স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে ।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে html লিখবেন এবং তার আউটপু্ট দেখবেণ।
অনেকেই বিশয়টা জানেন। তাই যারা জানেন তারা দয়া করে এই পোষ্ট হতে ১০০ গজ দুরে থাকবেন।
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
প্রথমে আপনি আপনার কম্পিউটারের notepad এপটা ওপেন করবেন। তারপরে আপনার html code টা লিখবেন। নিচের স্ক্রিনশটের মতো।
তারপর আপনি file>save এ যাবেন।
তারপর, file name এর ঘরে আপনি আপনার ফাইলটির একটা নাম দিবেন এবং নামের শেষে .html লিখবেন।
এরপর ফাইলটি সেইভ করে দেবেন।
তারপর দেখবেন আপনার হোম স্ক্রিন তে যে নামে ফাইলটা সেভ করেছিলেন, ঔ নামে একটা ফাইল দেখা যাচ্ছে।
এবার এই ফাইলটাকে ওপেন করুন। এখানে আপনার লেখা কোডটার আউটপুট দেখতে পারবেন।
এভাবে আপনি যেকোন কোড লিখে তার আউটপুট দেখতে পারেন।
যদি আবার ফাইলকে ইডিট করতে চান, তাহলে mouse এর right click>open with>notepad দেবেন। তারপর আবার সেইভ করে দেবেন।
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর ( Java game,super browser,3gp হিন্দি ও বাংলা movie and natok,java book,code) এর জন্য আমার সাইট ভিজিট করুন। asphnky.wapkiz.com
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
uni hoito world a prothom manus jini computer a html likhe dekhalen koto boro legend uni
Apni eta janen mane to ta na j sobai eita jane?
Ar ami post er upore liksi j jara janen tara dure takun.
Tachara eta copy post na.তাই দয়া করে আজেবাজে কথা বলবেন না।