আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির URL HIDE করবেন । HIDE বলতে এমন না যে কেউ আপনার আইডির ইউজারনেম দেখতে পারবেনা ? HIDE বলতে বুঝিয়েছি কেউ আপনার আইডিতে ডুকতে পারবেনা । মানে আপনার আইডির লিংকে কেউ ডুকলে সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে ?
যারা ইতিমধ্যে এটা জানেন তারা পোষ্ট ইগনোর করুন ??
✌——————————————————————————-✌
কাজটি করতে হলে আমাদের 3 টি অ্যাপের প্রয়োজন।
## সবার প্রথমেই FLOATING অ্যাপ অপেন করুন এবং নিচের স্কিন শর্ট ফলো করুন। { APPS => APPLICATION => BROWSER }
## অবশ্যই ব্রাউজারে লগিন করতে হবে। আপনি চাইলে BROWSER না দিয়ে LITE বা অন্য গুলাও দিতে পারেন। বাট ফোনের স্পেস বেশি খেয়ে নিবে ?
- m.facebook.com/username এই লিংকে ডুকবেন।
## এখন ইউজারনেম চেন্জের কোনো অপশন আসবেনা। সো মেসেন্জার অপেন করুন & ইউজারনেম ইডিটে গিয়ে ইউজারনেমের শেষে যাস্ট একটা ডট লাগাই দিয়ে সেবে ক্লিক করেন ১/২বার। তারপর ব্রাউজার রিফ্রেশ করুন তাহলে ইডিট অপশন পেয়ে যাবেন।
## তারপর,
- আপনার ফেসবুক অ্যাপ দিয়ে পেজ অপেন করবেন। খুলা না থাকলে খুলে নিবেন যেকোনো নামে। মূলত এই যে পেজ খুলবেন এটাতেই মূলত সবাই রিডাইরেক্ট হবে যখন কেউ আপনার প্রোফাইলের লিংকে ক্লিক করবে ?
- তারপর PAGE এর USERNAME সেট করার জন্য { SETTINGS => EDIT PAGE => TABS => ABOUT EDIT => CHANGE USRRNAME }
- প্রথমবার না হলে ২/৩বার ট্রাই করুন। তাও না হলে আবার ৩/৪ঘন্ঠা পর ট্রাই করুন।
## ব্যাস, এহন দেহেন মোর পেজ & প্রোফাইলের ইউজার নেম সেম হয়া গেছে ?
# নোট : ইউজারনেম সেম হবার কারনে, কেউ যদি আপনার আইডির লিংক কপি করে কাউকে সেন্ড করে সেক্ষেত্রে সে যখন এই লিংকে ক্লিক করবে তখন সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে ? তবে প্রথমবারেই যে এটা হয়ে যাবে এমন না।হয়তোবা প্রথমবার সেব হবার পর আপনার পেজে রিডাইরেক্ট হবেনা বাট সেম ইউজারনেম থাকবে, যদি এমন হয় তাহলে আবার কয়েকঘন্ঠা পর ট্রাই করবেন হয়ে যাবে। ?
তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ?
VIDEO TUTORIAL
কিছু সমস্যার কারনে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়নি। যদি কারো ভিডিও টিউটোরিয়াল দরকার হয় তাহলে এই লিংকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন ✌ ভিডিওটি ফেসবুক পেজে আপলোড করেছি। সো ইম্ভেড করতে পারিনি তাই লিংক দিয়ে দিসি ভিডিওর ? [ ভিডিও টিউটোরিয়াল ]
বাট অনেকেই জানেনা, + ট্রিকবিডিতেও খুজে পাইনি এটা সেজন্য শেয়ার করে দিলাম। ?
– দিতে চাইছিলাম বাট ওগ্লা দেইনি ?
* আর ডিকোড করার ইচ্ছা হলে আমার যেগুলা দিসিলাম সবগুলা ডিকোড কইরা আপলোড করো। আমার লাগবে। ? আমার কাছেই ডিকোড করা ফাইল নাই। ১০০/২০০ বার ইনকোড করা, এহন এতোবার কেমনে ডিকোড করুম ?? সো তুমি ডিকোড কইরা আপলোড কইরো ??