আমার কল রেকর্ডার তেমন ইউস করা হয় না। কিন্তু মাঝে মাঝে
এমন অবস্থার সৃষ্টি হয় যেখানে তার প্রয়োজন পরে। কিন্তু আজকাল ইন্টারনেটের সময়ে ফোনে কল আসার চেয়ে বেশি পরিমাণে কল আসে Social Media তে। যেমন: Messenger, Whatsapp etc.সমস্যা হল ফোনের কল রেকর্ড সহজে করা গেলেও এইসব Social Media এর কল রেকর্ড সহজে করা যায় না। তাই আজকে এমন এক App এর সাথে পরিচয় করিয়ে দিব যা আপনাকে এইসব Social Media এর থেকে কল রেকর্ড করতে সাহায্য করবে।
সুবিধা
- Phone,Whatsapp,Facebook,Telegram,Skype,Viver,VoIP থেকে কল রেকর্ড করতে পারবেন।
- Pin Code এর মাধ্যমে আপনার রেকর্ড করা কল সিকিউর করে রাখতে পারবেন।
- কল রেকর্ড হওয়ার সাথে সাথে তা শুনতে পারবেন এবং তা শেয়ার করতে পারবেন।মজার কথা হল রেকর্ডিং-এর মাঝখানে যেকোন জায়গায় আপনি আপনার কমেন্ট সেট করতে
পারবেন। - App থেকে বাইরে থাকাকালীন অডিও রেকর্ড শুনতে পারবেন।
- কল রেকর্ডের পাশাপাশি ফোনের Microphone এর মাধ্যমে অডিও রেকর্ড করতে পারবেন।
- একাধিক ফরমেটে কল রেকর্ড করতে পারবেন।
- এক বা একাশিক Social Media এর অটো কল রেকর্ড চাইলে অফ করে রাখতে পারবেন।
- সেটিং থেকে চাইলে ভাল কোয়ালিটির রেকর্ডের জন্য ভয়েস লাউড করে দিতে পারবেন।
- Smart Speaker: রেকর্ডির শোনার সময় ফোন কানের কাছে আনলে রেকর্ডিং Loudspeaker থেকে Earspeaker এ চলে আসবে,অর্থাৎ প্রাভেটলি রেকর্ডিং শুনতে পারবেন।
- ফোনে কথা রেকর্ড চলাকালীন ফোন ঝাকালে রেকর্ডিং এর অই অংশ ইম্পর্ট্যান্ট হিসেবে মার্ক হয়ে যাবে। পরে গুরুত্বপূর্ণ অংশ শুনতে চাইলে মার্ক দেখে বুঝে যাবেন।
অসুবিধা
সাইজ কিছুটা বড় তা ছাড়া আর কোনো সমস্যা দেখিনা।
Normal: 6MB
Mod Apk:13MB
DETAILS
- Size:6/13MB
- Rating:4.5
- Download:10M
DOWNLOAD FGPS
Cube Acr Playstore 6.5MB
Cube Acr Mod Apk 13MB
ডাউনলোডে সমস্যা হলে বড় কোনো ব্রাউজার ব্যবহার করুন যেমন:Google Chrome
SCREENSHOTS AND PROOF
সেটাপ এর জন্য সকল পারমিশন দিয়ে দিন।
SUPPORT ME
ভাবলাম নতুন এক টেলিগ্রাম চ্যানেল খুলব সেখানে
Mod Apk, Movie এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস
শেয়ার করা হবে তাই আমাকে সাপোর্ট করতে আমার
নিচের চ্যানেলে যোগ দিন।
SUPPORT ME ON TELEGRAM
https://9khdmovies.blogspot.com
অনেক আগেই দেখেছি
কিন্তু যারা ব্যবহার করবে তাদের কথা একটু চিন্তা করো ভালো।
শুধু শুধু ভয়া জিনিস দিয়ে কেনো মানুষ কে হয়রানি করো।