আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে এক ক্লিকে আপনার সকল ফ্রেন্ডদের কাছে মেসেজ পাঠাবেন।

আমরা অনেকেই আছি যারা এমন অনেক মেসেজ আছে যেটা খুব দ্রুত সবার কাছে ফরওয়ার্ড করতে চাই বা সবার কাছে দ্রুত মেসেজটা পাঠাতে চাই। ঠিক সেসময় যদি মেসেজটা একটা একটা করে সকল ফ্রেন্ডদের কাছে পাঠাতে যায় সেক্ষেত্রে সেটা অনেক সময় নিবে। কিন্তু আমরা যদি সেই মেসেজটা এক ক্লিকে কয়েক মিনিটের মধ্যে আমাদের সকল ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমাদের সময়টা অনেক বেচে যাবে এবং কাজটাও অনেক দ্রুত সম্পূর্ন হয়ে যাবে।

তো এটা কিভাবে করবেন সেটা জানতে পুরো পোষ্টটা মনোযোগ সহকারে ফলো করুন। আর যদি না বুঝেন সেক্ষেত্রে কমেন্ট বক্স তো থাকবেই। সেখানে একটা কমেন্ট করে আপনার সমস্যাটা জানিয়ে দিবেন। সো চলুন শুরু করা যাক…

প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

তারপর অ্যাপটি অপেন করবেন এবং গুগলে ডুকে সার্চ করবেন Chrome webstore

তারপর সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন toolkit for fb

তারপর সবার প্রথমে যে টুলকিটটা দেখতে পাচ্ছেন সেটা ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি সেজন্য Rate IT অপশন আছে। আপনাদেরটাতে Add To Chrome লেখা থাকবে। সেখানে ক্লিক করবেন।

তারপর আপনারা আমার এই লিংকে চলে যাবেন।

এখানে ক্লিক করুন

আমার লিংকে যাবার পর আপনারা নিচের মতো খালি বক্স পাবেন। সেখানে আপনার মেসেজটা লিখে দিবেন।

তারপর একটু নিচে নামবেন তারপর সেখানে Select All অপশনে ক্লিক করে দিবেন।

তারপর সবার নিচে নামবেন এবং ক্লিক করবেন SEND অপশনে। তারপর মেসেজ সবার কাছে যাওয়া শুরু হয়ে যাবে।



বর্তমানে ক্রোম ওয়েবস্টোর থেকে Toolkit For FB এক্সটেনশনটি রিমুব করে দিয়া হয়েছে। সেজন্য আপনারা এই পোষ্টটি দেখে এই Toolkit For FB এক্সটেনশনটি ইনস্টল করে নিন।


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। হয়তো অনেকেরই এটা জানা ছিলো বা আছে। কিন্তু পাশাপাশি অনেকেরই এটা অজানা ছিলো। ঠিক সেজন্য তাদের উদ্দেশ্য করেই আমার এই পোষ্টটি ছিলো।

আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কমেন্ট করবেন না প্লিজ


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ কমেন্ট করবেন না প্লিজ


12 thoughts on "ফেসবুক যেকোনো মেসেজ মাত্র এক ক্লিকে আপনার সকল ফ্রেন্ডদের কাছে সেন্ড করুন [ Hot]"

  1. Avatar photo max niloy Author says:
    Vaiya post korar age obossoi dekhben kaj kore kih na.
    Apnar saite j.download link ta dicen oi ta o kaj kore na..
  2. Avatar photo Next Page Author says:
    বাহ ট্রিকবিডি বাহ। আজবব। আমিই কিছুদিন আগে আমার এই একাউন্টে লগিন করতে না পারাই নতুন একাউন্ট দিয়ে এই পোষ্ট গুলো করছিলাম বাট অথর করলো না আমাকে। তারপর এইগুলাই অন্য সাইটে পোষ্ট করছি। আর ইনা আমার ফুল পোষ্ট হুবহু কপি করলো আর অথর করে দিলেন? আজববব।
  3. Avatar photo Atikur Rahman Joy Contributor Post Creator says:
    Ai Post Ami Koresi Mittha Bolen Kn0
    1. Avatar photo Next Page Author says:
      ???
      পোষ্টটা যে কপি করছেন ওটা ভালো মতোই জানি। আবার বড় গলায় কথা বলেন ভাভাগো। পোষ্টে যে নিচে লিংক অ্যাড করছেন লিংকেও দেখেন আমার নামটা লেখা আছে। আর আমিই এই পোষ্ট আর কয়েকটা সাইটে শেয়ার করছি। বুঝলেন। নিজে থেকে কিছু পারলে শেয়ার করবেন, কারোরটা কপি করার চেস্টা করবেন না।
  4. Avatar photo MD FAYSAL Contributor says:
    good post bro
    1. Avatar photo Atikur Rahman Joy Contributor Post Creator says:
      Tnx
  5. Avatar photo SR Shoruv Author says:
    PC তে ক্রোম এক্সটেনশনে “toolkit for fb” আসেনা কেন??
    chrome / opera / brave সব কিছু দিয়া ট্রাই করছি আসেনা। অন্যান্য এক্সটেনশন আসে কিন্তু “toolkit for fb” আসেনা?
    1. Avatar photo Drawing Contributor Post Creator says:
      try korun
  6. Avatar photo Surjo Author says:
    ei tool ta chorme e pawa jacce na ekhn
  7. Fnc+Faruk Contributor says:
    কাজ হয় না
  8. Avatar photo বিজ্ঞানী ✅ Contributor says:
    Not working যদি পারে এপ লিনক দিন এই এপ্স প্লে স্টোরে যেইটা সেইটা কাজ করে না মিয়া ভাই

Leave a Reply