আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
৭টি ধ্বংসাত্মক মূলক কাজ যা থেকে রাসুলুল্লাহ (সাঃ) সবসময় দূরে থাকতে বলেছেন
বন্ধরা আজকে আপনাদের মাঝে এমন ৭টি ধ্বংসাত্মক কাজ সম্পর্কে আলোচনা করবো যে সাতটি কাজকে হযরত মোহাম্মদ (সাঃ) ধ্বংসাত্মক বলেছেন এবং এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। বন্ধুরা আমার যদি এই কাজ গুলো করে ফেলি আল্লাহ না করুন আমরা ধ্বংস হয়ে যেতে পারি।
এই জন্য হযরত মোহাম্মদ (সাঃ) আমাদেরকে সতর্ক করেছেন দূরে থাকতে বলেছেন। বন্ধুরা এই জন্য আমাদেরকে এই কাজগুলো সম্পর্কে জানতে হবে এবং অবশ্যই অবশ্যই এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বোখারিতে হাদিস নাম্বার ২৭৬৬ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন →তোমার এই ৭টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাক। ধ্বংসাত্মক মূলক কাজগুলো নিচে দেওয়া হলো :
আল্লাহ তায়ালা সঙ্গে শরিক করা
বন্ধুরা আল্লাহ তায়ালা সঙ্গে শরিক করা মারাত্মক কবিরা গুনাহ। আমরা যদি এই কাজটি পরিত্যাগ না করি তাহলে আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে কারণ আল্লাহ তায়ালা সবকিছুই মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তায়ালা সঙ্গে যে শরিক করেছে আল্লাহ তায়ালা এই গুনাহ কখনোই মাফ করেবেন না। এইজন্য বন্ধুরা অবশ্যই সর্তক থাকতে হবে। কখনোই আল্লাহ তায়ালা সঙ্গে কাউকে শরিক করবেন না।
মানুষকে অন্যায় ভাবে হত্যা করা
যদি আমরা মানুষকে অন্যায় ভাবে হত্যা করি এটা আমাদের ধ্বংসের কারণ হতে পারে। এইজন্য মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবেনা।
যাদুকরা
যাদুকরাও হলো একটি ধ্বংসাত্মক মূলক কাজ। আমরা কাউকে যাদু করবনা বা যে ব্যক্তি যাদুকরে তার কাছে যাবনা
সুদ খাওয়া
সুদ খাওয়া একটি ধ্বংসাত্মক মূলক কাজ তাই কখনো সুদ তো খাবনা সুদের ধারে কাছে যাবনা।
এতিমের সম্পদ ভক্ষন করা
যদি কখনো এতিমের সম্পদ আপনার কাছে এসে থাকে কখনো তা ভক্ষন করবেন না কারণ এটিও হলো একটি ধ্বংসাত্মক মূলক কাজ
যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া
যদি কোন যুদ্ধা যুদ্ধ করার সময় মাঠ থেকে পালিয়ে যায় তাহলে তার জন্য রয়েছে ধ্বংস। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া একটি ধ্বংসাত্মক মূলক কাজ।
কোন সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া
বন্ধুরা কোন একজন সতী নারী সে যদি নিরপরাধ হয় আর আপনি যদি তাকে ব্যভিচারের অপবাদ দেন এটা কঠিন ধ্বংসাত্মক মূলক কাজ যায় কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন তাই কখনো এধরনের অপবাদ কাউকে দিবেন না
আল্লাহ তায়ালা আমাদের সকলে এই ৭টি ধ্বংসাত্মক মূলক কাজ দূরে থেকে থাকার তৌফিক দান করুন।আমিন
8 thoughts on "৭টি ধ্বংসাত্মক মূলক কাজ যা থেকে রাসুলুল্লাহ (সাঃ) সবসময় দূরে থাকতে বলেছেন"