Be a Trainer! Share your knowledge.
Home » Corona Virus Update Bangladesh » Coronavirus Photo Editing on PicsArt | করোনা ভাইরাস ফটো ইডিট টিউটোরিয়া।

Coronavirus Photo Editing on PicsArt | করোনা ভাইরাস ফটো ইডিট টিউটোরিয়া।

আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহ্‌-র রহমতে…

————————————————————-

জকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই রকম CoronaVirus এর Photo Edit করবেন

…..
…..

তার আগে আমার কিছু কথা–
সমস্ত বিশ্বে করোনা ভাইরাস যেভাবে দিন দিন বেরেই চলছে, না জানি শেষ পর্যন্ত কি হয় আল্লাহই তা ভালো জানে।
তো যেহেতু এই রোগের এখন পর্যন্ত কোন ঔষধ বের হইনি তাই আমাদের সকলকেই অনেক সানধাণতার সাথে চলা ফেরা করতে হবে।
আমরা সবাই নিজ দায়িত্ব থেকে সব নিয়ম কানুন গুলো যথা যত মেনে চলি।
নিজে সুস্থ থাকি,নিজের পরিবারকে সুস্থ রাখি,এবং সকলের সুস্থতা কামনা করি।


আর সব থেকে জরুরি কাজ হলো, আমরা সবাই আল্লাহ কে ডাকি। পাঁচ ওয়াক্ত সালাত আদাই করি। তাহলে আল্লাহ আমাদের ওপর রহমত করতে পারে।


.
..

….

আরেকটা Request আপনাদের সবার কাছে যেহেতু আমার এই YouTube Channel টি একেবারে নতুন। তাই আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি। সকলেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করি।

..

•••••°′′°°°°°°°•••′°°°°°°°••••


এখন মূল কাজে নেমে পড়ি
____
___
ফটো Edit এর জন্য প্রয়োজনীয় App এবং Background গুলো ডাউনলোড করে নিন।
,,
,,
PicsArt App: →→Click To Download←←
..
..
Lightroom App: →→Click To Download←←
..
..
CoronaVirus Background & PNG Img: →→Click To Download←←

_____________
_____________

স্কিন সর্ট গুলো দেখুন

প্রথমে PicsArt App এ যেই ফটোটি Edit করবেন ওইটা ওপেন করুন
……
এখন ফটোটি Cutout করে নিন ভালো করে। তারপর Save করুন।




এখন আবার নতুন করে PicsArt App এ CoronaVirus এর Background Open করুন।
….
তারপর Add Photo থেকে ওই এর আগে যেই ফটো টি Cutout করেছিলেন ওইটা Add করে ঠিক মতো বসিয়ে নিন।

এখন আবার Add Photo তে গিয়ে উপর থেকে Download করা দুটো ভাইরাসের png Add করে নিন। এবং ঠিক ঠাক বসিয়ে দিন।

এখন আবার Add Photo তে গিয়ে আরও ভাইরাসে একটি ফটো তিন বার এড করেন করেন

তারপর সবগুলো Blend এ গিয়ে Screen করে দিন এবং জায়গা মতো বসিয়ে Ok করে দেন।

এখন Tools থেকে Dispersion এ গিয়ে Mark করে ওকে করে দিন।

size 0 করে দেন, Stretch 100, Direction 50 এর মতো করুন।
তারপর ওকে করে Save করুন।
ব্যাস PicsArt এর কাজ শেষ।






°°°°°°°°°°°°°°°°°°°°°
°°°°°°°°°°°°°°°°°°°°°
এখন Lightroom App এ Photo টি ওপেন করেন।
….
Colour Option থেকে Mix এ যান। গিয়ে আপনারা ছবি অনুযায়ী Saturation, Luminance কম বেশি করেন। পরবর্তী গুলো ও করেন। হয়ে গেলে Done করেন।



এখন Vibrance, Saturation কম বেশি করুন।

Vintage এ যান, গিয়ে Clarity, Dehaze,Vignette, পরিমাণ মতো দিন।
তারপর Split Tone এ ক্লিক করে Highlight, Shadow বাড়িরে দেন।

তারপর Details এ গিয়ে দেখানো সব বাড়িরে দেন


এখন Profile এ গিয়ে Vintage 09 Select করুন।৷ আর আপনদের পছন্দ অনুযারী কম বেশি করেন।

ব্যাস আপনাদের ফটো Editing এর কাজ শেষ।
এখন এটি Save করতে (3) Menu তে ক্লিক করে Save Device ক্লিক করে Highest Available Quality Select করে Save করে নিন।
??


আজকে এই পর্যন্তই।

যদি কারো কোন বুঝতে সম্যসা হয় তাহলে এই ভিডিও টি দেখে নিতে পারেন।


ভিডিও টিউটোরিয়ালঃ-


__________________

______________________________________________________________________
যদি Video টি আপনাদের কাছে একটু ও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু কষ্ট করে আপনারা সকলেই আমার চ্যানেলটি Subscribe করে নিবেন।
আপনাদের সকলেরই সহযোগিতার আশা করছি।

….
….

SUBSCRIBE MY YOUTUBE CHANNEL


.

——-

যোগাযোগঃ

….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Like on My Facebook Page:- Anondo Edit Zone
……….

Anondo Edit Zone

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।


4 years ago (Apr 14, 2020)

About Author (47)

Anondo Edit Zone
author

আপনাদের সবার সাপোর্ট চাই Anondo Edit Zone My YouTube Channel

Trickbd Official Telegram

16 responses to “Coronavirus Photo Editing on PicsArt | করোনা ভাইরাস ফটো ইডিট টিউটোরিয়া।”

  1. মিঠু Contributor says:

    করোনা নিয়াও ইডিট????
    যাইহউক চুন্দর হইছে,,

    আচ্ছা ভাই,,
    যক্ষা, ডাইরিয়া, ডেঙ্গু নিয়াও ইডিট চাই???

  2. RXS Abubokor Contributor says:

    ভালো ছিল

  3. S.A. RAJU Contributor says:

    পাগলা ছাড়া আর কিছুই না। ফান না সিরিয়াস হোন।
    stay home

  4. Josim islam Contributor says:

    বাহ অসাধার পোষ্ট??ভাই পাতলা পায়খানা ইডিট নিয়া একটা পোষ্ট চাই..

  5. VIP Contributor says:

    Corona edit?? ^_^

  6. VIP Contributor says:

    Aids virus edit hobe?

  7. Astonnoor Subscriber says:

    এইগোলারে বলে খেত ইডিট

Leave a Reply

Switch To Desktop Version