gবিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে লগ ইন করলেই ৭১ টাকা বোনাস আর যত ব্যবহার করবেন তত বোনাস পাবেন। প্রতি সপ্তাহে চ্যালেঞ্জ সম্পন্ন করে নিয়ে নিন ১৮০ টাকা [৮ সপ্তাহে সর্বমোট ২৫১ টাকা পর্যন্ত বোনাস।]
অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার লগইনে ৭১ টাকা বোনাসনতুন গ্রাহক অ্যাপ থেকে একাউন্ট খুলে লগ ইন করলে পাবেন ৭১ টাকা। বর্তমান গ্রাহক(আগে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করেননি) প্রথমবার বিকাশ অ্যাপে লন ইন করলে পাবেন ৪১ টাকা বোনাস। অফারের জন্য যোগ্য গ্রাহকরা পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে বোনাস পাবেন।
বিস্তারিতঃ★শুধুমাত্র বিকাশ অ্যাপ-এর নতুন গ্রাহকরা এই অফারটি পাবেন।
★আগে বিকাশ অ্যাপ ব্যবহার করা হয়নি এমন ডিভাইস থেকে একাউন্ট খুলে লগ ইন করতে হবে
১ম সপ্তাহে ৩ বার অ্যাপে লগ ইন করলে ১০ টাকা বোনাসএকজন গ্রাহক বিকাশ অ্যাপে ৩ বার লগ ইন করলে ১০ টাকা বোনাস পাবেন।
প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করার পর ২য় দিন থেকে ৮ম দিনের মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি প্রথম লগ ইনের জন্য বিবেচিত হবে)।
বিস্তারিতঃ★একজন গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ অ্যাপে ৩ বার লগ ইন করলে ১০ টাকা বোনাস পাবেন;
★ চ্যালেঞ্জের প্রথম দিন থেকে শুরু করে পুরো সপ্তাহের মধ্যে গ্রাহককে অন্তত ৩ বার অ্যাপে লগ ইন করতে হবে;
★প্রতিটি লগ ইন আলাদা সেশনে করতে হবে;
★গ্রাহক চ্যালেঞ্জ শেষ করার সপ্তাহের পরবর্তী কার্যদিবসে বোনাস পাবেন,
২য় সপ্তাহে মোবাইল রিচার্জ করলে ১৫ টাকা পর্যন্ত বোনাসএকজন গ্রাহক অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে ৫০% বোনাস পাবেন, সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত
প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করার পর ৯ম দিন থেকে ১৫তম দিনের (মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি ফার্স্ট লগ ইনের জন্য বিবেচিত হবে) ।
বিস্তারিতঃ★গ্রাহক বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে ৫০% বোনাস পাবেন, সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত;
★রিচার্জের পরিমাণের ৫০% বোনাস পাবেন;
★সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন (যেকোনো নাম্বার থেকে মোবাইল রিচার্জ করা যাবে)
৩য় সপ্তাহে সার্ভে সম্পন্ন করলে ১০ টাকা বোনাসএকজন গ্রাহক অ্যাপ দিয়ে ১৫ টাকা সেন্ড মানি করলে ১৫ টাকা বোনাস পাবেন।
প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করার পর ২৩তম দিন থেকে ২৯তম দিন এর মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে। (১ম দিনটি ফার্স্ট লগ ইনের জন্য বিবেচিত হবে)
৪র্থ সপ্তাহে ১৫ টাকা সেন্ড মানি করলে ১৫ টাকা বোনাসএকজন গ্রাহক একটি নির্দিষ্ট সার্ভে সম্পন্ন করলে ১০ টাকা বোনাস পাবেন।
প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করার পর ১৬তম দিন থেকে ২২তম দিনের মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি ফার্স্ট লগ ইনের জন্য বিবেচিত হবে) ।
৫ম সপ্তাহে যেকোনো লেনদেনে ২৫ টাকা বোনাসএকজন গ্রাহক অ্যাপ থেকে যেকোনো লেনদেন করলে (সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, পেমেন্ট, ক্যাশ আউট) পাবেন ২৫ টাকা বোনাস।
প্রথমবার বিকাশ অ্যাপ এ লগ ইন করার পর ৩০তম দিন থেকে ৩৬তম দিন এর মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি প্রথম লগ ইনের জন্য বিবেচিত হবে)।
৬ষ্ঠ সপ্তাহে পেমেন্ট করলে ৩০ টাকা বোনাসএকজন গ্রাহক অ্যাপ থেকে যেকোনো পেমেন্ট করলে পাবেন ১০% বোনাস, সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত।
প্রথমবার বিকাশ অ্যাপ এ লগ ইন করার পর ৩৭তম দিন থেকে ৪৩তম দিন এর মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি প্রথম লগ ইনের জন্য বিবেচিত হবে)।
৭ম সপ্তাহে পে বিল করলে ৩৫ টাকা বোনাসএকজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে পে বিল করলে বিলের পরিমাণের উপর ১০% বোনাস পাবেন, সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত।
প্রথমবার বিকাশ অ্যাপ এ লগ ইন করার পর ৪৪তম দিন থেকে ৫০তম দিন এর মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি প্রথম লগ ইনের জন্য বিবেচিত হবে)
৮ম সপ্তাহে রেফার করলে ৪০ টাকা বোনাসএকজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে দুইজন বন্ধুর সফল রেফারেল সম্পন্ন করলে প্রতি রেফারেলের জন্য পাবেন ২০ টাকা করে বোনাস।
প্রথমবার বিকাশ অ্যাপ এ লগ ইন করার পর ৫১তম দিন থেকে ৫৭তম দিন এর মধ্যে চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে (১ম দিনটি প্রথম লগ ইনের জন্য বিবেচিত হবে) ।
এবার শুরু করা যাক অ্যাপ দিয়ে কি ভাবে একাউন্ট খুলবেন।
প্রথমে
এখান থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করেব।
তার পর এখানে New Account তে ক্লিক করেন।
তার পর যে নাম্বারে একাউন্ট খুলবেন সে নাম্বার টা দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর আপনার নাম্বারে Verification code যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।
আমি খুবেই দুঃখিত এর পরে Screen shot গুলা ফোনে আর তুলা যাইনি কিন্তু আমি সব কিছু ভালো মত বুঝিয়ে দিচ্ছি।
এর পর আপনার NId কার্ড এর সামনের দিখের ছবি তুলে next ক্লিক করেন।
তার পর পিছনের দিখের ছবি তুলে next ক্লিক করেন।
তার পর আপনার সব তথ্য গুলা ভালো মত দেখে নিন। দেখা শেষ হলে Next তে ক্লিক করেন।
তার পর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলেন (যার NID কার্ড তার ছবি দিতে হবে)
তার পর আপনার নাম্বারে একটা Sms যাবে তার পর *247# ডায়েল করে ৪ থেকে ৬ সংখ্যার পিন দিয়ে দেন।
তার পর কাজ শেষ। এবার ৪৮ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট Active হয়ে যাবে [যদি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তা হলে]
ক্যাম্পেইনের বিস্তারিতঃ
• বোনাস পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং একাউন্টের ইনকামিং ট্রানজ্যাকশন অবশ্যই সক্রিয় থাকতে হবে। যদি গ্রাহক একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, তাহলে গ্রাহক আর ক্যাম্পেইনের বোনাস পাবেন না;
• যোগ্য গ্রাহকেরা সাপ্তাহিক চ্যালেঞ্জ শেষ হওয়ার পরবর্তী কর্মদিবসের মধ্যে উল্লিখিত সব ক্যাম্পেইনের জন্য বোনাস পাবেন;
• যদি কোনো গ্রাহক কোনো সপ্তাহের বৃহস্পতিবার ক্যাম্পেইনে অংশ নিয়ে থাকেন, তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে তিনি পরবর্তী রবিবার (কার্যদিবসে) বোনাস পাবেন; ;
• একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা কারণে গ্রাহক ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে বিকাশ ২ সপ্তাহের মধ্যে দুই বার অন্তর অন্তর পুনরায় পুরস্কারের অর্থ প্রদানের চেষ্টা করবে। সব চেষ্টাই যদি ব্যর্থ হয়, তাহলে আর চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার বোনাসের জন্য আর বিবেচিত হবেন না;
• গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে সাপ্তাহিক চ্যালেঞ্জ সমপন্ন করলে বোনাস পাওয়ার জন্য বিবেচিত হবেন;
• বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে;
• কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের বোনাস বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
• যেকোনো সপ্তাহের চ্যালেঞ্জ বোনাস ওই সপ্তাহের নির্দিষ্ট প্রথম লেনদেন এর উপর প্রযোজ্য।
ধন্যবাদ