গেম কার ভালো লাগে না? গেম একটি মজার জিনিস, ছোট বড় সকলেই কম বেশি গেম খেলেছে বা খেলে,
অনলাইনে অনেক খারাপ গেম ও থাকে যেগুলো এতো মজা যে মানুষ আসক্ত হয়ে পড়ে, উঠতে বসতে সেটাই খেলে যায়,
তাছাড়া কিছু সময় আগে ডীপওয়েবের ব্লু হোয়েল নামক একটি মারাত্মক গেম অনেকেই এটি খেলে উপরে চলে গেলো আর কেউ বেচে গেলেও পাগল হয়ে গেলো।
আমারতো ঐ গেমটা খুব খেলতে ইচ্ছা করে যে কি এমন গেম যেটা খেললে মরতেই হবে?
অনলাইনে অনেক খারাপ গেম ও থাকে যেগুলো এতো মজা যে মানুষ আসক্ত হয়ে পড়ে, উঠতে বসতে সেটাই খেলে যায়,
তাছাড়া কিছু সময় আগে ডীপওয়েবের ব্লু হোয়েল নামক একটি মারাত্মক গেম অনেকেই এটি খেলে উপরে চলে গেলো আর কেউ বেচে গেলেও পাগল হয়ে গেলো।
আমারতো ঐ গেমটা খুব খেলতে ইচ্ছা করে যে কি এমন গেম যেটা খেললে মরতেই হবে?
যায় হোক এই পোস্টে আমি আপনাদেরকে একটি গেমের রিভিউ দেখাবো বা করব,
গেমটির সঙ্গে আমি প্রায় দেড় বছর ধরে পরিচিত,
ছোটো থেকেই আমাদের বাসার একটু দূরে কয়েকটা দোকানে অনেককে ক্যারামবোর্ড খেলতে দেখতাম, বিকালে প্রায়ভেট যেদিন একটু তারাতারি ছুটি হতো সেদিনই দাঁড়িয়ে দাড়িয়ে বড় ভাইদের ক্যারামবোর্ড খেলা দেখতাম অনেক ভালো লাগতো আমার,
কিন্ত ঐখানে গেলে আম্মু বকতো, একদিন প্রায়ভেটে না গিয়ে বন্ধুদের সাথে ঘুরতে অনেক দূর চলে গেলাম, আর একটা জায়গায় এসে দেখতে পেলাম আমাদের স্কুলেরই কিছু ফ্রেন্ড ক্যারামবোর্ড খেলছে একটা দোকানে,
আমাকে আর ঠেকায়কে এখানে খেললে কেউ জানবেও না তাই শুরু করে দিলাম ৪জন মিলে,
গেমের নিয়মটা বুঝতাম না কিন্ত ১ম গেমটা হেরে গিয়ে বুঝে গেলাম,
আমাকে আর ঠেকায়কে এখানে খেললে কেউ জানবেও না তাই শুরু করে দিলাম ৪জন মিলে,
গেমের নিয়মটা বুঝতাম না কিন্ত ১ম গেমটা হেরে গিয়ে বুঝে গেলাম,
তারপর থেকে প্রায়দিনিই ঐখানে খেলতে যেতাম আর কয়েকদিন খেলেই ভালো একটা খেলোয়ার ও হয়ে গেলাম, আর একদিন ঐখানে খেলছিলাম আর আমাদের স্কুলের একস্যার দেখে আমার আব্বুকে ফোন করে বলে দেই,
আর সেদিন থেকেই শেষ আমার খেলা,
আর সেদিন থেকেই শেষ আমার খেলা,
খুব কষ্ট লাগে, আসলেই ক্যারামবোর্ড খেলাটা অনেক মজার, তাই আসলে বোর্ডে না পেরে প্লে স্টোর থেকে ক্যারামবোর্ডের একটি গেম ডাউনলোড করলাম,
আর এই গেমটাই আজ আমার সবচেয়ে পছন্দের একটি গেম।
আর এটাই আপনাদের মাঝে আজ রিভিউ করব।
আর এই গেমটাই আজ আমার সবচেয়ে পছন্দের একটি গেম।
আর এটাই আপনাদের মাঝে আজ রিভিউ করব।
গেম ইনফো
Name : Carrom Disc pool
Version : 3.1.0
Support : Android
Published : Miniclip
Released : Nov, 12, 2018
Version : 3.1.0
Support : Android
Published : Miniclip
Released : Nov, 12, 2018
গেমটি কেমন?
আমি যা জানি সেটুকুই বলবো গেমটি অনেক ভালো এবং মজাদার, আপনিও একটু খেলুন দেখুন আসক্তিতে পড়ে যাবেন,
গেমটা আমি যখন খেলা শুরু করি একদম প্রথম দিকে তখন এতোটা উন্মত ছিলো না এটা এখন যতোটা ছিলো,
আর গেমটির সবচেয়ে মজাদার দিক এটা একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। অনলাইনে বিশ্বের যে কারো সাথে গেমটি খেলতে পারবেন।
আর গেমটি অনলাইনে বাজি ধরে খেলতে হয় মনে করে ৫০০কয়েন বাজি ধরে খেললাম আপনি আর আমি যদি আমি জিতি তাহলে ৫০০+আপনার৫০০=১০০০ কয়েন আমার।
তাছাড়া এটা অফলাইনেও খেলতে পারবেন।
গেমটা আমি যখন খেলা শুরু করি একদম প্রথম দিকে তখন এতোটা উন্মত ছিলো না এটা এখন যতোটা ছিলো,
আর গেমটির সবচেয়ে মজাদার দিক এটা একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। অনলাইনে বিশ্বের যে কারো সাথে গেমটি খেলতে পারবেন।
আর গেমটি অনলাইনে বাজি ধরে খেলতে হয় মনে করে ৫০০কয়েন বাজি ধরে খেললাম আপনি আর আমি যদি আমি জিতি তাহলে ৫০০+আপনার৫০০=১০০০ কয়েন আমার।
তাছাড়া এটা অফলাইনেও খেলতে পারবেন।
তাহলে আসুন গেমটি ডাউনলোড করে নেইঃ
ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নিন, আসুন এবার খেলিঃ
অনলাইনে খেললে নেটঅন করুন ভালো নেট হলে কানেক্টেড হয়ে যাবে।
উপরের স্ক্রিনটি হলো গেমের মেইন পেজ, এখান থেকেই সব শুরু, আশা করি সব বুঝে নিতে পারবেন কোথাই কি?
আসুন একটি গেম খেলি আমি Freestyle খেলবো।
আসুন একটি গেম খেলি আমি Freestyle খেলবো।
কতো বাজি ধরে খেলবেন? সেইটা সিলেক্ট করুন এরপর খেলুন,
ইয়া হুুুু…. আমি জিততা গেছি,
কয়েন গুলো সব আমি পাইলাম,
কয়েন গুলো সব আমি পাইলাম,
আপনি চাইলে আপনার চেনা ফেসবুক ফ্রেন্ড এর সাথে খেলতে পারেন।
আমার সাথে খেলতে আমার ফেসবুক আইডিতে আসুন
Md Baijit Bustami
আর হ্যা গেমটা খেললে কেমন লাগছে আপনার এক্সপেরিয়েন্স থেকে বলবেন কিন্ত?
আমার সাথে খেলতে আমার ফেসবুক আইডিতে আসুন
Md Baijit Bustami
আর হ্যা গেমটা খেললে কেমন লাগছে আপনার এক্সপেরিয়েন্স থেকে বলবেন কিন্ত?
আর হ্যাঃ গেমটা খেলে কেউ আসক্ত হয়ে গেলে আমার দোষ না
আরেকটা কথাঃ
আইটিজানো সাইটে পোস্ট করলে আপনার প্রতিটি পোস্টে ৫৳ করে দেওয়া হবে, আর হ্যা মাত্র ২টি পোস্ট করলেই টিউনার হতে পারবেন। মাত্র ২০৳ হলে রিচার্জ এবং ৫০৳ হলে বিকাশে নিতে পারবেন।
তাহলে আর দেরি কেনো এখনি পোস্ট করুন
VISIT ITJANO.COM
3 thoughts on "আমার সবচেয়ে পছন্দের একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ক্যারামবোর্ড গেম"