প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা কোন নিউজ সাইট নয় তারপর আমি জনসার্থে এগুলো আজ শেয়ার করতে বাধ্য হচ্ছি সবাই পজেটিভ দিকে বিবেচনা করবেন।
হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ঈশ্বরের কাছে প্রর্থনা করি সবাই ভালো থাকেন।
আজকে আমি আপনাদের মাঝে কোন টিপস এবং কোন ট্রিক শেয়ার করবো না।আজকের বিষয় হচ্ছে করোনা ভাইরাসের জন্য যে সমস্ত দোকান পাট খোলা থাকবে।
সরকারি নির্দেশ করোনা ভাইরাসের জন্য এগুলো আমাদের পালন করতে হবে নয়তো পুরো বাংলাদেশ
শেষ হয়ে যাবে।
কি কি খোলা থাকবে?
২. মুদির দোকান
৩. কাচা বাজার
৪. খাদ্যপণ্য যেমন মুরগি, মাছ বা মাংসের দোকান
৫. হাসপাতাল ও স্বাস্থ্য সেবা
৬. অন্যান্য জরুরি সেবা ও পণ্য সরবরাহ
মনে রাখবেন, কেবল জরুরি ক্রয়ের জন্যই বাড়ির বাইরে আসতে পারবেন।
একসাথে ২ জন থাকতে পারবেন না। ক্রয়ের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
আজ কিন্তু চীন,রাশিয়া, হংকং ও সিঙ্গাপুর এদের মতো দেশ লক ডাউন করার কারনে করোনা ঠেকাতে সক্ষম হয়েছে।
তো অবশ্যই এগুলো আমাদের মেনে চলতে হবে তাহলে আমরা ও করোনা ঠেকাতে সক্ষম হবো।
এটা লক ডাউন নয়, সীমিত চলাচল।
ধন্যবাদ পাশে থাকলে এমন হাজারো করোনা সম্পকৃত খবর নিয়ে হাজির হবো।
7 thoughts on "সরকারি নির্দেশ করোনা ভাইরাসের জন্য যে সমস্ত দোকান পাট খোলা থাকবে"