আশা করি সবাই ভালোই আছেন আর TechskAJ এর সাথে থাকলে সবাই ভাল থাকবেন।
তো বন্ধুরা আমরা আজ শিখব কিভাবে wordpress ওয়েব সাইটে পারফেক্ট ভাবে ক্যাটাগরী তৈরি করবেন।
আমরা যারা প্রথম প্রথম ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করি তাদের প্রথম দিকে যে সমস্যাটা হয় তা হলো ক্যটাগরী সঠিক ভাবে তৈরী।
কারন ওয়ার্ডপ্রেস সাইটের ডিজাইন ও থিম আপলোড করা একদম সোজা।
তবে জারা ওয়ার্ডপ্রেসের প্রথম কাজ শুরু করে ব্লগিং বা ফোরাম নিয়ে তাদের যে সমস্যা টা হয় তা হলো ক্যাটাগরী নিয়ে।
আমরা যদি সঠিক ভাবে ক্যাটাগরী তৈরী করতে না পারি তাহলে ক্যাটেগরী সঠিকভাবে সো ও হবে না এবং আমাদের সাইটে বিভিন্ন ডিবাগিং হবে।
তো বন্ধুরা ওয়ার্ডপ্রেস সাইটের জন্যা ক্যাটেগরী টা হলো খুবই গুরুত্বপুর্ণ। আজ আমরা এই ক্যাটেগরী তৈরি করা শিখব। একদম সঠিক নিয়মে।
তো চলুন শুরু করি,
প্রথমে আপনার সাইটের এডমিনে জান, www.yoursite.com/wp-admin
তারপর বামপাসের মেনু থেকে পোস্ট অপসনে ক্লিক করুন,
এবার Categories এ ক্লিক করে, এড নিউ ক্যাটেগরী করুন। এবার ফরমটি মনযোগ সহকারে ফরমটি পুরন করুন,
Name: এখানে আপনার ক্যাটেগরীর নাম দিন।
Slug: এখানে ক্যাটাগরীর নাম দিন আবার,
parent: এই অপসন্টাতে হাত দেবার দরকার নাই। এটা ফাকা রেখে দিবেন।
Discription: এখানে আপনি চাইলে আপনার ক্যাটাগরীর বর্ণনা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ফাকা রেখে দিবেন।
এবার কাজ শেষ আপনি, Add category তে ক্লিক করলেই হয়ে গেলো তৈরী ক্যাটেগরী।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। পরবর্তী টিপস পেতে সাথেই থাকুন।
আপ আদের কোন ধরণের টিপস চায় আমাকে কমেন্টে জানাতে পারেন। সেই রকম টিপস লেখার চেস্টা করব ধন্যাবাদ।
প্রযুক্তি বিসয়ক টিপস পেতে আমাদের সাইট TechSky এর সাথে থাকার জন্যা ধন্যাবাদ।
তো বন্ধুরা আমাদের আজকের এই ট্রিক এখান পর্যন্তই পরবর্তীতে দেখাবো কিভাবে WP সাইট ডিজাইন করবেন,
ততক্ষণ সাথেই থাকুন,
ঘরে থাকুন ভালো থাকুন খোদাহাফেজ।
প্রথম প্রকাশ: টেক্সকাই এজে
প্রকাশক: আমি
নতুন কিছু শিখতে ও জানতে এবং জানাতে শিখেনিন.কম
এ আসার জন্য সর্বদা স্বাগতম।
প্রযুক্তি ও ওয়েব রিলেটেড টিপস পান, টেক স্কাই
থেকে। নাল্ড ও প্রিমিয়াম থিম,স্ক্রিপ্ট ফ্রি নিন প্রিয়কথা
থেকে।
Hmmmm bro…copyright amk sekhate asen na….Atoi janen tahole Trickbd te age korlen na kn..tarpor nijer site korlen na kn…R Trickbd te post korsen…r likhsen TechskyAJ er sathe thakle valoi thakben…Tahole apnar site a ata lekhen j trickbd er sathe thakle valoi thakben…apnar lekhai to…kn..parben na…
Thank yiy