মোবাইলের এড আশা নিয়ে কে না বিরক্ত আমরা যখন স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং করি অথবা কোন অ্যাপস ইউজ করি তখন দেখা যায় প্রচুর পরিমাণে এড আসে নিজেকে কেন জানি মনে হয় জেলখানায় বন্দি থাকা কয়েদিদের মত।?

আজকে আপনাদেরকে আমি দেখাবো মাত্র পাঁচ মিনিটেই জেলখানা থেকে কিভাবে মুক্তি পাবেন।?
অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আপনি কিভাবে আপনার মোবাইলে আশায় বিরক্তিকর এড গুলো কে পার্মানেন্টলি স্টপ করে দিবেন তো দেরি না করে শুরু করা যাক।?

আমি মূলত দুইটা টেকনিক দেখাবো, এই দুইটা টেকনিক ফলো করে আপনি আপনার মোবাইলেআশা অবাঞ্চিত বিরক্তিকর এড গুলো পার্মানেন্ট বন্ধ করতে পারবেন।?

তো ফার্স্ট যে সেটিংটা সেটা হলো গুগলের সেটিং চেঞ্জ করে, আর অন্যটি হলো একটি অ্যাপের মাধ্যমে।

তো চলুন প্রথম সেটিং টা একটু মনোযোগ দিয়ে দেখি। তো এই সেটিংটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে লাইক ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা যে কোন একটি থাকলেই চলবে।?

প্রথমে আপনি যেটি করবেন আপনার স্মার্টফোনে থাকা সেটিং এর মধ্যে চলে যাবেন, সেখান থেকে খুঁজে বের করবেন গুগল তারপর গুগোল এর উপর টাইপ করবেন।?

তারপর নিচে একটু খেয়াল করলে এক নামে একটি অপশন পাবেন ওর উপর ক্লিক করুন। আপনাদের সুবিধার্থে পুরো সেটিংটা স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দেয়া হলো।










তো এবার কাজ শেষ ইনশাল্লাহ বিরক্তিকর এড আর আপনি আপনার ফোনে দেখতে পাবেন না।

তো চলুন এবার দ্বিতীয় টেকনিক টি অ্যাপ্লাই করি।
তো আপনার ফোনের মধ্যে থাকা যে কোন একটি ব্রাউজার এ চলে যান। এবং এরপর যা করবেন সব কিছু স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দেয়া হলো।

এবার ওই ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করুন তারপর ইন্সটল করে ওপেন করুন।
তারপর যা করবেন নিচে দেয়া হল।


তো এভাবে করলে ইনশাল্লাহ আপনার ফোনে আর বিরক্তিকর কোন এড আসবে না, বুঝতে কোন প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ সলভ করে দেয়ার চেষ্টা করবো।

তো এই দুইটা টেকনিক এর মধ্যে কোন টেকনিকে আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পছন্দ করেন তাহলে পোস্টটিতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন।


আমার জন্য ১টি মিনিট সময় দিয়ে , আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল। ? ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করুন।

তো এই ছিল আজকের মত ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন পোস্ট আসবে ততক্ষন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

10 thoughts on "মাত্র কয়েক মিনিটেই চিরতরে বন্ধ করুন, ফোনে আসা বিরক্তিকর বিজ্ঞাপন বা এড।"

  1. imriyad Contributor says:
    1st technique ta to just personalization off korar. Jar mane relevant ad gula na dekhiye irrelevant ad orthat apni ja posondo korenna sei dhoroner ad dekhabe.

    ad to bondho hobe na?

  2. JM Sujon Contributor says:
    not working
  3. Rs Abubokor Contributor says:
    opt out of ads personalization এর মানে কি জানেন?
    কোথা থেকে আসে এসব ফাল`তু??
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ???
  4. traihan203 Contributor says:
    এতো কষ্ট না করে, শুধু ফোনের Private dns অপশনটা অন করে dns.adguard.com এইটা কপি করে সেভ করে দিলেই এপের এড আর শো করবে না।
    1. Masum billa Contributor says:
      Hy na
  5. imrul kayes Contributor says:
    মনে হয় মেয়াদোত্তীর্ণ গাজা খেয়ে পোস্ট করে ??
  6. Fahad Contributor says:
    Bhai 1st method kaj korbe nah…2nd method korte pare…best holo adaway apk
  7. Sohag21 Author says:
    Agulo ekhon ar work kore na apu. Old hoye geche.

Leave a Reply