আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস,আতঙ্কের মধ্যে সারাবিশ্বের মানুষ।
চেষ্টা চলছে ভ্যাকসিন আবিষ্কারের,ঠিক এসময় মানুষকে সচেতন করতে পিছিয়ে নেই অ্যাপ ডেভেলওপাররা,তারাও চেষ্টা করতে করোনা সচেতন অ্যাপ্লিকেশন তৈরি করে মানুষকে নানাভাবে সচেতন করার জন্য।
ঠিক তেমনিভাবে বাংলাদেশের অ্যাপ ডেভেলওপাররা তৈরি করলো Corona Tracer bd অ্যাপ।
যে অ্যাপটি বাংলাদেশ সরকার থেকেও অনুমোদিত হয়েছে অনেকে টিভি চ্যানেলে সংবাদে অ্যাপটি সম্পর্কে জেনেছেন।
যে অ্যাপে ব্লুটুথ চালু করলেই আপনাকে জানিয়ে দিবে আপনি করোনা আক্রান্ত কিনা পাশাপাশি ইতিমধ্যে করোনা আক্রান্ত কারোর স্পর্শে এসেছেন কি না।
তাছাড়া এখান থেকে আই.ডি.সি. আর হটলাইন নাম্বার,স্বাস্থ্যবাতায়ন ইত্যাদি নাম্বার পাবেন এই অ্যাপটিতে।
তাছাড়া প্রতিদিনের করোনা আপডেট জানতে পারবেন আক্রান্ত, মৃত ও সুস্থ এর তালিকাও।
পাশাপাশি আপনার করোনা আছে কিনা সেটাও যাচাই করতে পারবেন।
এমনকি কোথায় কোথায় করোনা পরীক্ষার কেন্দ্র রয়েছে লোকেশন চালু করে সেই জায়গাগুলো দেখতে পারবেন।
আরো অনেক ফিচার আছে অথবা নতুন আপডেটে আরো কিছু অফশন যোগ হয়েযাবে যেগুলো আপনারা পেয়েযাবেন।
তো প্রথমত অ্যাপটি কিভাবে কাজ করে সেটা জানা দরকার,প্রথমে অ্যাপটি প্লে-স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করেনিন,ইনস্টল করতে
এখানে ক্লিক করুন

অ্যাপটি প্লে-স্টোরে সরাসরি সার্চ করলে এখন পাওয়া যাচ্ছেনা তাই ওপরে ক্লিক করে সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করুন।
অ্যাপটির নাম Corona tracer bd.
অ্যাপটি ইনস্টল হয়েগেলে প্রথমে মোবাইলের ব্লুটুথ এবং লোকেশন চালু করেনিন তারপর অ্যাপটি ওপেন করে স্কিনশর্ট ফলো করুন।



















এভাবে এখান থেকে সকল তথ্য জানতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে নিচের বিস্তারিত ভিডিওটি দেখুন


★Join our telegram channelBDTRICKSH
★আবারো যারা রিং আইডি কয়েন সেল দিতে চান বা সেল করতে পারছেন না তারা যোগাযোগ করুন Imo & Whatsapp: 01987821162

★Join our whatsapp group:BDTRICKSH

আমার আগের পোষ্টঃ

★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো ১০০% রিয়েল লাইক বাড়িয়ে নিন

★★নতুন পেপাল একাউন্ট খুলুন এবং ০.১০ ডলার নিয়েনিন Clipclaps অ্যাপটি থেকে শুধুমাত্র একাউন্ট করেই

★★My gp অ্যাপ থেকে ৫০০ রিওয়ার্ড পয়েন্ট ফ্রিতে নিয়েনিন,যারা আগে নিয়েছেন এবং এখনো নেননি তাদের সবার জন্য, সাথে আনলিমিটেড রেফার ট্রিকস

“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, চ্যানেলটিতে যেতে অথবা সাবসক্রাইব করতে”


আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

6 thoughts on "আপনার নিজের অথবা আশেপাশের কারোর করোনা ভাইরাস থাকলে জানিয়ে দিবে এই অ্যাপটি"

  1. Mehedi Hasan Joy Contributor says:
    vai ata bujlm na j..amar ase paser loke der thkle kivabe bole debe
  2. Kazi+Abdur+Rahman Contributor says:
    ভালো কীট তাই পরীক্ষা করে অনেক সময় ফেল করছে । আর কোথায় মোবাইল এপ ?
  3. Yasin Ahmed Contributor says:
    Mone hoy ata kaj korbe rogir shorkari talika onojai.
  4. jsJobayer Contributor says:
    YouTube/ BD TRICKS SH ✔

    Your YouTube channel ??
    Link:-
    https://www.youtube.com/channel/UCGB8f_EMIVT8Ba4OqPrgE3A

  5. bappi banik Author says:
    faltu..কীট এর উপর এ মানুষের আস্থা নেই আর ত এপ। তাও যদি কোন Sensor থাকত বুজতাম কাজ করবে। কিন্তু এটা কিভাবে পসিবল এই App দিয়ে।

Leave a Reply