আস্সালামুআলাইকুম। আশা
করি সবাই আল্লাহ
তাআলার অশেষ রহমতে
ভালো আছেন। আপনাদের
দোয়ায় আমিও ভালো
আছি।
.
আজকে আমি একটা নতুন এবং
হেল্পফুল পোষ্ট নিয়ে
আপনাদের সামনে হাজির
হয়েছি।
.
আশা করি সবার উপকারে
আসবে। সবাই ধৈর্য ধরে
সবাই পোষ্ট টা পড়বেন আর
কিছু না বুঝলে কমেন্ট বক্সে
কমেন্ট করেন। তো শুরু করা

যাক।
.
অনেকেই হয়ত টাইটেল
দেখে বুঝে গেছেন কি
নিয়া আলোচনা করব।
.
আজকে নিয়ে আসলাম
জাভা ইউসার দের জন্য একটি গেইম যার নাম Jungle Run 3D.
শুরুতেই একটা কথা বলি যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন

গেইমটি Temple Run এর মত। কিন্তু পার্থক্য হচ্ছে এটাতে অন্যরকম সিস্টেম।

Game Details:
Game Name: Jungle Run 3D
Type: Jar
Screen: 240×320
Vendor: Mobi2Fun
খেলার নিয়মটি স্ক্রিনশট দেখে জেনে নিন।
Select Language

Mobi2Fun কোম্পানি গেইমটি তৈরি করেছে।

Game Option.

Game Instruction.

গেইমটিতে 2 প্রেস করলে উড়ে যায় এবং 8 প্রেস করলে দৌড়িয়ে যায়। মনে রাখবেন, 2 প্রেস করবেন তখনই যখন দৌড়ানোর সময় কিছু বাধা আসে এবং 8 প্রেস করবেন তখনই যখন দৌড়ানোর সেই বাধাগ্রস্থ পথ অতিক্রম হবেন তখন আবার উপর থেকে নিচে নামতে 8 প্রেস করবেন।

Start Game.

আশা করি গেইমটি আপনাদের ভালো লেগেছে। তো গেইমটি এখানথেকে ডাউনলোড দিন। আজকে এই পর্যন্তই।
ভালো থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

6 thoughts on "জাভা ইউজাররা নিয়ে নিন দারুণ একটি Racing গেইম।"

    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      Thanks.
  1. Shafi~7 Contributor says:
    old post but best

Leave a Reply