হ্যালো পাঠক ! আমি রিফাত ।
কেমন আছেন ? আপনি কি শুনেছেন ১৯৭৭ সালের সেই রেডিও ওয়েভের কথা ! যা ওয়াও সিগন্যাল নামে সর্বত্র পরিচয় লাভ করে ।
১৯৭৭ সালের ১৫ আগস্ট, জেরি আর. এহমান এসইটিআই প্রোজেক্টে ওয়াও সিগন্যাল সনাক্ত করেছিলেন। সেটি ছিল আর দশটা রাতের মতোই সাধারণ । ( SETI (Search for Extraterrestrial Intelligence) যাদের মুল কাজ হলো গভীর মহাকাশের তরঙ্গ খোজা । এটি আমেরিকার ওহাইও রাজ্যে অবস্হিত ।) সেই রেডিও সিগন্যালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূর কোনো স্থান থেকে এসেছিল। সিগন্যালটি ৭২ সেকেন্ড স্থায়ী হয় এবং তারপর আজ অবধি সেটি আর কখনো শোনা যায়নি। তবে বিজ্ঞানীরা সিগন্যালের প্যাটার্ন দেখে ধারণা করেছিলেন, এই সিগন্যালটি যদি পৃথিবীর বাইরের কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে তবে তারা মানুষের থেকে অনেক উন্নত। কিন্তু এই রহস্যের জট এখনো খোলেনি ।
ওহায়োর স্টেট ইউনিভারসির্টির রেডিও টেলিস্কোপের সংকেতটিতে ছিল ৫টা অক্ষর ও ২টা সংখ্যা !!!
এখন এটা হতে পারে যে এটি কোনো মানুষের কারসাজি হতে পারে । কিন্তু এটি সম্ভব নয় কারণ সিগন্যালটির উৎপত্তি হয়েছিল মহাকাশের অনেক অনেক দূর থেকে । ঠিক কতটা দূরত্ব তা নির্দিষ্ট করে পরিমাপ করা সম্ভব হয়নি । কারণ হতে পারে যান্ত্রিক সীমাবদ্ধতা অথবা জটিলতা । আর পরবর্তীতেও যেহেতু কোনো দিন সিগন্যালটির দেখা পাওয়া যায়নি তাই এর থেকে বেশি তথ্য পাওয়া সম্ভব হয়নি ।
তবে এই সংকেতটি কোনো মানুষের নয় এটি নিশ্চিত ভাবে বলা যায় । বরং এটি মানুষের থেকেও বুদ্ধিমান প্রাণী হতে পারে ।
আজ এ পর্যন্তই ।
এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পোস্টটিতে লাইক করবেন ।
ধন্যবাদ
Thank you …
ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ ১০টি দেশ
এই বিষয়ে কৌতুহলটা আরও বেড়ে গেল।
কিন্তু সত্যি কথা বলতে বাস্তব জগতে এগুলো সম্পর্কে কোন তথ্যই পাওয়া মুশকিল, সব কিছুই আপেক্ষিক।
ধন্যবাদ, অজানা বিষয় জানানোর জন্য?