প্রথমে কোনো পুরাতন পত্রিকা খুজার আগে আপনার জেনে নেয়া উচিত আপনি যা খুজবেন তা কি অনলাইনে আছে নাকি নেই। বাংলাদেশের সকল পত্রিকা যেগুলো অনলাইনে সংরক্ষণ করা হয়েছে, ডেইলি পত্রিকা এবং অনলাইন পত্রিকা তাদের একটি লিস্ট এবং কত তারিখ পর্যন্ত সংরক্ষিত আছে তারও একটি লিস্ট প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পিয়াইবি ওয়েবসাইটে। সেখান থেকে দেখে নিন আপনার প্রয়োজনীয়
পত্রিকা কি আছে নাকি নেই। নিচে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
এই লিস্ট সর্বশেষ হালনাগাদ অর্থাৎ আপডেট করা হয়েছিল ২০১৬ সালের ২৫ শে জানুয়ারি।
নিউজপেপার আর্কাইভে সংরক্ষিত পত্রিকার তালিকা
যদি পুরাতন কোনো পত্রিকা খুজতে হয় আপনাকে অবশ্যই সেই পত্রিকার ওয়েবসাইটে যেতে হবে। আপনি যদি তাদের ঠিকানা জেনে না থাকেন তাতে কোনো সমস্যা নেই, নিচের পদ্ধতি অনুসরণ করুন।
যদি ওয়েবসাইটে লোডিং বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে বলব Desktop Mode অন করে রাখতে। কোনো Mini ব্রাউজার ব্যবহার করবেন না। গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করুন।
স্ক্রিনশট দেখে বুজতে অসুবিধে হলে ইউটিউবের এই ভিডিওটি দেখুন ৩-৪ মিনিটের।
ভাবলাম নতুন এক টেলিগ্রাম চ্যানেল খুলব সেখানে
Mod Apk, Movie এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস
শেয়ার করা হবে তাই আমাকে সাপোর্ট করতে আমার
নিচের চ্যানেলে যোগ দিন।
SUPPORT ME ON TELEGRAM
You must be logged in to post a comment.
Video embed করে দিলাম কিন্তু কোড কাজ করছে না। সমাধান থাকলে দিন?
Good Post
Good Post?
Nice post
good