Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করুন without any software

পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করুন without any software

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।

প্রায় দুই বছর পর ট্রিকবিডিতে ফিরে আসলাম। এবার থেকে আবার নিয়মিত পোস্ট করব ইনশাআল্লাহ। আজকে যে ট্রিকটি দেখাবো সেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না।খোজা খুজি করে দেখলাম এই বিষয় নিয়ে ট্রিকবিডি তে কোনো পোস্ট এখনো করা হয়নি, থাকলেও আমার চোখে পরেনি হয়তো। তো চলুন অনেক বক বক করে ফেললাম এইবার মুল পোস্টে আসি, টাইটেল দেখেই বুঝে গিয়েছেন পোস্টের বিষয়টি।

পেন ড্রাইভ সাইজে ছোট হলেও এটা অনেক কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ মানুষ তার গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ডাটা বা ফাইল পেন ড্রাইভে রাখে। এসব সেনসিটিভ ফাইল কোন খারাপ ব্যক্তির হাতে বা পেন ড্রাইভ হারিয়ে গেলে আপনার ফাইল বা ডাটার অপব্যবহার এবং আপনার বিশাল ক্ষতি হতে পারে। তাই পেন ড্রাইভ লক করা তথা পাসওয়ার্ড সেট করা অনেক জরুরি।

অনলাইনে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার অনেক সফটওয়্যার রয়েছে। এছাড়া উইন্ডোজ ডিফল্টভাবে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার সুবিধা দিয়ে থাকে। আজকে আমি দেখাবো কিভাবে সফটওয়্যার ছাড়া পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করবেন। এর জন্য আপনাকে থার্ড পার্টির কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না।

নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন ঃ

আপনার পেন ড্রাইভ পিসিতে কানেক্ট করুন। এবার Windows Explore এ যান। পেন ড্রাইভের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন। 

 

 

 

কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করে দিন

এবার আপনার কাজ কমপ্লিট, পেনড্রাইভ টি খুলে আবার ইনসার্ট করুন।

এবার দেখুন আপনার পেন ড্রাইভটি পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে।

বি:দ্র: BitLocker শুধুমাত্র Windows 10 Pro এবং Windows 10 Enterprise এ সাপোর্ট করে।
আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোথাও সমস্যা হয় কমেন্টে লিখুন ।
আপনাদের সুবিধার্থে নিচে ভিডিও দিলাম চাইলে দেখতে পারেন ।
ভুল ত্রটি হলে ক্ষমার দূষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

4 years ago (Jun 21, 2020)

About Author (7)

NK Nabil
author

জ্ঞান অর্জনে খুব আগ্রহী এবং আমি সব সময় চেষ্টা করি আমার সামান্যতম জ্ঞানটুকু সকলের মাঝে ছড়িয়ে দিতে।

Trickbd Official Telegram

21 responses to “পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করুন without any software”

  1. Tech+Time Contributor says:

    মোবাইল দিয়ে কিভবে পাস‌ওয়ার্ড সেট করবো??

  2. Md Sajeeb Contributor says:

    Vai amar pendrive ta phone e connect hoi na. Sodu pc te connect hoi. Phone e connoct hoye abar sathe sathe disconnect hoye jai..

  3. mohinbd24.com Subscriber says:

    Trickbd subscriber ki

  4. >>>MAIDUL<<< Contributor says:

    আমি অনেকদিন আগেই ট্রাই করছি। Pendrive Formate দিলে আর পাসওয়ার্ড থাকে না।

  5. Shifat Shakhawat Contributor says:

    ভাইয়া আমি বিটলকার দিয়ে পেনড্রাইভ এনক্রিপ্ট করেছিলাম। পরে আর পেনড্রাইভের কোনো ডাটা দেখা যাচ্ছে না। এখন পেনড্রাইভ এর ফাইল ওপেন করতে গেলে এরকম স্ক্রীন আসে। ???
    ??https://prnt.sc/t4dya9??

  6. Usama✅ Author says:

    প্রো অথবা এন্টারপ্রাইজ দিয়ে এনক্রিপ্ট করার পর হোম, আল্টিমেট কিংবা অন্য কোনো ভার্সনে পেনড্রাইভ একসেস করা যাবে?

  7. Shifat Shakhawat Contributor says:

    Bitlocker remove korbo kivabe @NK Nabil

Leave a Reply

Switch To Desktop Version