কয়েক মাস আগেও Xiaomi Bootloader Unlocked করতে শাওমি সাইটে আবেদন করতে হতো এবং অনুমতিটির জন্য 1-15 দিন অপেক্ষা করতে হতো! তার পরেই Bootloader Unlocked করা যেতো। তবে, এখন শাওমি তার নীতি পরিবর্তন করেছে এবং শাওমি যেকোন ডিভাইসই আনলক করার জন্য এখন আবেদন করার দরকার হয় না।
আজকের টিউটোরিয়াল পোস্টে যা যা জানতে পারবেন..
কীভাবে বুঝবেন আপনার শাওমি ডিভাইসটি বুটলোডার লক বা আনলক করা কিনা? / কিভাবে Bootloader Unlocked অনলক করবেন?
তো কিভাবে Bootloader Unlocked করবেন
১.সর্ব প্রথম আপনার ডিভাইসের সাথে আপনার Mi Account লগ ইন করতে হবে (না থাকলে খুলে লগ ইন করতে হবে) ।
২. Settings – About phone – MIUI Version যান (7 বার ট্যাপ করুন) আপনি একটি ম্যাসেজ দেখতে পাবেন “Now you are a developer”
আপনার developer option চালু হয়ে যাবে
-তারপর Additional Settings – Developer Options থেকে Mi Unlock Status অপশনে দেখে নিতে পারেন আপনার ফোনটি Bootloader Unlocked করা, নাকি করা না..
৩. Settings থেকে – Additional Settings – Developer Options – তারপর এই দুইটা অপশন enable করে দিন। 1. Oem unlocked 2. Usb দেবুজ্ঞিং
৪. Settings – Additional Settings – Developer Options – Mi Unlock Status যান (এখন মোবাইল ডেটা ব্যবহার করে আপনার ডিভাইসটিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করুন এবং “Add account to device” এ ক্লিক করুন) সব কিছু ঠিক থাকলে স্কিনসটের মত pop-up ম্যাসেজ আসবে
৫. এখন আপনার ডিভাইসটি পাওয়ার অফ করুন এবং একই সাথে Power and Volume Down (-) টিপে Fastboot Mode যান।
(এর জন্য আপনার 5-10 সেকেন্ডের বাটনগুলো একসাথে ধরে রাখলে ফোন Fastboot Mode চলে যাবে)
৬. এখন আপনার ডিভাইসের সাথে আপনার USB Cable দিয়ে সংযুক্ত করুন।
এবার পিসির জন্য প্রয়োজনীয় ফাইলটি এখান থেকে ডাউনলোড করুন-
https://mega.nz/file/kh9ljCZZ#rmxFeFQEkRD6InBxLJiOGBgU0Frg58Z0smjqyf_xUN0
ফাইলটি Extract করলে ৩ টা ফাইল পাবেন
৭. Adb setup এবং PdaNet.exe আপনার পিসিতে ইন্সটল করে নিন
৮. এখন পিসিতে miflash Unlocked tool ফোল্ডার অপেন করে “miflash_unlock.exe” “ok” করুন এবং আপনার Mi Account এখানে সাইন ইন করুন (যেটি আপনার ফোনের সাথে সংযুক্ত করেছিলেন)।
৯. যদি আপনার miflash Unlocked tool টি এই ম্যাসেজ দেখায় ‘Phone Connected’ তবে আপনার ডিভাইসটি আপনার কম্পিউটারের সাথে সফলভাবে সংযুক্ত হয়েছে। এখন “Unlocked” টিপুন।
( যদি এই ‘Not Phone Connected’ দেখায় তবে ৭নং স্টেপের সফটওয়্যার দুইটা ভালো ভাবে ইন্সটল করুন অথবা usb cable পরিবর্তন করে দেখুন)
১০. এখন “unlocked anyway” ক্লিক করুন
১১. (0% -100%) অপেক্ষা করুন
১২. successfully unlocked এই ম্যাসেজ দেখায়ে আপনার ডিভাইসটি রিসেটের মাধ্যমে পুনরায় চালু হবে..আর আপনার ডিভাইসটি Bootloader Unlocked হয়ে যাবে
বিঃদ্রঃ-
যদি আপনার miflash Unlocked tool আপনাকে এই ম্যাসেজ দেখায় “After 720/360/168/72 hours of trying to unlock the device) তবে প্রয়োজনীয় সময়ের জন্য অপেক্ষা করুন তারপর আনলক করার চেষ্টা করুন।
Device: Redmi 6A