আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো ফেসবুক স্টাটাস কলেজ ভিডিও বানানো ।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক স্টাটাস কলেজ ভিডিও তৈরি করবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কিছু ভিডিও দেখা যায়।একটা ভিডিও তে ৩-৪টা ভিডিও এড করা থাকে। আমাদের প্রায় সময় ফেসবুক ওপেন করলে চোঁখে পড়ে এই ধরনের ভিডিওগুলো। যা কিনা দেখতে খুবই আর্কর্ষনীয়। বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই ধরনের ভিডিওগুলো। এইধরনের ভিডিওগুলো কলেজ ভিডিও নামে অভিহিত করা হয়। সো স্টার্ট।

তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।
অ্যাপ ডাউনলোড লিংক

৩. তারপর Video তে ক্লিক করুন।

৪. আপনার ইচ্চামতো যেকোন একটি ভিডিও ফ্রেম সিলেক্ট করুন।

৫. সব পারমিশন Allow করে দিন।

৫. ভিডিও টাইমলাইনের উপর ক্লিক করুন।


৬. Video তে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে নিন।

৭. সিলেক্ট করার পর ইচ্চামতো জুম করে নিন।

৮. ভিডিও সিলেক্ট হয়ে গেলে Trim আইকনে ক্লিক করুন।

৯. তারপর Video Duration সিলেক্ট করুন।

৯. সিলেক্ট হয়ে গেলে Music আইকনে ক্লিক করুন।

১০. তারপর শুধু যেকোনো একটি ভিডিও তে সাউন্ড রাখুন।

১১. আপনারা চাইলে Add Music তে ক্লিক করে অন্য মিউজিক ও ইউস করতে পারবেন।

১২. তারপর Border আইকনে ক্লিক করে যেকোন Border ইউস করতে পারেন।

১৩. ভিডিওটি সেভ করার জন্য রাইট চিহ্নতে ক্লিক করুন।

১৪. তারপর পছন্দ অনুযায়ী ভিডিও রেজুলেশন সিলেক্ট করে Ok ক্লিক করুন।

১৫. তাহলে ই আপনার ভিডিও সেভ হওয়া শুরু করবে।

ব্যাস কাজ শেষ ???

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ ❤️

ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Copykorebalkorbi

17 thoughts on "দেখে নিন কিভাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় থাকা ফেসবুক স্টাটাস কলেজ ভিডিও বানাবেন।"

  1. Tishat Ahmed Author Post Creator says:
    ধন্যবাদ ভাই
  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    Epic Username And Skylord এর মতো intro banabo kivabe ?
    1. Tishat Ahmed Author Post Creator says:
      সেটা নিয়ে নেক্সটে পোস্ট করা হবে।
  3. Rahat Author says:
    Again a useful review ! ?
    1. Tishat Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ প্রিয় রাহাত ভাই
  4. sharif Author says:
    nice post bro…
  5. Tishat Ahmed Author Post Creator says:
    ধন্যবাদ ভাই
  6. Tishat Ahmed Author Post Creator says:
    ধন্যবাদ উজ্জ্বল ভাই
  7. Nazmul Huda Contributor says:
    What a username of your i’d.
    1. Tishat Ahmed Author Post Creator says:
      হুম ভাই ??
  8. ridoykhan Contributor says:
    আশা করি ভাই, এমন সুন্দর পোস্ট আমাদের কে উপহার দিতে পারেন।
  9. Tishat Ahmed Author Post Creator says:
    হ্যা ভাই দোয়া করিয়েন ইনসাল্লাহ।
    1. Tishat Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply