাধ্যমে আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সে ভেরিফিকেশন কোডটি দিয়ে এখানে আপনার পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে,
এরপর আপনার কাঙ্খিত ফোন নাম্বার দিতে পাঠানো 6 ডিজিটের ভেরিফিকেশন করতে দিয়ে continue ক্লিক করবেন।
অতঃপর আপনাকে বলবে যে নতুন দুটি পাসওয়ার্ড সিলেক্ট করতে আপনার ওখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে নিবেন।
এখন দেখবেন,we couldn’t confirm it’s you প্রবলেমটা সমাধান হয়ে গিয়েছে!!
আজকের পোস্ট এই পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডি সাথেই থাকুন।
কিভাবে খুলতে হই জানাবেন প্লিজ।
টিক করব “You can’t use PayPal anymore “
https://9khdmovies.blogspot.com