প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমাদের নিজেদের ফোনকে আরো সুরক্ষিত রাখতে আমরা ফোন লক ব্যবহার করে থাকি,
বর্তমানে বেশিরভাগ এন্ড্রয়েড ডিভাইসেই ৩রকম লক বেশি ব্যবহার হয়, 
‍♦প্যাটার্ন লক
♦পিন লক
♦পাসওয়ার্ড লক
এখন প্রত্যেকটা এন্ড্রয়েড ফোনেই এই ধরণের লক দেওয়া থাকে,
আমি বলবনা এগুলো খারাপ বা ফোনের সিকিউরিটি ততোটা দেই না, অবশ্যয় এগুলো ফোনের সিকিউরিটি দেই। 
তবে প্লে স্টোরে বর্তমানে এন্ড্রয়েড ফোনের জন্য অনেক প্রকার ফোন লক এপস পাওয়া যায় যেগুলো অনেক মজাদার, আসলে লকটি যদি মজার সঙ্গে আনলক করা যায় তাহলে তো ভালোই লাগে তাই না? 
যেমনঃ 
♣মনে করুন, আপনার ফোন স্ক্রিন লক করা আছে তবে কেউ বুঝতেই পারছেনা মানে দেখে মনে হচ্ছে না, তবে অনেক চেষ্টা করেও কেউ সেটা আনলক করতে বা করার কোনো উপায় ও পাচ্ছে না, তবে যে লোকটি ব্যবহার করেছে সে শুধু স্ক্রিনের উপর একটি টিক মার্ক একে দিলেই লক খুলে যাচ্ছে। কতো মজার তাই না? 
শুধু টিক নয় এখানে আপনি ইচ্ছা করলে আপনার সিগনেচার ও দিতে পারবেন। 
সেরকমই একটি এন্ড্রয়েড স্ক্রিনলক এপস নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি,
আজকের এই লক স্ক্রিন এপসটির সুবিধা কি কি? 

Apps Features



≠ নিজের ইচ্ছা মতো যেকোনো রকম Gesture দিয়ে লক করতে পারবেন। 
≠ কখনো যদি Gesture ভুলে যান তাহলে পিন দিয়ে আনলোক করতে পারবেন। 
≠ কেউ যদি ৩বার এর বেশি ভূল Gesture দিয়ে লক খুলতে চায় তাহলে তার অজান্তেই অটোমেটিক তার ছবি ফোনে উঠে যাবে। 
এবার আসি আমাদের আজকের এই স্ক্রিন লকটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেইঃ

Apps Details



Name : Gesture Lock Screen
Support : Android
Version : 3.6.2
Size : 2.7MB
Last Updates : Jan, 19, 2020
Download : 10M+
Upload : QLocker
এবার আসুন এখন আমরা আমাদের ফোনে কিভাবে এই লকটি সেটআপ করব দেখে নেই, 
সবার প্রথম নিচের লিংক থেকে এপসটা ডাউনলোড করে নিন,এবার অপেন করুন…ওপেন হওয়ার পর Create Gesture এ ক্লিক করুন।এবার আপনার নিজের ইচ্ছা মতল একটি Gesture তৈরী করুন।এরপর Create Recovery Password এ ক্লিক করুন।কখনো Gesture ভূলে গেলে পাসওয়াার্ড দিয়ে আবার খুলতে পারবেন তাই এখানে একটি পাসওয়ার্ড দিন।এবার আপনার সামনে কিছু পারমিশন আসবে সব গুলো অন করে দিবেন।এরপর Allow করে দিন।ব্যাস কাজ শেষ, উপরের মতো একটি স্ক্রিন আপনার সামনে থাকবে এখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবেন।এবার আমি ফোনটা লক করলাম এবং আমার দেওয়া Gesture লকটি প্রবেশ করলাম, এবং আমার লক আনলক হয়ে গেলো। 
আশা করি আজকের এই লক স্ক্রিন এপসটি আপনাদের কাজে আসবে। 

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ ।
আইটিজানো ডট কম
আইটিজানো দিচ্ছে প্রতি পোস্টে ৭৳ টাকা,  মাত্র ২টি পোস্ট করেই থাকছে ট্রেইনার হওয়ার সুযোগ,  এবং ২০৳ হলেই রিচার্জ ও ৫০৳ হলে বিকাশে টাকা নিতে পারবেন। 

4 thoughts on "আপনার ফোনে ব্যবহার করুন অসাধারণ একটি স্ক্রিন লক…. বিস্তারিত পোস্টে"

    1. Md Baijit Bustami Author Post Creator says:
      thank You
  1. MD Shakib Hasan Contributor says:
    আমার ফোনে কোন App lock কাজ করেনা কোন App lock হয়না Symphony v75 মডেল। এখন কি উপারে App lock করবো
  2. Tipumollah30 Contributor says:
    Valo ekta tips dekhe valo lagbo

Leave a Reply