Howdy Everyone,
বর্তমান এই ডিজিটাল প্রান্তে বসবাস করা যেখানে টাইপিং প্রায় প্রতিদিনের প্রয়োজনীয়তা, যথাযথ কীবোর্ড ব্যবহারের উপায়গুলি শিখাতে পারা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত টাইপিং আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে রাখতে সক্ষম করে তুলতে পারে, এই আর্টিকেলে মূলত আপনাকে টাইপ করা দ্রুত এবং যথাযথ করার জন্য আপনাকে 5 টি পরামর্শ দেব। কিছু টিপস বেশ simple, তবে আপনাকে অনুশীলন এবং দ্রুত শিখতে সহায়তা করার জন্য আপনাকে কয়েকটি অ্যাপ্লিকেশন দেয়া হবে। মূলত Pc/Computer userদের জন্য এই আয়োজন, Androaid করতে পারবেন কিন্তু official কাজে তো mobile এ type করা লাগবে না, তাই না? Pc keyboard এ practise করলে ভাল ফলাফল পাবেন।
চলুন শুরু করা যাক-
➤Get Rid Of Bad Habits
আমাদের প্রত্যেকরই একটা বদঅভ্যাস রয়েছে, সেটা হল শুরু থেকেই যেভাবে Keyboard এ type করতাম একটা word দেখে এখনও ঠিক সেভাবে typing করছি। যেমন- বাংলা typing এর সময়। একটা জিনিস খেয়াল করুন তো pubg খেলার সময় gamePad টা একেক জনের এক এক রকম হয় তাই না, fire button, extra option সবাই সুবিধা মত বসালেই তো 0.1% pro হবেন তাই না বাকিটা আপনার skill আর ধৈর্যের ব্যপার। তেমনি Keyboard এ আপনার আঙ্গুল নির্দিষ্ট key বরাবর বসালে দ্রুত Type করতে পারবেন?
➤Use All 10 Fingers
এই ধাপে শিখবেন কীভাবে Keyboard এ আপনার 10টা আঙ্গুলের যথাযথ স্থান হবে properly। খেয়াল করে দেখুন আপনার Keyboard এর F & J keyword গুলো Indicate করা কিনা ! মূলত point out করার জন্য ঐরকম design করা হয়েছে। তাই Position অনুযায়ী শিখতে থাকুন দেখে দেখে
➤Learn To Touch Type
যখন আপনি Keyboard এ Position শিখে যাবেন এবার না দেখে Keyboard এ type করতে থাকুন, মূলত speedটা বাড়াতে হবে এই step এ যেন indicate 100% হয় কোথায় a,b,c রয়েছে ok?
➤Navigate With Basic Keyboard Shortcuts
এখন শিখবেন কিছু shortcut যা আমরা মাউস দিয়ে করে থাকি কিন্তু এখন থেকে Keyboard এর সাহায্যে করলে অনেক Time saving হবে।
➠কিছু Shortcuts যা Computer system এর জন্য-
Shortcuts | Descriptions |
---|---|
Ctrl + C | Copy |
Ctrl + X | Cut |
Ctrl + V | Paste |
Ctrl + Z | Undo |
Ctrl + S | Save |
Ctrl + F | Search for word |
Ctrl + A | Highlight everything |
Shift + Left Arrow or Right Arrow | Hightlight next letter |
Ctrl + Shift + Left Arrow or Right Arrow | Highlight next word |
Ctrl + Left Arrow or Right Arrow | Navigate text cursor to next word without highlight |
Home | Go to beginning of line |
End | Go to end of line |
Page Up | Scroll up |
Page Down | Scroll down |
➠কিছু Shortcuts যা Web Browsing এর জন্য-
Shortcuts | Descriptions |
---|---|
Ctrl + Tab | Switch to next tab |
Ctrl + Shift + Tab | Switch to previous tab |
Ctrl + T | Open new tab |
Ctrl + W | Close current tab |
Ctrl + Shift + T | Open previously closed tab |
Ctrl + R | refresh current webpage |
Ctrl + N | Open new web browser window |
Backspace | Go back one page |
Shift + Backspace | Go forward one page |
➠আরো কিছু Shortcuts General navigation এর জন্য-
Shortcuts | Descriptions |
---|---|
Alt + Tab | Switch to next opened window |
Alt + Shift + Tab | Switch to previous opened window |
Alt + F4 | Close current window |
➤Practice With Apps
এখন শেষ ধাপ, মূলত Practice, Practice & Practice ছাড়া আর কিছুই না, আমি কিছু website দিচ্ছি, কোন software ছাড়াই easily Practice করতে পারবেন, No Tention?
একটা simple racing game যেখানে 4জন কম্পটিটর থাকে , আপনার car-এর উপর যে word টা উঠবে ঐটা যত দ্রুত type করবেন, তত speed পাবে আপনার car, simple !
এখানে randomly letter show করবে, তখন টাইমের মধ্যে letter type করতে থাকবেন। তখন ভুল হলে site থেকে indicate করে দিবে আপনি keyboard এর কোন পাশে দুর্বলতা রয়ে গেছে। Easy peasy✌
এক্ষেত্রে Finger position সম্পূর্ণ Practically শেখানো হবে simple ভাবে।
এটাও touch typing site এর alternative, এখানে Numbering করে position শেখানো হয়।
এই ছিল টাইপিং short-course, আশাকরি খুব দ্রুতই Typing mater হয়ে যাবেন, এর আগে Excel Genius Tricks share করছিলাম কতটুকু শিখেছিলেন?
যদি “Typing mater” “Excel Genius” title পেতে চান তবে Skillshare(click to get one)/Coursera তে course করতে হবে।
Coursera account এর জন্য telegram এ knock দিয়েন?
দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এভাবেই শিখে যেতে হবে? এটাই জগতের নিয়ম।
Happy learning⌛
Send Me any inquiry type question on Telegram- Hi or visit
Bye
Rewarded.
Today I received my First Payment BDT 505/-
Happy With your service?
নির্দিষ্ট টাইম আমি Indicate করে বলতে পারছি না, sorry!
আমার contact info
only mail/telegram
Mail- [email protected]
Telegram-t.me/sakib0152
2. Fast finger.com
3. Bengali_indiatyping.com
সব সাইটগুলো একই Algorithme এ তৈরী মানে সব content/task সেইম, জানি না কতটুকু উপকার হবে
Best Wishes?