বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামুয়ালাইকুম , বন্ধুগণ , আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি ।
আজকে আলোচনা করবো তাদের জন্য , যারা ব্রেভ ব্রাউজার পাগল ছিল ।
মনে আছো তো ব্রেভ ব্রাউজারের কথা ? Uphold একাউন্ট এ পেইমেন্ট নিতে হত । তো , আজকে সেরকম একটা ব্রাউজার নয় , তবে এটা একটা এক্সটেনশন যেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো ।
অনেক কষ্ট করে একটা আর্টিকেল লিখি , যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন , অহেতুক , ভুল ভাল কোন কথা কেও লিখবেন না ।
প্রথমেই জেনে নেই কয় টা পদ্ধতিতে এখানে আয় সম্ভব ??
১. সেলফ আনিং । (KYC Needed)
২. রেফারেল আনিং । (KYC Needed)
১. সেলফ আনিং
প্রথমেই জেনে নেই সেলফ আর্নিং এ ইনকাম কেমন ?
তারা যেই তথ্য দিয়েছেন Medium এ সেখানে থেকেই আমি উপস্থাপনা করছি ।
- $$0.25 – $1.50 per day
- $7.50 – $45 per month
- $91.25 – $547.50 per year
এটা নির্ভর করবে আপনি কতটুকু সময় ব্যয় করলেন , এবং এড ভিও করলেন বা এড ব্লক হল । তো চলুন , আমরা দেখে আসি কিভাবে কি করবো ।
প্রথমেই বলি মোবাইল ইউজার যারা , তাদের জন্যও যেই কাজ পিসি ইউজার দের জন্যও একই কাজ । তবে , Mobile User দের জন্য কাজ টি করতে অবশ্যই Kiwi Browser Install করতে হবে ।
আর অবশ্যই , মনে রাখতে হবে পিসি / ল্যাপটপ ইউজার দের জন্য Google Chorme হলেও হবে । Google Chorme এ বেষ্ট , অন্য ব্রাউজারের বিষয়ে বলতে পারবো না ।
প্রথমে আপনাকে ২ টা এক্সটেনশন এড করতে হবে । যদি কেও লিংক এ ঢুকতে না পারেন VPN ব্যবহার করতে পারেন । একাউন্ট খোলার সময় Disconnect করবেন ।
তবে রেফার লিংক ছাড়া আদও , রিওয়ার্ড দিবে কিনা এ বিষয়ে আমার জানা নেই । তাই এই বিষয়ে আগেই জানিয়ে দিলাম ।
উক্ত লিংক গেলে নিজের মত পাবেন ।
উপরে যা দেখতে পাচ্ছেন , সেখানে Download এ ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন ।
ডাওনলোড এ ক্লিক করার পর AdBlocker “Avilable In Chorme Web Stor ” এ লিখার উপরে ক্লিক করুন ।
তো উপরে যা দেখতে পাচ্ছেন , এরপর আপনাকে Added To Chorme Option এ ক্লিক মারতে হবে , ! তবে আমার এইখানে “Remove From Chorme উঠে আছে এর কারণ হল , এক্সটেনশণটি আমার এড করাই আছে । তবে আপনাদের কে Added To Chorme তে ক্লিক দিলে , কিছুক্ষণ অপেক্ষার পরেই এক্সটেনশন টি এড হয়ে যাবে । এরপর আবার ব্যক পেইজে আসুন ।
এবার নিজের পেইজের মত পাবেন ।
এবার Download Now এ ক্লিক করবেন । মানে 2nd Option যেটা পাবেন । তাহলে ZIP File Download হবে ।
ডাওনলোড হয়ে গেলে Google Chorme তে Menu তে গিয়ে More Tools > Extension এ চলে যান , ! Process টি আমি নিচে দিয়ে দিয়েছি ।
এক্সটেনশনের গেলে নিচের মত পাবেন।
এখানে আপনাকে Developer Mode অন করতে হবে । এবং Load Unpacked এ ক্লিক করে , আপনার Zip File টি কোথায় আছে তার লোকেশন সিলেক্ট করে দিলেই Crypto Reward Extention টি এড হয়ে যাবে । ব্যাস !
যদি না হয় , তাহলে Zip File টি এক্সট্রাক্ট (Extract) করে Load Unpacked এ ক্লিক করে Folder সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে ।
এইটা গেল , সমস্ত কাজ যা , এক্সটেনশন এড করা নিয়ে ।
এবার Crypto Reward এ চলে যান । মানে Crypto Reward Extension এ , ! তারপর , নিচের মত পাবেন ,
এখন Get Started এ ক্লিক দিন ।
তারপর নিচের মত পাবেন ।
উপরে একটি লম্বা আর্টিকেল পাবেন সেটি স্ক্রল করে নিচের দিকে আসলে “I Accept The Terms & Conditions” এ ক্লিক দিয়ে Accept এ ক্লিক দিবেন । এরপর নিচের মত পাবেন ।
উপরের মত স্ক্রীনশর্ট হুবহু পেলে Password & Confirm Password দিয়ে দিন ।
এরপর উপরের মত , Secret Pharse পাবেন , এই KEY গুলো যত্ন করে , রেখে দিবেন , এটি হারালে আপনার ওয়ালেট হারালেন ।
তাই হারাবেন না । গুগল ড্রাইভে ভালোভাবে Save করে রাখবেন ।
পরবর্তী পেইজে , উপরের মত পাবেন । সেখানে উক্ত পাওয়া Secret Pharse এর সাথে মিলিয়ে ক্লিক দিবেন । এবং Continue তে ক্লিক দিলে পরের পেইজে যাবেন ।
এইবার Verify YouR Identity Now এ ক্লিক দিয়ে পরের পেইজে চলে যাবেন ।
তারপর নিচের মত পাবেন ।
আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী সমস্ত ডাটা এখানে দিয়ে দিবেন । ভুল হলে ভেরিফাই হবেনা ।
এরপর , নিচের দিকে আসলে , Proof Of Goverment ID মানে , এখানে আপনার Goverment ID এর Front পার্ট দিয়ে দিবেন । Maximum Size : 2MB হতে হবে ।
এখানে অনেকের মোবাইল থেকে ক্লিক করার প্রবলেম হতে পারে তারা Desktop Mode অন করে নিবেন ।
এরপর , Photos Of Your HOlding ID এখানে আপনার ID Card হাতে নিয়ে একটা ফটো আপলোড করবেন । কাজ শেষ ।
এইবার সব সাবমিট হলে নিচের মত দেখতে পারবেন ।
এবার Back Extension এ চলে আসুন । এবং SKIP এ ক্লিক দিন ।
KYC Pending ঠিক ঠাক ভাবে হলে মেইলে মেসেজ পাবেন ।
Skip করার পর , Public Wallet Address এর জায়ায় KUCOIN থেকে ADB Wallet Address নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন । Then Click ON “Finish” !
সব কাজ ঠিক ঠাক হলে েএখন আসুন বাকি বিষয়ে সাথে পরিচয় হই । Crypto Reward এর Menu> Feed এ যান তাহলে নিচের মত পাবেন ।
এখানে আপনি আজকে যা , ভিউ করতেছেন , আজকে যত ওয়েবসাইটে যাচ্ছেন এটার রিপোর্ট ৩ দিন থেকে ৩০ দিনের মদ্ধ্যে এড হয়ে যাবে আপনার এইখানে ।
তো যাই হোক , আমার মনে হয় না সেলফ আর্নিং নিয়ে আর কিছু বলার আছে , যদি কোন প্রশ্ন থাকে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন ,অথবা , কমেন্ট করতে পারেন ।
এবার আসুন রেফারেল আর্নিং এ আসি ।
২. রেফারেল আনিং
রেফারেল আর্নিং করতে গেলে অবশ্যই আপনাকে , KYC থাকতে হবে । Self & Refferel 2 টাতেই এটি লাগবে ।
চলুন রেফারেল রিওয়ার্ড কেমন কি জেনে আসি । এটি চলবে জুলাই ৩ তারিখ থেকে জুলাই ৩১ তারিখ পর্যন্ত । এর ভিতরেই যা পারেন রেফারেল করবেন ।
1-4 = 4500ADB Token (GET)
5-10 = 50000ADB Token (GET)
11-20= 75000ADB Token (GET)
21-30 = 9500ADB Token (GET)
31-40 = 140000ADB Token (GET)
41-50 = 185000ADB Token (GET)
51-100 = 230000ADB Token (GET)
101+ = 500000ADB Token (GET)
উপরের চার্টে দেখতেই পেলেন কত রেফারেল এ কত টোকেন পাবেন । সমস্ত তথ্য তাদের Mediumেএকাউন্ট থেকেই দিলাম। আমার নিজের বানানো কিছুই নেই । আর ADB Token Price Kucoin এ দেখে নিবেন ।
রেফারেল করার জন্য আপনার Crypto Reward অপশনের Menu> Refferel এ যেতে হবে তাহলে নিচের মত পাবেন ।
এখানে “Get Code” এ ক্লিক দিন ।
এরপর নিচের মত পাবেন ।
এখানে যেই লিংক দেখতে পাচ্ছেন এইটাই আপনার রেফারেল লিংক । এখানে থেকেই যাবতীয় রেফারেল আপনি সংগ্রহ করতে পারবেন ।
তো যাই হোক বন্ধুগণ , অনেক বড় অর্টিকেল লিখতে হল । যদি ভুল হয় সংশোধনের উদ্দেশ্য নিয়ে কমেন্ট করিয়েন।
করোও কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন ।
আর অথবা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন ।
আল্লাহ হাফেজ
আর ভেরিফাই করতে কতটুকু সময় লাগবে সেটা উল্লেখ করেন নাই..
পেমেন্ট কিভাবে দিবে..?
এই কয়েক্টা জিনিস ক্লিয়ারলি বল্লে ভালো হতো
Ar apnr ss to 2 ref lekha tao 0 blnc.????