Be a Trainer! Share your knowledge.
Home » Technology Updates » ব্রডব্যান্ড লাইন আপনি নিয়েছেন 10mbps কিন্তু স্পীড 1 mbps পান ?ব্রডব্যান্ড কোম্পানি আপনাকে ধোঁকা দিচ্ছে নাতো সবার জানা দরকার?

ব্রডব্যান্ড লাইন আপনি নিয়েছেন 10mbps কিন্তু স্পীড 1 mbps পান ?ব্রডব্যান্ড কোম্পানি আপনাকে ধোঁকা দিচ্ছে নাতো সবার জানা দরকার?

বাসায় #ব্রডব্যান্ড লাইন সংযোগ নেয়ার পরবর্তীতে সবারই একটা প্রশ্ন থাকে যে আমি লাইন নিলাম 1Mbps কিন্তু যখন ডাউনলোড দিই তখন ডাউনলোড স্পিড দেখায় 200 কেবিপিএস বা 128 কেবিপিএস বা তার একটু বেশি।তাহলে কি Internet Service Provider রা আমাকে পর্যাপ্ত পরিমাণ স্পিড দিচ্ছে না?তারা কি আমাকে ধোকা দিচ্ছে?
তো চলুন এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করি।
প্রথমে আমাদের জানা দরকার B ও b কি?
অবাক হইয়েন না,দুইটা অক্ষর একই হলেও ছোট অক্ষর ও বড় অক্ষরের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।
B=Byte এবং b=Bit.
বড় হাতের অক্ষর হলে সেটা হবে Byte আর ছোট হাতের অক্ষর হলে সেটা হবে Bit.
তো চলুন এবার MB এবং Mb নিয়ে কথা বলি।
MB=Megabyte এবং Mb=Megabit
Bit হচ্ছে ডাটা ট্রান্সফারের সর্বকনিষ্ঠ একক,যার মধ্যে শুধু মাত্র 0 or 1 রয়েছে।
গান,মিউজিক,পিকচার যে কোনো ফাইল ইত্যাদির সাইজ পরিমাপ করা হয় MB অর্থাৎ Megabyte দিয়ে।
আর ইন্টারনেটের গতি পরিমাপ করা হয় Mb/Mbps অর্থাৎ Megabits Per Second.
তাহলে প্রশ্ন হচ্ছে কত Bit=Byte?
দেখুন এটা তো আমরা জানি যে Bit থেকে Byte বড়।
তো
Bit=0 or 1
1Byte=8Bit.
তারমানে হচ্ছে 8 টি Bit নিয়ে 1 Byte.
তারমানে ফাইলের Megabytes ইন্টানেটের Megabits থেকে 8 গুণ বড়।
তাহলে এবার আলোচনাকরি কেন আমরা পর্যাপ্ত পরিমান স্পিড পাই না কোনো ফাইল ডাউনলোড করার সময়।
এটা সম্পর্কে শুধুমাত্র দু লাইন বললেই বুঝে যাবেন।সেটা হচ্ছে সংযোগ প্রদানকারীররা আপনাকে যে লাইন প্রদান করে তার হিসাব হয় Mb তে অর্থাৎ megabit এ।আর আপনি যেটা ডাউনলোড করেন সেটার হিসাব হয় MB তে অর্থাৎ Megabyte এ।আপনি যদি আপনার ইন্টারনেটের আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড চেক করবেন তখন দেখবেন সেটা Mbps এ দেখাবে(ছোট হাতের b) অর্থাৎ Megabit Per Second. আর যদি ডাউনলোড তখন সেটা দেখাবে MBps এ (বড় হাতেরB) অর্থাৎ Megabyte Per Second.
Wait…..এখানে থামুন আর ৩০ সেকেন্ড মনে মনে ভাবুন।
হ্যা আপনি যা ভাবছেন তাই।
আমি আগেই বলছি যে কোনো ফাইলের ক্ষেত্রে হিসাব হয় Megabyte এ আর ইন্টারনেটের ক্ষেত্রে হিসাব হয় Megabit এ।
তো মনে করুন আপনার 1Mbps এর একটি লাইন আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড স্পিড পাবেন 1÷8=0.125MBps.
অথবা মনে করুন আপনার কাছে 10 Mbps এর একটি লাইন আছে,তো এখান থেকে আপনি এক সেকেন্ডে ডাউনলোড স্পিড পাবেন 10÷8=1.25 MBps.
এভাবে আপনি যদি 1MB File এক সেকেন্ডে ডাউনলোড করতে চান তাহলে আপনার Link Speed লাগবে 8Mbps.
অথবা মনে করুন আপনার কাছে 100Mbps এর কানেকশন আছে তো আপনি 100 MB এর একটি ফাইল ডাউনলোড করতে চান। তাহলে কত সময় লাগবে?
দেখুন আপনার কাছে স্পিড আছে 100Mbps,যদি এটাকে MB তে কনভার্ট করি তাহলে হবে 100÷8=12.5 MBps
তাহলে 12.5 MB ফাইল ডাউনলোড হয়
১ সেকেন্ডে।
অতএব 100MB ফাইল ডাউনলোড হবে
100÷12.5 =8 Sce.
অর্থাৎ 100Mbps স্পিড থেকে 100 MB সাইজের একটি ফাইল ডাউনলোড হতে সময় লাগবে ৮ সেকেন্ড।
এভাবে হিসাব হব
1Mbps = 128KB Max
2Mbps = 256KB Max
3Mbps = 384KB Max
4Mbps = 512KB Max
Mbps = (M)ega (b)its (p)er (s)econd
Kb= (k)ilo (b)its But, If
KB= (K)ilo (B)yte
So, b= bit and B=Byte
আমরা যখন কিছু ডাউনলোড দেই তখন দেখি ডাউনলোড দেখাচ্ছে KB বা MB
মনে রাখবেন 8bit = 1Byte
So, 1 M(b)ps = 1024 K(b)ps = 1024K(bit) / 8bit = 128K(Byte)
তাই YouTube, BDIX/Movie Server/ FTP Server বাদে অন্য সকল সাইট থেকে ডাউনলোড দিলে এই দেখাবে….
যাদের লাইন Speed নিচে যথাক্রমে-
1Mbps = 128KB Max
2Mbps = 256KB Max
3Mbps = 384KB Max
4Mbps = 512KB Max
…. …. ….
8Mbps = 1024KB / 1MB Max
আশাকরি সবকিছু বুঝতে পেরেছেন,যদি না বুঝে থাকেন তাহলে পোস্টটি আরেকবার পড়ুন তাহলেই বুঝে যাবেন।
নিচের ছবিতে ভাল করে লিখা আছে। আপনি যদি 1 mbps এর লাইন নেন তাহ্লে আপ্নি ডাউনলোড স্পিড পাবেন 0.125 mega byte per second। আর 10 mbps নিলে 1.25 mega byte per second. যেটা আম্রা অনেকেই জানতাম না। যারা ইন্টারনেটের বিজনেস করে তারা কিন্ত দেখবেন Mbps লিখে বিজ্ঞাপন দেয় M বড় হাতের বাকিগুলা ছোট হাতের। এখানে Mbps= mega bit per second। আর যদি সব বড় হাতের লিখত যেমন MBPS তখন হত mega byte per second।
তাই যদি কেও হাই স্পিড চান মিনিমাম ১৫ mbps এর উপরে নিবেন। তা না হলে অনেক কন্টেন্ট লাইভ দেখতে পারবেন না যেমন লাইভ টিভি আর পারলেও কোয়ালিটি ভাল আসবে না। তাছাড়া ৬-১০ টা ডিভাইস চালাতে হিমশিম খেতে হবে।
আর ইউটিউব এ অনেক ISP রা ৮০ mbps, 100 mbps দিয়ে থাকে যা দিয়ে আপ্নি HD ভিডিও দেখতে পাবেন সহজেই।
ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য

কোনো সাহায্য লাগলে এবং Airdrop কাজ শিখে Android phone দিয়ে ইনাকাম করতে চাইলে আমার Telegram Channels জয়েন হতে পারেন।

*Taka Income Telegram: Click Here

 

4 years ago (Dec 22, 2020)

About Author (100)

FS Ashraful
author

Hi, I'm FS Ashraul a Professional WordPress Designer and Developer. I am highly experienced in WordPress, Elementor, E-commerce, and Crocoblock with over 2 years of experience. [আপনার কোন সার্ভিসের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন Whatapps=01756112924]

Trickbd Official Telegram

33 responses to “ব্রডব্যান্ড লাইন আপনি নিয়েছেন 10mbps কিন্তু স্পীড 1 mbps পান ?ব্রডব্যান্ড কোম্পানি আপনাকে ধোঁকা দিচ্ছে নাতো সবার জানা দরকার?”

  1. Masum billa Contributor says:

    আপনিও শেষ এ আর্নিং পোস্ট করলেন।

  2. FS Ashraful Author Post Creator says:

    copy বাট আমি কোনও ওয়েবসাইট থেকে কপি করিনি ভালো তথ্য ছিল আমার কাছে ভালো লেগেছিলো তাই শেয়ার করেছি। যদি ট্রিকবিডি সাপোর্ট টিমের কাছে খারাপ লাগে অবশ্যই তারা পোস্ট Delete করবে আমি এটা আশাবাদী

  3. FS Ashraful Author Post Creator says:

    91 টা পোস্ট করেছি ভালো করে দেখুন কোন কপি পান নাকি

    • Abdus Sobhan Author says:

      Apnar 91 post dekhe amar ki jai ase
      Facebook a onek vhalo tothoi pauya jai jodi support team kono podokkhep na nei tahole daily 10-15 ta man somotto post amio korbo somossa nai

  4. FS Ashraful Author Post Creator says:

    Ki bolbo apnare…. Koto faltu post pore ase tader pichone na lage apni amar sob post er pichone lagsen keno bujlamm na

    • Abdus Sobhan Author says:

      amar ki kheye kono kam kaj nai je okarone apnar pichone lagbo

      aktu check kore dekhun upojukto proman chara ami apnar kono post ai negative kono comment korini

  5. Dark_Superman (Mr. Merciless) Contributor says:

    পোস্টটা ভালো লেগেছে।
    তাহলে নেটের লাইন MBps হিসেবে পাওয়ার উপায় কি?

  6. mominul802875 Contributor says:

    good post….trickbd te kew ar ager moto post korte chaina..karon post korle sudu copy copy bole chillai..ara vai apni jeta janen onakai seta hoyto janana..jodi ak author arak author er pichone lege thaken ..tahole post korbe ke?

    • Abdus Sobhan Author says:

      vhaire amio apnar kothar sathe akmot ai same jinis ta amio ak somoye trickbd team ke bujhate cesta korechilam kono lab hoini apni chaile try kore dekhte paren
      rule is rule ami sorasori warning kheyechi ar same karone resently 3-4 jon author ar author pod geche apni bolle ami tader list apnake dite pari
      porisese jodi copy post allowed hoi ami daily 10-12 ta post korbo abong sompurno man sommoto post
      please support team ke mail kore ai bisoy ti janan support team ar mail addreas hocche : [email protected]

    • FS Ashraful Author Post Creator says:

      Right

  7. Rahim+Islam Author says:

    ধন্যবাদ ভাই পোস্টটা পড়ে কিছু শিখতে পারলাম। আসলে আমারও এই নিয়ে মাঝে মাঝে ভাবতাম আমার wifi স্পিড কম কেন।

  8. Haque Battery Contributor says:

    Title ki R likhlen ki?

  9. NewlyCrack Contributor says:

    A well-written piece that delves deep into the subject matter. The author’s expertise shines through every paragraph.
    https://newlycrack.com/microsoft-office-2007-free-download-product-key/

  10. CracktoPc Contributor says:

    Your site consistently delivers high-quality content. I appreciate the effort put into maintaining such a standard.
    https://cracktopc.com/imazing-crack/

  11. Crackshere Contributor says:

    The author’s enthusiasm for the subject matter is contagious. It creates a positive reading experience and fosters a genuine interest in the topic.
    https://www.crackshere.com/adobe-photoshop-cc-cracked-torrent/

  12. warezsofts57 Contributor says:

    This information is exactly what I was looking for. Thanks for the detailed post! https://warezsofts.com/picture-merge-genius-crack/

  13. freewarezpc Contributor says:

    Your unique take on [topic] sets your blog apart. Great post! https://freewarezpc.com/blue-cloner-diamond-crack/

  14. Crackerspc Contributor says:

    I’m always excited to see a new post from you. Your content is top-notch! https://crackerspc.com/macx-video-converter-pro-crack/

  15. realsoftpc Contributor says:

    Your expertise really shines through in this post. Thanks for sharing your knowledge! https://realsoftpc.com/webroot-secureanywhere-antivirus-crack/

  16. fullpatchpc Contributor says:

    Your blog is a goldmine of information. Thanks for consistently delivering value! https://fullpatchpc.com/cyberlink-powerdirector-crack/

  17. fullappcrack Contributor says:

    “This is exactly what I was looking for.”
    https://fullappcrack.com/simple-disable-crack/

  18. Afzaalpc Contributor says:

    Your posts are worth their weight in gold.”
    https://afzaalpc.com/screenshot-studio-crack/

Leave a Reply

Switch To Desktop Version