স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে ।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে html লিখবেন এবং তার আউটপু্ট দেখবেণ।

অনেকেই বিশয়টা জানেন। তাই যারা জানেন তারা দয়া করে এই পোষ্ট হতে ১০০ গজ দুরে থাকবেন।

তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

প্রথমে আপনি আপনার কম্পিউটারের notepad এপটা ওপেন করবেন। তারপরে আপনার html code টা লিখবেন। নিচের স্ক্রিনশটের মতো।


তারপর আপনি file>save এ যাবেন।

তারপর, file name এর ঘরে আপনি আপনার ফাইলটির একটা নাম ‍দিবেন এবং নামের শেষে .html লিখবেন।

তারপর save as এর পাশের ড্রপ ডাওনে ক্লিক করবেন এবং all filles করে দেবেন। তারপর, encoding এর পাশের অপশনে ক্লিক করবেন এবং সেখান থেকে UFT-8 করে দেবেন।

এরপর ফাইলটি সেইভ করে দেবেন।

তারপর দেখবেন আপনার হোম স্ক্রিন তে যে নামে ফাইলটা সেভ করেছিলেন, ঔ নামে একটা ফাইল দেখা যাচ্ছে।

এবার এই ফাইলটাকে ওপেন করুন। এখানে আপনার লেখা কোডটার আউটপুট দেখতে পারবেন।

এভাবে আপনি যেকোন কোড লিখে তার আউটপুট দেখতে পারেন।

যদি আবার ফাইলকে ইডিট করতে চান, তাহলে mouse এর right click>open with>notepad দেবেন। তারপর আবার সেইভ করে দেবেন।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর ( Java game,super browser,3gp হিন্দি ও বাংলা movie and natok,java book,code) এর জন্য আমার সাইট ভিজিট করুন। asphnky.wapkiz.com


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



13 thoughts on "দেখুন কিভাবে computer এ html লিখবেন এবং আউটপুট দেখে চচা করবেন…"

    1. Prottoy Saha Contributor Post Creator says:
      eta ki?
  1. Rakumia Contributor says:
    এইসব জানা নেই ভাই এবং এটা কি কাছে লাগে সেটাও জানি না ।
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      ata jkono site ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগে। tachara inter ict boi porte kaj lagbe
  2. md shawn Contributor says:
    ভাই অল্পবিদ্যা কিন্তু ভয়ংকর। তাই যা লিখবেন বিস্তারিত লিখবেন। যারা html কোড লিখতে পারে তারা এটাও জানে কোথায় লিখতে হবে। আর কেউ একটা পোষ্ট থেকে সঠিক গাইডলাইন পাচ্ছে কিনা তা ওথোরের খেয়াল রাখা উচিত।তাই ভবিষ্যতে জেনে বুঝে আরো রিসার্চ করে পোষ্ট করবেন।
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      এতকিছু না লিখে কোন বিষয়টা বুঝতে পারছেন না ঐটা বললে আমার পক্ষে উত্তর দেয়া সহজ হতো বলে আমি মনে করি।
    2. Prottoy Saha Contributor Post Creator says:
      দেখেন ভাই, শুধু শুধু অল্পবিদ্যা বা ঐরকম কিছু বলে কাউকে অপমান করার কোনো মানে হয়না। আপনি কোন লাইনটা বুঝতে পারছেননা তা বলেন।
    3. md shawn Contributor says:
      prottoy saha… ami obak hossi.. Apnake opoman ke korlo. Kew ki programming na korte chaile hudai hudai html likhe? jini html shikhte chan tini valo kono course koren ebong tarai bole Dibe Where to write and how to. so bokar moto apni 1line likhe dilen kew kisu bujhlona luv holo? Ar ami vai Cst Student So eshob bujhi amake bujhate hobena inshallah. Asha kori bujhesen.
  3. Najmul Author says:
    সাবাস ভাই। ট্রিকবিডিতে সার্চ দিলেই আপনার পোস্টের ন্যায় আরও পোস্ট পাওয়া যাবে। মানে ভাই, এটা ২০২০ সাল। এইসময়ে এইটাইপের পোস্ট আসলেই বেমানান।
    1. Abdus Sobhan Author says:
      amra to bacca vhai ki korlam jibone kivabe html likhte hoi setao jantam na
      uni hoito world a prothom manus jini computer a html likhe dekhalen koto boro legend uni
    2. Prottoy Saha Contributor Post Creator says:
      Arreh vai, ami khkon bolsi j ami legend?

      Apni eta janen mane to ta na j sobai eita jane?

      Ar ami post er upore liksi j jara janen tara dure takun.
      Tachara eta copy post na.তাই দয়া করে আজেবাজে কথা বলবেন না।

    3. Najmul Author says:
      কপি বলে কথা হচ্ছে না ভাই। আমরাই বা কখন বললাম আপনি কপি করতেছেন? ?

Leave a Reply