বুধবার (৩০ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি আরো বলেন, ‘কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
নিউজঃসময় টিভি(এই লিংকে গিয়ে বিস্তারিত দেখতে পারেন)
আমার টিপস :
তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করলে লস নেই। কাজে লাগবেই। যেহুতু রুটিন দেওয়ার ১ মাস বা ৪ সপ্তাহ পর পরীক্ষা হবে তো এই সময়ে রুটিন করে পড়লে ভালো ফলাফল করা সম্ভব। সবাই নিয়মিত নামাজ পড়বে।
আমার লেখা কিছু আর্টিকেলঃ
সোশ্যাল মিডিয়া আসক্তি কমানোর কার্যকরী উপায়
আশা করি এই লেখাগুলো তোমাদের কাজে লাগবে।
আমার সাইটঃ উপায়কি ডট কম
তোমার বানান দেখে বোঝা যাচ্ছে তোমার ভবিষ্যত অন্ধকার।Apni only somoy tv er news ta dekhcen comnt gula hoyto dekhen nai tai ajaira kotha boltecen..huday manus k bibvamranto krben na…age nije pura live dekhen tarpor post krte asben…
Akhn apnar first kaj j live dekha jan live dekhe jodi kothaw sunen j bolce taile bolbo j thik ace naile bolbo gaja khay pist krco..
Admin gon ki dekge na abal marka pist gula