আসসালামুআলাইকুম ভিউয়ার্স

আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অ্যানিমেশন বাটন এর গ্রিন স্কিন ডাউনলোড করে নিবেন।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আমরা যখন কোন ইউটিউব ভিডিও দেখি তখন ভিডিওর মাঝে হঠাৎ করে দেখি একটা অ্যানিমেশন চলে আসে যেখানে দেখায় সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকন এ ক্লিক করতে।

তারা এটা কিভাবে করে থাকে?

মূলত এগুলো গ্রিন স্কিন এনিমেশন দিয়ে করে। আজকে আমি আপনাদের এই গ্রিন স্কিন অ্যানিমেশন শেয়ার করবো।

আপনি যদি না জানেন কিভাবে গ্রিন স্কিন থেকে গ্রীন কালার সরিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে আপনি ইউটিউবে চলে যেতে পারেন।

সেখানে গিয়ে আপনি যদি সার্চ দেন “remove green screen kinemaster” লিখে তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই বিষয়ে।

এক্ষেত্রে হিন্দি বা ইংরেজি ভিডিও কলে চলে আসতে পারে।আপনার যদি এই টপিকে বাংলা ভিডিও দরকার হয় তাহলে ইউটিউবে গিয়ে “remove green screen kinemaster bangla” লিখবেন তাহলে অনেকগুলো এই বিষয়ে বাংলা ভিডিও পেয়ে যাবেন।

এরপরেও যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এই বিষয়ে নতুন এক টিউটরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

কিভাবে এনিমেশন গ্রিন স্কিন ডাউনলোড করবেন?

ডাউনলোড করার জন্য লিংকে ক্লিক করুন। এরপর যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের সবার প্রথমে “Let’s Start” লেখার ওপর ক্লিক করুন। এরপর আপনাকে মাত্র কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর ডাউনলোড বাটন আসলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড লিংক:  Click Here

 

আশা করি পোস্ট আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ।

 

 

Aa

5 thoughts on "আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে সাবস্ক্রাইব করার অ্যানিমেশন বাটনের গ্রিন স্কিন ডাউনলোড করে নিন।"

  1. Silent Lover Contributor says:
    link not working
  2. NS Sabur Legend Author says:
    ডাউনলোড লিঙ্ক দিয়েছেন নিজের সাইট লিঙ্ক
  3. King Author says:
    এটা কেমন পোস্ট ভাই।।।

Leave a Reply