যাদের ফেসবুক একাউন্ট এ 2 step verification সিস্টেম চালু আছে তাড়া দেখে নিন যদি পারাবতীতে একাউন্ট লগইন করতে চান তা হলে।
বেশ কিছু দিন থেকে দেখা যাচ্ছেযে, যে সকল ফেসবুক একাউন্ট এ 2 step verification চালু আছে সে সকল একাউন্ট এ লগইন করার সময় verification আসতে সমস্যা হচ্ছে এবং কোড আসতে অনেক সময় লাগবে ও এমন কোনো একাউন্ট এ Verification কোড একদম আসতেছে না এবং একাউন্ট এ লগইন করতে পারছে না।
তাই এই সমস্যা পড়ার আগে ১০ টি verification কোড সংরক্ষন করে রেখে দিন।
এই সমস্যা হওয়ার কারণঃ
- Verification code লিমিট অভার হওয়া।
- ফেসবুক এর কারিগরি সমস্যা বা ক্রুটির কারনে।
- একটি ফোন নাম্বার থেকে ২ থেকে ৩ টি ফেসবুক একাউন্ট খুলার কারনে।
তো শুরু করা যাক
যে browser আপনার ফেসবুক একাউন্ট টি লগইন করা আছে সে browser দিয়ে আপনার ফেসবুক একাউন্ট ঢুকেন।
তার পর এই রকম ১০টি Verification কোড দেখতে পাবেন এই ১০টি verification কোড ১০ বার লগইন এর সময় ব্যবহার করতে পারবেন মানে ১টি কোড একবার ব্যবহার করা যাবে আর এই দশটি কোড ব্যবহার করা হলে Get new codes তে ক্লিক করলে আবারো ১০টি Verification এর নতুন কোড পাবেন।
নতুন বিকাশ একাউন্ট খুলে ফি ৭৫ টাকা নিন বোনাস বা বিকাশ আছে কিন্তু বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়াও ৭৫ টাকা বোনাস নিয়ে নিন
যে কোনো প্রয়োজনে Facebook কে আমি
মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
— ভালো হয় Two Factor এর কোড আসে না অনেক সময়। –
যদি পারেন এটা নিয়ে পোস্ট দেন।