চেকপয়েন্ট সমস্যার সমাধানের জন্যে সম্পূর্ণ পোস্ট মনযোগ সহকারে পড়ুন।
হ্যালো ভাই ব্রাদার্স!
আশা করছি সকলেই ভাল আছেন।
এই পোস্টে আমি আপনাদেরকে দেখাব কীভাবে ফেসবুকে আনলিমিটেড ফেসবুক একাউন্ট খোলা যায় সেই উপায়। তো চলুন শুরু করি।
আনলিমিটেড ফেসবুক একাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের দরকার হবে আনলিমিটেড মোবাইল নাম্বার অথবা আনলিমিটেড ইমেইল একাউন্ট।
আনলিমিটেড মোবাইল নাম্বার পাওয়া আসলে একটু কঠিন তাই আমরা টেম্পোরারি ইমেইল ইউজ করে একাউন্ট খুলব। টেম্পোরারি ইমেইল সার্ভিসের জন্যে অনেক ওয়েবসাইট আছে যেগুলা বিভিন্ন ধরনের এক্সটেনশনযুক্ত ইমেইল সার্ভ করে থাকে।কিন্তু বেশিরভাগ টেম্পোরারি ইমেইল দিয়ে ফেসবুক একাউন্ট খোলা যায়না কিংবা খুললেও কিছুক্ষণের মধ্যেই চেকপয়েন্ট এ চলে যায়। তো আজকে আমি যে ট্রিকটি শেয়ার করব এর মাধ্যমে আপনারা খুব সহজেই আনলিমিটেড ফেসবুক একাউন্ট খুলতে পারবেন।আশা করছি আমার মতো আপনারাও কোনো সমস্যার সম্মুখীন হবেন না।
ফেসবুক একাউন্ট ক্রিয়েট করার জন্যে প্রথমেই চলে যান facebook.com এ, এবার Create New Account এ ক্লিক করুন।
নাম লিখে Next এ ক্লিক করুন।
যেকোনো জন্মতারিখ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
যেহেতু আমরা টেম্পোরারি ইমেইল ইউজ করে একাউন্ট খুলব তাই Sign up using email address এখানে ক্লিক করুন।
এবার ইমেইল এড্রেস দেওয়ার বক্স দেখতে পাবেন।চলুন আগে টেম্পোরারি ইমেইল ক্রিয়েট করে আসি।
টেম্পোরারি ইমেইল ক্রিয়েট করার জন্যে একটি নতুন ট্যাব ওপেন করুন এবং smailpro.com এ চলে যান। তারপর নিচের মতো ইন্টারফেস আসলে মেনুতে ক্লিক করুন।
এবার Tool এ ক্লিক করুন।
Tool এ ক্লিক করলে আরও দুইটা অপশন দেখতে পাবেন।এক্ষেত্রে Temp mail এ ক্লিক করুন।
stempmail সিলেক্ট করুন একটি ইউজারনেম দিয়ে Generate এ ক্লিক করুন।
কপি আইকনে ক্লিক করে ইমেইলটি কপি করে নিন।
এখন পূর্বের ট্যাবে ফিরে এসে ইমেইল বক্সে কপিবকরা ইমেইলটি পেস্ট করে দিন।
আপনার জেন্ডার সিলেক্ট করুন এবং next এ ক্লিক করুন।
একটি পাসওয়ার্ড সেট করে নিন।
ক্লিক অন Ok
এবার প্রদত্ত ইমেইলটিতে একটি পাঁচ সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে।সেটি সংগ্রহ করুন।(প্রথমে স্ক্রিনশট নিতে ভুলে গেছিলাম তাই এখানে মেইলটি আলাদা)
এখন ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করার জন্যে ইমেইল ট্যাবটি ওপেন করুন এবং ইনবক্স রিফ্রেশ করে নিন।
দেখুন ভেরিফিকেশন কোড চলে এসেছে। সংগ্রহ করুন এবং ফেসবুক ট্যাবে ফিরে যান।
সংগ্রহ করা কোডটি বসিয়ে দিয়ে Confirm এ ক্লিক করুন।
নিউজফিড না আসা পর্যন্ত Next করতে থাকুন।
এবার আপনার প্রোফাইলে চলে যান এবং চিহ্নিত ইনফরমেশন গুলো দিন ইচ্ছামতো। তাহলে একাউন্ট টা কিছুটা হলেও দীর্ঘস্থায়ী হবে।(কোনো ইললিগ্যাল কাজ না করলে পার্মানেন্ট)।
★এভাবে ২/৩+ একাউন্ট একই ব্রাউজার দিয়ে খুলতে গেলে একাউন্ট খোলামাত্র চেকপয়েন্ট এ পড়ার একটা সমস্যা ফেস করেছিলাম।সেক্ষেত্রে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে নিলেই সমস্যাটা সমাধান হয়ে যায়।
*আমি এই কাজটি করার জন্যে Via ব্রাউজার ব্যবহার করেছি। এবং মোবাইল ডাটা ইউজ করেছি।
আনলিমিটেড একাউন্ট খুলতে গিয়ে কোনো সমস্যা হবেনা আশা করছি।তারপরও যদি কোন হতভাগা সমস্যার সম্মুখীন হন তাহলে ফেসবুক গ্রুপে বিস্তারিত (পারলে স্ক্রিনশটসহ)লিখে পোস্ট করবেন।আমি সহায়তা করব ইনশাআল্লাহ।
চাইলে সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। লিংক
আজ এ পর্যন্তই।আবারও কথা হবে অন্য কোনো পোস্টে ইনশাআল্লাহ।ততদিন পর্যন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন এই কামনা রইলো।
আল্লাহ হাফেজ।
Carry on brother……..