কেমন আছেন সবাই?
মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তির আগ মুহূর্তে প্রস্তুতির জন্য এই বই গুলি খুবই দরকার। আপনি যদি অনেক আগে থেকে প্রস্তুতি নিতে চান তাহলে এর বিকল্প নেই। আগে থেকেই বই দাগিয়ে পড়া শুরু করে দিন। তাহলে অনেকটা এগিয়ে যাবেন। তো দেখে নেই কি কি বই থাকছে আজকের পোস্টে…
- জীববিজ্ঞান ১ম পত্র আবুল হাসান স্যার
- জীববিজ্ঞান ২য় পত্র গাজী আজমল স্যার
- রসায়ন ১ম পত্র হাজারী নাগ স্যার
- রসায়ন ২য় পত্র হাজারী নাগ স্যার
- পদার্থবিজ্ঞান ১ম পত্র আমীর হোসেন স্যার
- পদার্থবিজ্ঞান ২য় পত্র আমীর হোসেন স্যার
মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য দাগানো বই খুবই গুরুত্বপূর্ণ। এই বই গুলোর সকল পাতার গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো আছে। যারা নতুন ইন্টারমিডিয়েটে আছো তাদের কাছে পরামর্শ থাকবে, পিডিএফ দেখে বইগুলো রঙিন কালী দিয়ে দাগিয়ে ফেলো। এতে পরবর্তীতে মেডিকেল বা বিশ্ববিদ্যালয় কোচিং এ ভর্তি হলে তোমার কাছে অনেক সহজ লাগবে সবকিছু। কারণ কোচিং এর ভাইয়েরা এভাইবেই বই দাগিয়ে পড়ায় যেভাবে পিডিএফ এ দেওয়া আছে।
কিভাবে ডাউনলোড করবেন?
নিচের লিংক গুলোতে যান। তারপর ডাউনলোড লিংক পাবেন। সেখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
- জীববিজ্ঞান ১ম পত্র পিডিএফ ডাউনলোড
- জীববিজ্ঞান ২য় পত্র পিডিএফ ডাউনলোড
- পদার্থ ১ম পত্র পিডিএফ ডাউনলোড
- পদার্থ ২য় পত্র পিডিএফ ডাউনলোড
- রসায়ন ১ম পত্র পিডিএফ ডাউনলোড
- রসায়ন ২য় পত্র পিডিএফ ডাউনলোড
সবাই ভালো থাকুন। বিশ্ববিদ্যালয় ভর্তির প্রয়োজনীয় সকল পিডিএফ ডাউনলোড করতে চাইলে এখানে যান!
আপনাদের কারো জানামতে এমন কোন Android Apps আছে যা
যখন wifi এর Internet Connection যখন চলে যাবে তখন আমাকে Alart
এর মাধ্যমে জানাবে, আবার যখন Connection চলে আসবে তখন Alart করে জানাবে
তাহলে আর অযথা মোবাইলের সামনে বসে Wait করা লাগবে না
এমন কোনো Android Apps থাকলে দয়া করে নামটা জানাবেন ৷৷
Thanks You All.
তানাহলে ট্রিকবিডি থেকে সরাসরি ব্যান করা হবে।
bdniyog সাইট ও আপনার ট্রেইনার পদ দুটোই।
এই পোস্ট স্টুডেন্টদের জন্য কাজের হবে।
তাই ওয়ার্নিং দেয়া হয়েছে।
অন্যথায় সরাসরি একশন নেয়া হত।