Bypass Pubg Mobile 0.19  For Gameloop আপনি যদি Emulator Detection বন্ধ করে দিয়ে Mobile Player দের Lobby তে খেলতে চান আর্টিকেল টি আপনার জন্য।

Bypass Pubg Mobile 0.19  For Gameloop



Bypass Pubg Mobile 0.19  For Gameloop কোন রকম সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি টপিকে।


Emulator Bypass কি?

আপনি যখন Emulator থেকে PUBG Mobile গেমস টিতে প্রবেশ করেন তখন হয়তো দেখেছেন। একটি ম্যাসেজ Show করে আর তা হলোঃ-

“Emulator Detected Your Team And You Will Only Paired With Players Using Emulators”

যার মানে হলো আপনি যদি Emulator থেকে PUBG Mobile খেলে থাকেন তবে আপনার সাথে শুধু PC Player দের সাথে খেলা পড়বে। 

আর আপনার সাথে যারা দলবদ্ধ হয়ে খেলবে তাদের কেও খেলতে হবে Emulator Lobby তে।

তবে PC Player দের Skill একটু বেশী ভালো কারন তারা Mouse & KeyBoard ব্যবহার করে। 

আর অন্য দিকে Mobile ব্যবহারকারীদের জন্য একটু অসুবিধা হয়ে থাকে Aim Control করা। 

যা কিনা পিসি ব্যবহারকারী খুব সহজেই করে ফেলতে পারে।

তবে কেমন হবে যদি আপনি PC Emulator ব্যবহার করেও যদি Mobile Lobby তে খেলতে পারেন।

যার মানে হলো আপনি যদি একটু ভালো খেলেন Chicken Dinner নিশ্চিত আর সাথে Rank তো বোনাস।



তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কার্যপদ্ধতিঃ




You May Also Like:

Top 10 দ্রুত ফাইল Copy, Paste করার সফটওয়্যার পিসির জন্য



প্রথমে নিচের লিংক থেকে ফাইল টি Download করে নিন।


Download Link | Mirror


ডাউনলোড করা শেষ হয়ে গেলে ফাইল Extract করুন। তাহলে আপনি তিনটি ফাইল পাবেন। ফাইল গুলো কপি করুন।


এখন Gameloop  এর উপর Right Click করুন এবং Open File Location নির্বাচন করুন।


এবার ক্লিক করুন TxGameAssistant Folder এ প্রবেশ করার জন্য। সমস্যা মনে হলে উপরের চিত্র দেখুন।


TxGameAssistant Folder টিতে প্রবেশ করলে UI নামে একটি Folder পাবেন তাতে প্রবেশ করুন।

এবার UI ফোল্ডারে আমাদের Extract করা ফাইল গুলো Paste করে দিন।


এবার Mokka Bypass টি Run As Administrator Mode এ ওপেন করুন। এবং অপেক্ষা করুন।



Mokka Bypass Pubg Mobile 0.19  For Gameloop এর জন্য যদি Tools টি চালু হয়ে থাকে তবে Get Key বাটনে ক্লিক করুন।



আপনাকে ৫ টি স্টেপ পূরন করতে হবে Short Link Survey করে এরপর পাবেন Login Key. Key পেয়ে গেলে আপনি সফটওয়্যার টিতে লগিন করতে পারবেন।


লগিন করার পর Fix Emulator বাটনে ক্লিক করুন।

এবার প্রথমে Start Emulator বাটনে ক্লিক করুন এবং Emulator 100% Loading নেওয়ার পর Bypass বাটনে ক্লিক করুন।

দেখবেন আপনার গেমস নিজে থেকেই চালু হয়ে যাবে।

এবং আপনি কোন প্রকার Emulator Detection ম্যাসেজ দেখতে পাবেন না। যার মানে আপনি মোবাইল ব্যবহারকারীদের চান্দে পাঠিয়ে চিকেন নেওয়া শুরু করে দিতে পারেন।

Bypass Pubg Mobile 0.19  For Gameloop উপসংহারঃ



অবশ্যই মনে রাখবেন আপনি যে আইডি দিয়ে Emulator Detection Bypass করতে চান তা আগে থেকেই লগিন থাকতে হবে। 

যার মানে হলো আপনি Bypass টুলস টি চালানোর আগে একবার Emulator টিতে প্রবেশ করবেন এবং আইডি আগে থেকেই লগিন রাখতে হবে।


আর মনে রাখবেন Bypass টুলস ছাড়া যদি সরাসরি আপনি EMulator চালু করেন তবে Bypass হবে না।

তাই প্রতিবার আপনাকে Bypass Tools ব্যবহার করেই গেমস টি Run করতে হবে।

সতর্কতাঃ আপনার Main একাউন্টে যদি ব্যবহার করেন আর কোন প্রকার যদি Banned হয় তবে তার দায়িত্ব শুধুই আপনার।




যদি আপনার উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কৃপণতা করবেন না।

আর পাশাপাশি কোন প্রকার সমস্যা মনে হলে কমেন্ট করে জানাবেন।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।



লেখকঃ ইসমাঈল হোসেন সৌরভ।





5 thoughts on "Bypass Pubg Mobile 0.19 For Gameloop"

    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাইজান
  1. Sojol Rana Contributor says:
    ID ki ban korbe eta use korle?
    1. Cyber_Prince Author Post Creator says:
      ব্রাদার মূল একাউন্টে ব্যবহার করলে আইডি হারানোর সম্ভাবনা রয়েছে তাই যা করবেন নিজের রিস্কে

Leave a Reply