আসসালামু আলাইকুম ।
আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন । টাইটেল দেখে হয়ত বুঝে গেছেন কি পোষ্ট করতে চলেছি ।
আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন । টাইটেল দেখে হয়ত বুঝে গেছেন কি পোষ্ট করতে চলেছি ।
বর্তমানে আমরা জাভা ইউজাররা সবচেয়ে বহুল যে অপেরা মিনিটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে opera mini 4.21 mod । এক কথায় এই অ্যাপটি ছাড়া আমরা জাভা ইউজার একেবারেই অচল । ফেসবুক থেকে শুরু করে ওয়াপকিজ পর্যন্ত আমরা এই অ্যাপটির ওপর নির্ভরশীল ।
কিন্তু এই অপেরা মিনি ব্রাউজিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঝামেলা সেটি হচ্ছে Back দিলে page not found in Cache এই পেজ আসে ।
তো আজকে আমি দেখাবো কিভাবে এই ঝামেলা থেকে মুক্ত হবেন । বেশি কিছু বলতে চাই না । তো চলুন শুরু করা যাক ।
এবার দেখতে পারবেন Number Of History লেখা আছে । এবং ওটাতে 30 আছে । আপনারা 3 করে দিবেন।
এরপর নিচে দেখুন Only The Last Visit For One Site এটাতে টিক দিয়ে সেভ করে দিন।
তারপর স্ক্রিণশটের মতো Do not Reload Pages Deleted from the Cache এই লেখা দেখতে পারবেন । এটা থেকে টিক চিহ্ন উঠিয়ে সেভ কর দিন
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে অন্য কোনোদিন অন্য কোনো সময়ে অন্য কোনো পোষ্টে । ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ
17 thoughts on "[Request Post] :; জাভা ইউজাররা দেখে নিন কিভাবে Opera Mini 4.21 এ page not found in Cache পেজ আসা বন্ধ করবেন ::"