আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগারের জন্য সাইট ম্যাপ কোড। এই সাইট কোড আমরা খুব সহজে আমাদের ব্লগারে সাইটে সেটাপ করতে পারব। এর ফলে সাইট-ম্যাপটি যেমন সাইটের ভিজিটরদের পোস্ট খুজে বের করতে সহায্য করবে তেমনি, SEO তেও সুবিধা হবে। তো দেরি না করে চলেন শুরু করা যাক। তবে, শুরু করার আগে ডেমো দেখে নেওয়া যাক –
যেভাবে ব্লগারে সাইটম্যাপ পেজ বানাবেন
–
- প্রথমে, এই লিংকে গিয়ে সাইটম্যাপ কোডটি কপি করে নিন – Blogger Sitemap Page Code
- কোড কপি করা হয়ে গেলে আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ডে চলে যান।
- এবার Pages > New Page এ যান।
- তারপর সাইটম্যাপ পেজের জন্য একটি টাইটেল দিন এবং Page Setting থেকে কমেন্ট ডিজেবল করে দিন
- কমেন্ট ডিজেবেল করা হয়ে গেলে কপি করা কোড গুলোন পেস্ট করে দিন।
ব্যাস কাজ শেষ। আপনার সাইটম্যাপ পেজ তৈরী। এবার view এ ক্লিক করে দেখুন সাইটম্যাপ পেজ কাজ করতিছে কি না।
যদি সাইটম্যাপ কাজ না করে
যদি সাইটম্যাপ পেজ কাজ না করে তাহলে নিচের দেওয়া কোডটি আপনি আপনার ব্লগার সাইটের <head> এর নিচে পেস্ট করে দিন –
<script src="//ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.0/jquery.min.js"></script>
আশা করছি সাইটম্যাপ পেজ সঠিক ভাবে কাজ করবে। আপনার ব্লগার সাইটের SEO আরো ভালো করার জন্য অবশ্যই Premium Blogger Template ব্যবহার করবেন। তাই আপনি নিচের দেওয়া টেমপ্লেটটি আপনি ব্যবহার করতে পারেন –
Vipi Premium Blogger Template free Download
তো, এই ছিল আজকের টিউন। আশা করছি টিউনটি আপনার কাজে লাগবে। যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
http://tiny.cc/4t3vlz
bd-jony.blogspot.com
“.xml” file ki upload disen?
[img] [/img]
A ta Kaj Kore Naa
https://youtu.be/7RL_Rdkf-Gc