জ আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির URL HIDE করবেন । HIDE বলতে এমন না যে কেউ আপনার আইডির ইউজারনেম দেখতে পারবেনা ? HIDE বলতে বুঝিয়েছি কেউ আপনার আইডিতে ডুকতে পারবেনা । মানে আপনার আইডির লিংকে কেউ ডুকলে সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে ?

যারা ইতিমধ্যে এটা জানেন তারা পোষ্ট ইগনোর করুন ??

✌——————————————————————————-✌

জেনে রাখুন
এটা প্রথমবারেই কার্যকর হবেনা। অবশ্যই কয়েকবার ট্রাই করার পর কাজ করবে।
এইটা করলে আপনার আইডি ডিজেবল হলেও হতে পারে, যদিওবা আমার হয়নি। বাট আপনার আইডি ডিজেবল হলে আমি দায়ি থাকবোনা ?
এই ট্রিক কতোদিন কাজ করবে তারও কোনো গ্যারান্টি নাই, আজ করবে, কাল নাও করতে পারে, সো কারো যদি পরবর্তীতে কাজ না করে তাহলে চুপচাপ চলে যাবেন ?

কাজটি করতে হলে আমাদের 3 টি অ্যাপের প্রয়োজন। 


## সবার প্রথমেই FLOATING অ্যাপ অপেন করুন এবং নিচের স্কিন শর্ট ফলো করুন। { APPS => APPLICATION => BROWSER }



## অবশ্যই ব্রাউজারে লগিন করতে হবে। আপনি চাইলে BROWSER না দিয়ে LITE বা অন্য গুলাও দিতে পারেন। বাট ফোনের স্পেস বেশি খেয়ে নিবে ?

  • m.facebook.com/username এই লিংকে ডুকবেন।

    ## এখন ইউজারনেম চেন্জের কোনো অপশন আসবেনা। সো মেসেন্জার অপেন করুন & ইউজারনেম ইডিটে গিয়ে ইউজারনেমের শেষে যাস্ট একটা ডট লাগাই দিয়ে সেবে ক্লিক করেন ১/২বার। তারপর ব্রাউজার রিফ্রেশ করুন তাহলে ইডিট অপশন পেয়ে যাবেন।




    ## তারপর,

    •  আপনার ফেসবুক অ্যাপ দিয়ে পেজ অপেন করবেন। খুলা না থাকলে খুলে নিবেন যেকোনো নামে। মূলত এই যে পেজ খুলবেন এটাতেই মূলত সবাই রিডাইরেক্ট হবে যখন কেউ আপনার প্রোফাইলের লিংকে ক্লিক করবে ?
    • তারপর PAGE এর USERNAME সেট করার জন্য { SETTINGS => EDIT PAGE => TABS => ABOUT EDIT => CHANGE USRRNAME }

    ## তারপর যেকোনো একটা ইউজারনেম দিয়ে চ্যাক Availability তে ক্লিক করুন। Available যদি শো করে তারপর Facebook App & Floating App Browser দু জাগাইতেই সেম টাইমে একসাথে OK/SAVE ইউজারনেমে ক্লিক করে সেব করে দিবেন।
    • প্রথমবার না হলে ২/৩বার ট্রাই করুন। তাও না হলে আবার ৩/৪ঘন্ঠা পর ট্রাই করুন।


    ## ব্যাস, এহন দেহেন মোর পেজ & প্রোফাইলের ইউজার নেম সেম হয়া গেছে ? 






    # নোট : ইউজারনেম সেম হবার কারনে, কেউ যদি আপনার আইডির লিংক কপি করে কাউকে সেন্ড করে সেক্ষেত্রে সে যখন এই লিংকে ক্লিক করবে তখন সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে ? তবে প্রথমবারেই যে এটা হয়ে যাবে এমন না।হয়তোবা প্রথমবার সেব হবার পর আপনার পেজে রিডাইরেক্ট হবেনা বাট সেম ইউজারনেম থাকবে, যদি এমন হয় তাহলে আবার কয়েকঘন্ঠা পর ট্রাই করবেন হয়ে যাবে। ?

    তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ?


    VIDEO TUTORIAL

    কিছু সমস্যার কারনে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়নি। যদি কারো ভিডিও টিউটোরিয়াল দরকার হয় তাহলে এই লিংকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন ✌ ভিডিওটি ফেসবুক পেজে আপলোড করেছি। সো ইম্ভেড করতে পারিনি তাই লিংক দিয়ে দিসি ভিডিওর ? [ ভিডিও টিউটোরিয়াল ]


    যেকোনো সহযোগিতা পেতে



    17 thoughts on "[HOT] খুব সহযেই HIDE করে ফেলুন আপনার ফেসবুক আইডির লিংক ? | আপনার আইডিতে ডুকলে আপনার পেজে রিডাইরেক্ট হবে?"

    1. Nazmul Islam Author says:
      Jani age thekei..kosto kore share korar jonno tnx
      1. বোতল বাবা? Author Post Creator says:
        ওয়েলকাম 🙂

        বাট অনেকেই জানেনা, + ট্রিকবিডিতেও খুজে পাইনি এটা সেজন্য শেয়ার করে দিলাম। ?

      2. Nazmul Islam Author says:
        hmm.thik.termux new tools niye post koren..apnar post gula valo silo.
    2. Lipon Islam Author says:
      অনেক দিন পর আপনি
      1. বোতল বাবা? Author Post Creator says:
        ?? ছিলাম
    3. AroNE⚡ Subscriber says:
      Wow,thanks For Share
    4. Dip Dey - Walker #57341 Contributor says:
      Wellcome Back 7up এর বোতল 😛 BTW AMI AI RISK NIMU NAH OKAH BYE
    5. Tahmid Rayat Author says:
      Decode Korar kichu pailam nah 🙁
      1. বোতল বাবা? Author Post Creator says:
        ??
        – দিতে চাইছিলাম বাট ওগ্লা দেইনি ?

        * আর ডিকোড করার ইচ্ছা হলে আমার যেগুলা দিসিলাম সবগুলা ডিকোড কইরা আপলোড করো। আমার লাগবে। ? আমার কাছেই ডিকোড করা ফাইল নাই। ১০০/২০০ বার ইনকোড করা, এহন এতোবার কেমনে ডিকোড করুম ?? সো তুমি ডিকোড কইরা আপলোড কইরো ??

    6. shuvo Contributor says:
      Vai fb id ovarload korbo kivabe .
    7. Prince? ?? Contributor says:
      Good Post ❤
    8. armanhasanrup Contributor says:
      Ami link niye dekhabo?direct id te niye jabe??
    9. Tanvir78 Contributor says:
      ভাই মোবাইল দিয়ে ফেসবুক ওল্ড লেয়াউট/ভারসন একটা পোস্ট দেন।
    10. Diganta Das Swagato Contributor says:
      vai apnr shate ektu fb te kotha bolte chai

    Leave a Reply