আমি দেখাবো কিভাবে আপনারা Termux অ্যাপের সাহায্যে MASK LINK / PHISH PAGE LINK হাইড করবেন পাশাপাশি দেখাবো কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফেসবুক ফিশিং পেজ তৈরী করবেন ?

যাদের জানা আছে তারা পোষ্ট ইগনোর করুন ??

✌——————————————————————————-✌

জেনে রাখুন
এটি ফিশিং পেজ এর মতো কাজ করবে ।
যখন কেউ ফিশিং পেজে লগিন করবে তখন আপনার ইমেলে সব ইনফু পেয়ে যাবেন
আর সবথেকে গুরুত্বপূর্ণ কেউ খারাপ কাজে ব্যবহার করে যদি ম্রা খান তাহলে আমি দায়ী থাকবোনা ?

প্রথমে আমার দেওয়া TERMUX অ্যাপটি ইনস্টল করে নিন

???️

## সবার প্রথমেই টার্মুক্স অ্যাপে ডুকে এই অ্যাপটিকে স্টোরেজ পার্মিশন দিয়ে দিতে হবে। সেজন্য টাইপ করুন,

  • termux-setup-storage
  • ls
## তারপর নিচের কমান্ড গুলো ইন্টার করুন।
  • pkg install pip
  • pkg install pip2 
  • pip install bml

## সবকিছু ইনস্টল হয়ে যাবার পর শুধু মাত্র bml টাইপ করে ইন্টার করবেন তাহলেই টুলস রান হয়ে যাবে।

  • bml

## এখন Termux অ্যাপটি মিনিমাইজ করে যেকোনো একটি ব্রাউজার অপেন করুন। এবং স্কিন শর্টে দেখানো সাইটে চলে যান।

## সাইট অপেন হবার পর HACK FB নামক টুলসটি সিলেক্ট করুন।

## তারপর ‘GENERATE KEY’ অপশনে ক্লিক করুন। একটা KEY জেনারেট হবে সেই KEY কপি করে নিন। KEY কপি করে প্রথম বক্সে বসিয়ে দিন এবং সেকেন্ড বক্সে আপনার ইমেল দিয়ে যে ইমেলে সব পাসওয়ার্ড পেতে চান।

## তারপর ফিশিং পেজ লিংক জেনারেট হয়ে যাবে। সেই পেজের লিংকটি কপি করে নিন

## এখন টার্মুক্সে ইনস্টল করা bml টুলসটি অপেন করুন। যাস্ট bml লিখে ইন্টার করলেই টুলসটি রান হয়ে যাবে। টুলসটি অপেন হয়ে যাবার পর আপনার ফিশিং পেজের লিংকটি এখানে পেষ্ট করে দিয়ে ইন্টার দিন।

## ফিশিং পেজের লিংকটি ইন্টার করার পর নতুন একটি লিংক জেনারেট হবে। যেটাকে Hidden Link / Mask Link বলা হয়ে থাকে। সো সেই লিংকটি কপি করে নিন।

## এখন কেউ আপনার লিংকে ডুকলে সে ফেসবুকের মতো পেজ দেখতে পাবে। কেউ লগিন করলে আপনার ইমেলে সকল ইনফরমেশন চলে যাবে।


# নোট : মূলত ফিশিং পেজ অনেক ভাবেই তৈরী করা যায়। চাইলে নিজের হোস্টিং থেকে নিজে বানাতে পারেন নয়তো Shadow-web থেকেও বানাতে পারেন। তবে আমার মনে হয় এতো সিম্পল ভাবে অন্য কোথাও নিজের ফিশি পেজ বানাতে পারবেন না। ?

আর এখানে Mask Link / Link Hide আপনি ইচ্ছা হলে করবেন নয়তো করবেন না। মূলত কেউ যেন ফিশিং লিংকটি বুঝতে না পারে সেজন্যই লিংক মাস্ক/হাইড করা হয় এভাবে। তবে আপনি চাইলে URL 2 WEB সাইট ব্যবহার করে আপনার ফিশিং পেজের লিংক দিয়ে একটি অ্যাপ জেনারেট করে নিতে পারেন তারপর হ্যাক করার ট্রাই করতে পারেন। মূলত আপনি কিভাবে ফিশিং পেজ লিংক হাইড করবেন সেটা আপনার ব্যাক্তিগত উপায় ??

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন,? ?

যেকোনো সহযোগিতা পেতে

টুলস সম্পর্কে কোনো প্রকার সাজেশন দিয়ার থাকলে বা আরো নিত্য নতুন টুলসের আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হোন ??
??


যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন ??♥️??

আমার সাথে যোগাযোগ করার জন্য,

21 thoughts on "[HOT] ফেসবুক টার্গেট আইডি হ্যাক করার নতুন টুলস ! MASK LINK দিয়ে হ্যাক করুন ফেসবুক টার্গেট আইডি ? ! SIMPLE PHISH MAKER !? { BML } ??"

  1. Mahiya Contributor says:
    Admin or Moderated Vaiyara Ami Trainer Req decelam but akon o Pending admin or Mod Kau takle plz Amar Post reviewkoren?
  2. HM Tamjid Contributor says:
    এই লিংক কি আমি যতদিন মোন চাই ব ্যাবহার করতে পারবো ফিশিং সাইট টা??
    1. বোতল বাবা? Author Post Creator says:
      জ্বি। ?
  3. Mehedi Hasan Author says:
    এই ফিশিং সাইটি দিয়ে কি সব ফেসবুক আইডি হ্যাক করতে পারবো এই ফিশিং সাইটি কত দিন কাজ করনে…
    1. বোতল বাবা? Author Post Creator says:
      > আমার সাইট যতোদিন থাকবে ততোদিনই ফিশিং টা কাজ করবে ?
  4. Siratunnoby Contributor says:
    ভাউ ২ ভেরিফিকেশন নিয়ে বলুন। নাইলে কোন কাজ নাই এর?
  5. Md Parvej Contributor says:
    Tools run hoy na
    1. বোতল বাবা? Author Post Creator says:
      আগে সব প্যাকেজ আপগ্রেড কইরা তারপর ইনস্টল করেন ?? রান হইতে ২/৩সেকেন্ড টাইম লাগে ?
    2. Md Parvej Contributor says:
      Pkg install pip comand dile unable to locate pkg eta ase
  6. The GM Z4HID Author says:
    but mail not recieved 😮
    1. বোতল বাবা? Author Post Creator says:
      > মেইল স্প্যাম বক্সে চ্যাক করেন ভাউ ? এসব মেইল মেইন বক্সে পাবেন না। স্প্যাম বক্স চ্যাক মারেন ?
  7. Md Jion Contributor says:
    Bhaiya ekta facebook account er number ber kore dite parben…?
    Hack kore holeo.. please dile khub upokrito hobo
  8. Melon Contributor says:
    কি করলেন এইটা ?? ২০২০এ আইসা কোনো পাগল কি এই লগইন করে বোকামি করবো নাকি আজব তো ????
  9. Sarower Contributor says:
    ভাই… ওয়েবসাইটে তো ঢুকতে পারতেছিনা
  10. Sagor_Official Contributor says:
    ভাই ফেসবুকের লুকিয়ে রাখা নাম্বার বের করা যায় এমন কোনো উপায় থাকলে এই নিয়ে একটা পোস্ট করেন প্লিজ ?
  11. Dipto Contributor says:
    তোমার ইয়ে অনেক কারেন্ট… কোনোকিছু বানিয়ে পোস্ট করলে পরে পাস চেঞ্জ করা।। এইবার ও ওয়েবসাইটের লিংক নষ্ট
  12. Tahmid Rayat Author says:
    6769746C6162206C696E6B2074612061706E6172206C696E6B7472656520746520757064617465206B6F69726120646979656E200A0A0A3A2820
  13. Ahmedznabil Contributor says:
    ভাই গিট হাভ ইউসার নেম আর পাসওয়ার্ড দিন
  14. TrickBD Lover Contributor says:
    ekhon r use kora jabe na? Apnar dewa link click korle to Linktree te redirect hoy.

Leave a Reply