আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন । আপনাদের দোয়াই আমিও ভাল আছি। আর জারা ভাল নেই তারা মনে হয় নিয়মিত TrickBD তে ভিসিত করে না। ত অনেক কথা বলে ফেললাম । পোস্ট এর টাইটেল দেখেই হয়ত বুজে গেছেন আজ কি নিয়ে পোস্ট করব ।
শুরু করা যাক
আমরা অনেকেই নোকিয়া জাভা মোবাইল ব্যবহার করি কিন্তু অনেক সময় নানা সমস্যায় পরি । তার মধ্যে একটি হল অ্যাপে নেটওয়ার্ক না পাওয়া। এটি হওয়ার কারণ হল ; ।
।
১, মোবাইলে date and time setting ভুল থাকা , এর জন্য আপনারা অটো date and time setting টি চালু রাখতে পারেন।।
২, মোবাইলের নেটওয়ার্ক কনফিগারেশন setting ভুল থাকা। ।
আজ আমরা এই দুই নাম্বার পয়েন্ট নিয়েই আলোচনা করব।।
Banglalink Sim এর জন্য
Banglalink Sim এ আপনি Auto Configuration ই পাবেন জার কারণে বেশি কাজ করতে হবে না। Auto Configuration সেটিং এর জন্য আপনাকে ডায়াল প্যাডে *৫০০০*১০*৫# ডায়াল করতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন Auto Configuration সেটিং ।আপনাকে শুধু কষ্ট করে সেভ করতে হবে।
GP Sim এর ক্ষেত্রে
এখন আপনাকে একটু কষ্ট করতে হবে।
তো প্রথমেই আপনের ফোনের সেটিং চলে জান।
তারপর Configurations>>Personal Config.>>Add New>>Access Point
তারপর Account Name এ GP-Internet দিন।
তারপর Access Point Settings এ জান।
তারপর Bearer Settings>> Access Point এ গিয়ে লিখুন gpinternet
তারপর back করে Access Point টি Active করে নিন।
Robi Sim এর ক্ষেত্রে
এখনেও আগের মতই কাজ করতে হবে শুধু Access Point এ Robi-Internet দিতে হবে।
আর অন্য সিম এর খেতরেও এই কাজ করবেন শুধু Access Point ই বদলাতে হবে।
তো আজ এই পর্যন্ত ই, আল্লাহ হাফেজ।
5 thoughts on "[only for nokia] নোকিয়া মোবাইলে কোন অ্যাপে নেটওয়ার্ক কানেকশন পাচ্ছেনা , অপেরা মিনি install হচ্ছেনা নিয়ে নিন সমাধান"