Hello বন্ধুরা সবাই কেমন
আছেন..? আশা করি সবাই
ভালো আছেন। আমিও
আল্লাহর রহমতে ভালো আছি। Trickbd তে আসার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো
কিছু জানতে সবাই Trickbd
এর সাথেই থাকুন।
.
.
আজকে আমি আপনাদের সাথে এমন এমন এক ব্যাক্তির বই শেয়ার করতে চলেছি যাকে এদেশের সাইন্স ফিকশন এর দেবতা বলা হয়।
আর তিনি হলেন মুহম্মদ জাফর ইকবাল স্যার।
আর আপনারা তার এই চমৎকার বইটি এখন আপনার জাভা মোবাইলটি দিয়েই পড়ে ফেলতে পারবেন।

এপসটির সম্পর্কেঃ


Name: Fubiyaner Jatri.
Reguletion: 240*320.
Type: .Jar
Size: 217 Kb.
Total 6 Part.

গল্পটির সম্পর্কেঃ

‘ফোবিয়ানের যাত্রী’ গল্পটি এক অসাধারণ মহাজাগতিক যাত্রাকে ঘিরে।
গল্পটির মূল চরিত্র ইবান নামের
মহাকাশযান ক্যাপ্টেনের।
ইবানের মায়ের স্বপ্ন ছিল যে তার ছেলে হবে এক হৃদয়বান মানুষ।
তাই জিনেটিক ইঞ্জিয়ারিং করে ইবানের মা তার মধ্যে শুধু ভালোবাসা নামের অসাধারণ গুণটি প্রবেশ করায়।
জিনেটিক ইঞ্জিয়ারিংয়ের মাধ্যমে অন্যান্য গুণগুলো না পাওয়ায় ইবানকে জীবনের পদে পদে বৈষম্যের শিকার হতে হয়।
তবুও জিনেটিক গুণ না থাকা সত্ত্বেও নিজের যোগ্যতাকে প্রমাণ করে ইবান চতুর্থ মাত্রার মহাকাশযান চালানোর সুযোগ পায়। ইবানের মা অন্য একটা গ্রহের কলোনিতে চলে যায়।
জীবনের উদ্দেশ্য বোঝার তার খুব ইচ্ছা রিতুন ক্লিস নামের এক

মৃত মহাপুরুষের সাথে তার ব্রেইনের নিউরন ম্যাপিংয়ের
সাহায্যে কথা বলার খুব ইচ্ছা। আর এই জন্যে প্রয়োজন একটা ৫ম মাত্রার মহাকাশযানের নিউরাল নেটওয়ার্ক।
আর সৌভাগ্যক্রমে এই নতুন ধরনের ৫ম মাত্রার কার্গো মহাকাশযান চালানোর সুযোগ
পায় ইবান। মহাকাশযানটির নাম
‘ফোবিয়ান’।
ম্যাটার- এন্টিম্যাটার ইঞ্জিন
থেকে শুরু করে নিউক্লিয়ার
অস্ত্রধারী রবোট পর্যন্ত কি নেই এতে! তবে মহাকাশযানটিতে বয়ে নিয়ে যেতে হবে শীতল ঘরে ঘুমন্ত ভয়ংকর সন্ত্রাসী
ম্যাংগেল ক্বাসকে।
নির্ধারিত দিনে ইবান তার মায়ের কাছে যাত্রা শুরু করে। যাত্রাকালে একদিন ইবান ইচ্ছা করে হঠাৎ মহাকাশযানটির
গতির হেরফের করায় বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে শীতলঘর থেকে ম্যাংগেল ক্বাসের সাথে সাথে মিত্তিকা নামের এক মেয়ে জেগে ওঠে।
পরে আস্তে আস্তে মেয়েটির সাথে
ইবান ভালোবাসার সম্পর্কে জড়ায়। ক্বাস জেগে ওঠার পরে
আরেক রোমহর্ষক অ্যাভেঞ্চারের শুরু হয়।
ক্বাস মহাকাশযানের দখল নেওয়ার চেষ্টা শুরু করে। ক্বাস আসলে একজন হাইব্রিড মানব
ছিল। ফলে ইবান কিছুতেই ক্বাসের সাথে পেরে উঠছিল
না। মহাকাশযানের উপর কর্তৃত্ব নেওয়ার পর ক্বাস তার অন্য সহযোগীদের উদ্ধারের জন্য একটি গ্রহে যায়। কিন্তু সবাই গ্রহটিতে আগেই মারা যায়। মৃত সহযোগীদের অন্য একটি সত্তা নিয়ন্ত্রণ করতে থাকে। শেষে তারা ক্বাসকেই আক্রমণ করতে থাকে।
ইবান ও মিত্তিকা ক্বাসকে গ্রহটিতে একা ফেলে রেখে যেতে পারতো। কিন্তু ইবানের সহৃদয়তার কারণে ক্বাস রক্ষা পায়।
মহাকাশযানে ফেরার পর ক্বাসও মিত্তিকার প্রেমে পড়ে যায়। ফলে দরকার হয় সবার উপর কর্তৃত্ব পাওয়া। তাই সে ইবানসহ মিত্তিকাকেও হাইব্রিড মানবে পরিণত করতে চায়।
শেষে উপায় না দেখে ইবান
মহাকাশযানটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে
পৃথিবীর সাথে যানটির যোগাযোগ
বিচ্ছিন্ন হয়ে যায়।
আর পৃথিবীর বিজ্ঞানীরা ভাবে
যে ইবানরা মারা গেছে। ইবানের
মায়ের কাছে খবরটি গেলে তিনি আত্মহত্যা করেন। কিন্তু রিতুন ক্লিসের সহযোগীতায় শেষমেশ ইবানরা বেচে যায় এবং পরে ইবান ক্বাসকে নিয়ন্ত্রণে নেয়।
শেষে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ইবান ভেঙে পড়ে। এরপর
মিত্তিকা ইবানকে নিয়ে নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করার মাধ্যমে অসাধারণ
গল্পটির সমাপ্তি হয়।
ফোবিয়ানের যাত্রী গল্পটি পড়ে
প্রকাশক এটিকে তাদের ওয়েবসাইটে ইবুক আকারে রেখে দেয়। মজার কথা হলো বাংলা ভাষার প্রথম ইবুক হলো এই ‘ফোবিয়ানের যাত্রী’ বইটিই।
আমার পড়া শ্রেষ্ঠতম সায়েন্স ফিকশনগুলির মধ্যে ফোবিয়ানের যাত্রী অন্যতম।
কেনইবা হবে না! বইটিতে আছে সুন্দর একটি ভালোবাসার গল্প, আছে উত্তেজনাকর একটি অ্যাভেঞ্চারের গল্প, আছে বেদনাময় মুহূর্তও।
তাই বিস্তারিত পুরোটা পড়তে চাইলে এখনিই ডাওনলোড করুন।

গল্পটির কিছু স্ক্রিনশটঃ




গল্পটি নিচের লিংক থেকে ডাওনলোড করুন।
Download 1
Download 2

.
.

গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

যেকোন প্রয়োজনেঃ


আমার ফেসবুক
আমার Website টি ঘুরে আসার আমন্ত্রন রইলো।
Web site Link
খোদা হাফেজ।
আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।

5 thoughts on "নিয়ে নিন মুহম্মদ জাফর ইকবাল স্যারের সাইয়েন্স ফিকশন উপন্যাস ফুবিয়ানের যাত্রী!! আপনার জাভা মোবাইলে পড়ার জন্য !!!"

  1. foysal Contributor says:
    প্রথম লিংকটা দেখে ভালো লাগলো।তবে wap4dollar এখন আর পেমেন্ট করেনা।
  2. foysal Contributor says:
    বই ডাউনলোড করা যাচ্ছেনা।আরেকবার আপলোড করে লিংক দিন।প্লীজ।
  3. V3L0X Contributor says:
    Nc ❤️❤️
    1. Nishan khan Subscriber Post Creator says:
      Thanks

Leave a Reply