সুপারহিরো দের মধ্যে ironman কে চিনেন না এমন কেউ
নেই। তার বুকের মাঝখানে লাইটের মত যে জিনিসটা জলে তা
হচ্ছে আর্ক রিয়েক্টর?। এটি অনেক পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে পারে।আইরন ম্যান আমার এক অনেক ফেভারিট ক্যারেক্টার তাই ফোনে তার লাঞ্চার ব্যবহার করি প্রাই সময়। কিন্তু আজকে যা শেয়ার করব তা অসাধারণ?।
DETAILS
Size:10MB
Rating:4.5
Download:500k
DOWNLOAD LINK GD
ডাউনলোডে অসুবিধে হলে Chrome বা বড় কোনো ব্রাউজার ব্যবহার করুন। কোনো মিনি ব্রাউজার(Uc,Opera) ব্যবহার করবেন না।
ARC LAUNCHER FREE(PLAYSTORE)
ARC LAUNCHER PREMIUM (GDRIVE)
সুবিধা
অন্যান্য লঞ্চার এর চেয়ে এখানে অনেক সুবিধা পাবেন এই কারণেই এটি শেয়ার করছি।
DIALER+CONTACT
এপটির নিজস্ব ডায়ালার এবং কন্টেক্ট এর ফিচার আছে অর্থাৎ আপনি কল দেয়ার আগে যেখান থেকে নাম্বার লিখে কল দেন অই এপকে ডায়ালার বলে।
VOICE ASSISTANT
গুগল এসিস্ট্যান্ট এর মত এতে রয়েছে নিজস্ব এসিসটেন্ট
যার সাহায্য ভয়েস কমান্ড এর মাধ্যমে স্ক্রিন টাচ না করেই অনেক কাজ করতে পারবেন। যেমনঃ আপনি যদি বলেন৷ Uninstall App তবে ফোনের App টি আনইন্সটল হয়ে যাবে(যে App এর নাম বলবেন।)যদি বলেন Serach Playsotre Trickbd তবে প্লে স্টোরে থাকা ট্রিকবিডি এপটি সার্চ করে আপনার সামনে নিয়ে আসবে। যদি বলেন 2+12, 5℅ of 100, 2-100 etc তবে তা সাথে সাথে করে দেখাবে।তাছাড়াও আরো অনেক কমান্ড আছে যা আপনি ইউস করতে পারবেন।
ACTIVATEএর জন্য আপনাকে প্রথমে একদম Home এ গিয়ে আইরন ম্যান এর আইকনে ক্লিক করতে হবে আইরন ম্যানের মাথার মত আইকনে।
APP DRAWER
এর এপ ড্রয়ার কাস্টমাইজ করা যায়। অন্যান্য লঞ্চারে যেখানে
একটিমাত্র ডিজাইন পাবেন এখানে আপনার পছন্দ মত ৩-৪ টি ডিজাইন থেকে বাছাই করে নিতে পারবেন।
APP HIDE+LOCK
আপনার নির্দিষ্ট কিছু App লুকাতে এবং লক করে রাখতে আর আলাদা কোনো এপ্লিকেশন ব্যবহার করতে হবে না। এই লঞ্চারের মাধ্যমেই তা করা সম্ভব।
MUSIC PLAYER
এর রয়েছে নিজস্ব মিউজিক প্লেয়ার এবং অন্যান্য মিউজিক প্লেয়ার এর মত এতেও অনেক ফিচার আছে। অর্থাৎ কোনো অংশেই কিপটেমি করা হয়নি।
WEATHEE
তাপমাত্রা,আবহাওয়া ইত্যাদি দেখার জন্য রয়েছে আর্ক ওয়েদার।
NEWS
১৫-২০ টি দেশের নিউজ দেখা যায় এর মাধ্যমে। আপনি কান্ট্রি সিলেক্ট করার পর সাথে সাথে অই দেশের নিউজ চলে আসবে।
ARC NOTE
হঠাৎ কোনো নোট বা কিছু লিখে রাখতে অথবা ট্রিকবিডির
পোস্ট লেখার জন্য রয়েছে আর্ক নোট।
WIDGET
বাম থেকে ডানে স্লাইড করলে widget দেখতে পাবেন। এখানে আপনি আপনার নিজস্ব Widget সেট করতে পারবেন।
THEME
এর মূল আকর্ষণ হচ্ছে এর থিম। যা কিনা অনেক সুন্দর। বিল্ট এর থিম এর সাথে সাথে এখানে সেট করা আরো অনেক থিম আছে যা কিনা ফ্রিতেই ইউস করতে পারবেন। মজার কথা হল এখানে আর্ক রিয়েক্টর এবং বাকি লঞ্চারের আলাদা আলাদা থিম আছে। দুনুটাই চাইলে চেইঞ্জ করতে পারবেন। Random Generate এর একটা অপশন দেয়া আছে সেখানে ক্লিক করলে রেন্ডমলি আপনাকে থিম ক্রিয়েট করে দিবে। এই ফিচার টি আমার কাছে খুবই ভাল লেগেছে। সাথে এখানে লাইভ থিমস ও পাবেন।
SHORTCUT
এখানে রয়েছে অসংখ্য শর্টকাট যা সবকিছুকে আপনার হাতের কাছে নিয়ে আসবে। কি কি শর্টকাট আছে চলুন দেখি একটু।
- Flashlight
- Wifi
- Data
- Hotspot
- Bluetooth
- Sound
- Storage
- Ram Management
- Battery
SETTING
এছাড়াও সেটিং এ গিয়ে আপনার ইচ্ছেমত অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন।
এত কম এম্বিতে এত ফিচারসহ আর কোনো লঞ্চার হয়না।এছাড়াও আরো অনেক ফিচার এবং শর্টকাট আছে যা আপনাকে খুজে নিতে হবে।
SUPPORT ME
ভাবলাম নতুন এক টেলিগ্রাম চ্যানেল খুলব সেখানে Mod Apk, Movie এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস শেয়ার করা হবে তাই আমাকে সাপোর্ট করতে আমার নিচের চ্যানেলে যোগ দিন।
SUPPORT ME ON TELEGRAM
7 thoughts on "[Launcher] Ironman Arc Reactor এর চেয়ে ভাল কোনো লঞ্চার আমার মনে হয় পাবেন না কোথাও, দেখে নিন আমার রিভিউ।[10MB]"