আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রী একটি Business/Visiting Card। এটি এক আমার তৈরী। পোষ্টের শেষের দিকে Download Link আছে। তার আগে এক নজরে আগে কার্ডটি দেখে নিন-
কার্ডটির বৈশিষ্ট্য:
- ২টি ভিন্ন Color-এ পাওয়া যাবে
- দেখতে খুবই সাদামাটা।
- Standart Size-এর।
- A4 Size-এর Artboard।
- Adobe Illustrator Artwork File-এর মাধ্যমে Edit করতে হবে।
- পুরোপুরি Free
- সম্পূর্ণ Ad-Free, Google Drive Download Link।
কীভাবে Edit করবেন
- Edit করার আগে এখানে Click করে একটা Font Download করে নিন এবং তারপর Install করুন।
- ফাইলটা Open করুন।
- Typing Tool-এ গিয়ে ওখানের লিখাগুলো (মানে Your Name, Phone Number) Change করে আপনার Information দিন। কাজ শেষ হলে Selection Tool-এ যান।
- সবশেষে আপনার information-এর একটা QR Code ডানপাশের ছোট Shape-এর সমান করে তার উপর এনে বসিয়ে দিন। আপনি যদি QR Code দিতে না চান তাহলে বক্সটা Select করে Backspace চেপে Delete করে দিন। তবে QR Code না দিলে দেখে একটু ফাঁকা ফাঁকা লাগবে।
- এবার কার্ডটাকে Artboard-এর যেকোনো এক কোণায় নিয়ে যান এবং ওটার একটা করে Copy করে পাশাপশি বসাতে থাকেন। এক কলাম ভর্তি হয়ে গেলে নিচে আবার সাজান। মানে আসল কথা হচ্ছে যত পারেন Artboard-এ Card আঁটান। Artboard-এ সর্বোচ্চ ১০টা Card আঁটতে পারবে। দুটো কার্ডের মধ্যে বেশি ফাঁকা রাখবেন না। তাহলে বেশি কার্ড আঁটানো সম্ভব হবে।
- সবশেষে Print করে কার্ডগুলো কেটে নিন।
Download
নিচের থেকে কার্ড Download করে নিন-
কমলা রঙের কার্ড:
সবুজ রঙের কার্ড:
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
15 thoughts on "Download করে নিন অসাধারণ একটি Visiting Card সম্পূর্ণ ফ্রীতে!"