আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য নতুন একটি আপডেট এনেছে।ব্যবহারকারীর জন্য সতর্ক র্বাতা

গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য নতুন একটি আপডেট এনেছে। কিন্তু নিরাপত্তা নিয়ে, ডেটা সুরক্ষার উদ্বেগ নিয়ে ওঠা কোনো বিতর্কের সমাধান করতে পারেনি এই আপডেট।

আর এখন গুগলের সমস্যাটি আরও জটিল হয়ে পড়েছে এবং সে বিষয়ে একটি সতর্কতাও দিয়েছে যেটি সবার জানা উচিত।

নিরাপত্তা বিশেষজ্ঞ শোপোস প্রথমে সমস্যাটির দেখা পান। এরপর গুগল খুব নিরবেই ক্রোমের এই ত্রুটি সম্পর্কে সতর্ক করে। এই ত্রুটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছে। তবে গুগল নতুন আপডেট এনেছে এই প্লাটফর্মগুলোর জন্য 81.0.4044.113 সংস্করণটি।

মজার বিষয় হলো, গুগল এই আপডেটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।এক ব্লগ পোস্টে গুগলের নতুন সংস্করণটির একটি কোডনেম প্রকাশ করেছে। তার নাম (CVE-2020-6457)।

তবে কারা এই ত্রুটির কবলে পড়েছেন সেটি সহজেই দেখা যাবে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা ক্রোমের 81.0.4044.113 আপডেটটি পাচ্ছেন।

ক্রোমের সংস্করণটি দেখতে ব্রাউজার ওপেন করে উপরে ডানদিকে তিনটি ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখান থেকে  Help > About এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ব্রাউজারটির আপডেট করে নিন।

6 thoughts on "গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য নতুন একটি আপডেট এনেছে।ব্যবহারকারীর জন্য সতর্ক র্বাতা"

  1. Ruman30 Contributor says:
    আমি আপডেট দিয়েছি
    1. Shakib Author Post Creator says:
      Hmmm Good
  2. Tanveen Juwel Contributor says:
    kobe oi update ta asbe?????
    1. Shakib Author Post Creator says:
      Update এসে গেছে
  3. mrm masud Contributor says:
    amr ta te already installed this version ……Google Chrome is up to date
    Version 81.0.4044.122 (Official Build) (64-bit)
    1. Shakib Author Post Creator says:
      Good

Leave a Reply