আমি কয়েকমাস আগে ফেসবুকের লিগ্যাসি Option টা একজনকে অন্যের প্রফাইলের কি কি Access দেয় সেটা চেক করতে চাচ্ছিলাম, তাই আমার এক আইডিকে সেখানে Add করে রাখলাম।

কিন্তু কোন কিছু Access পেলাম না।
যা হোক, ওভাবেই রেখে দিলাম সবকিছু।

কিন্তু দুইদিন আগে অস্বাভাবিক কোনপ্রকার ঘটনা ঘটা ছাড়াই ফেসবুক আমার অন্য আইডি যেটাকে লিগ্যাসি তে Add করেছিলাম সেখানে একটা নোটিফিকেশন দেয়, যে আপনার বন্ধু মারা গেছে (উনারে ভইরা দিছি আমরা)
এবার তার একাউন্টকে ফেসবুকে স্মরণীয় করে রাখুন।

সকালে উঠে যদি ফেসবুক আপনাকে বলে যে আপনি মারা গেছেন তাহলে কেমনটা লাগবে নিজেই চিন্তা করেন!

এরপর লগিন করতে গেলাম, কিন্তু দেখালো যে একাউন্ট একটি বিশেষ অবস্হাতে আছে এবং অন্যের একাউন্টে প্রবেশ ফেসবুক সমর্থন করে না।

ব্যাস, এবার এতোদিনের আইডিকে ফেসবুক মৃত ঘোষণা করে দিলো।

আপনাদের জন্য সতর্কবার্তা হলো ভুলেও ফেসবুকের লিগ্যাসি Option টা চালু করবেন না। তাহলে যেকোনদিন ফেসবুক আপনাকে মৃত ঘোষণা করবে।

এখন এই একাউন্ট ফিরিয়ে আনার উপায় কি?

একটাই উপায়, যেটা হলো নিচের লিংকে গিয়ে আপনার Full Name, যে আইডি মারা গেছে সেটার ইমেইল এবং আপনার আইডিকার্ড নিজের হাতে নিয়ে একটা ছবি তুলে সাবমিট দিতে হবে।

https://www.facebook.com/help/contact/292558237463098

আমি ফেক আইডিকার্ড সাবমিট দিয়েছি কিন্তু কাজ হয়নি, কারণ ইদানিং ফেক আইডিকার্ডে কাজ হচ্ছে না।

Dead id link: https://mbasic.facebook.com/zorex.zisa

যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই লিংকে যোগাযোগ করুন:

https://m.facebook.com/zorex.zx

আর অবশ্যই, নতুন স্টাইলের একটি কোরনা ভাইরাস লাইভ আপডেট সেট করেছি,  এটির মাধ্যমে কোন জেলাতে কতজন আক্রান্ত তা দেখতে পারবেন:

http://zorexid.cu.ma/corona-live-update

corona virus live update zorexid

Post by Zorex Zisa

18 thoughts on "(সতর্কবার্তা) যেভাবে ফেসবুক আমাকে মৃত ঘোষণা করলো!"

  1. Khairul Islam✅ Author says:
    এই সমস্যাটি হবার কারণ,ফেসবুক কোম্পানি করোনার জন্য,স্বল্প সংখ্যাক লোক দিয়ে কাজ চালাচ্ছে এবং কিছু কিছু সিষ্টেম অটোমেটিক করা,,, তাই কেউ যদি (আপনার বন্ধু) ফেসবুক কোম্পানির কাছে রিপোর্ট করে আপনি মারা গেছেন তবে আপনার আইডি রিমেম্বারিং করে রাখবে।।।
    এটি গতকালই Cyber71 কতৃক সকল জানানো করা হয়ছে।।।
    ধন্যবাদ।
    আপনি চাইলে Cyber71 এর থেকে সহয়তা নিতে পারেন।।
  2. rt.rabby Contributor says:
    id ekhono back aseni?
  3. MD Shakib Hasan Contributor says:
    লে হালুয়া এটা দেখছি নতুন কাহিনী। মৃত্যু না হয়ে থাকলেও ফেসবুক মৃত্যু বানিয়ে দিচ্ছে।কোথায় এসে পড়লাম রে ভাই
  4. Parvez-Khan Contributor says:
    আপনি জন্মনিবন্ধন কার্ড হোল্ডিং সহ সাবমিট দেন। আশা করি ব্যাক পাবেন।
  5. Nishan khan Subscriber says:
    ভাই করোনা আপডেট কিভাবে সেট করব সেটা নিয়ে একটা পোষ্ট দেন।
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Join Zorex Zone group

      ai group a script deua asa announcement post a

    2. Md Baijit Bustami Author Post Creator says:
      this is the script link, you can only see this post after joining the Zorex Zone group

      https://mbasic.facebook.com/groups/1545370242278237?view=permalink&id=1663239653824628

    3. Nishan khan Subscriber says:
      আপনার গ্রুপের লিংকে প্রবেশ করা যাচ্ছেনা!
    4. Md Baijit Bustami Author Post Creator says:
      Search for Zorex Zone on facebook
      https://mbasic.facebook.com/groups/zorexzone
  6. Rony Contributor says:
    Zorextune,ML এর থিমটি দেয়া যাবে?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      sry bro
  7. Akas Seikh Contributor says:
    হাসি পাইছে।কিন্তু ভয় লাগতেছে।
  8. sparkingRobin Contributor says:
    আমার ফেইসবুক প্রোফাইলে বোন কে এড করা legacy contact হিসেবে।

    এমন কিছু তো হলো না!?

    1. Md Baijit Bustami Author Post Creator says:
      jkono somoy hoya jaba
  9. JabeD Al AriyaN Contributor says:
    এটা আমারও চালু, এখন বন্ধ মরবো কি ভাবে?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Just remove the legacy contact, that’s all
    2. JabeD Al AriyaN Contributor says:
      এটা কোন অপশনে গেলে পাবো?
  10. Joydas1096 Contributor says:
    ভাই এইটা ফেসবুক করে নি,এটা কিং ফোর্স টিম এ করেছে,গত কিছুদিন হলো এর একটা টিম গঠন করছে,আমাকেউ ওরা এই গ্রুপে কাজ দিয়েছিল,ওদের কাজ হচ্ছে ভালো ভালো আইডি খুজে বের করে আইডি গুলোকে রিমুব করা।প্রতি মিনিটে ১টা ১টা করে আইডি রিমুক করছে এই টিম তাই আগে থেকেই সর্তক হয়ে যাধ সবাই

Leave a Reply