ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স এর বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল Wonder Woman 1984 হাজির হয়েছি একটি স্পয়লার ফ্রী রিভিউ নিয়ে এবং আপনারা দেখছেন trickbd.com


ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের রিসেন্ট সিনেমা গুলোতে সম্ভবত একুয়া মেন্ট এর ইফেক্ট পরেছে মনে প্রশ্ন উঠতে পারে এমনটা কেন বলছি??
এর উত্তর হলো ডিসির সিনেমায় যে এক্সট্রিম সিরিয়াস আর ডার্ক ট্রিটমেন্ট থাকে তা একুয়া মেন্ট মুভির ক্ষেত্রে দেখা যায়নি।

সিনেমাটি যথেষ্ট কালারফুল আর হিউমারের সাথে প্রেজেন্ট করা হয়েছিল,
এবং সিনেমাটি ব্যাপক সাফল্য ও পায় তো এখন এই কারণেই হোক বা অন্য কারণেই হোক ডিসি এক্সটেন্ডার ইউনিভার্সের পরবর্তী সিনেমা গুলো অনেকটাই একুয়া মেন্ট এর এই বেসিক প্যাটার্ন ফলো করছে।


যার মাঝে বার্ডস অফ প্রে আর এক্সাম অন্যতম তাহলে আর ওন্ডার ওমেন ৯৯৪ বাদ যাই কেন?
সিনেমাটি অনেক কালারফুল সাথে কিছু কমিক্যাল এলিমেন্টস আর রোমান্টিক অ্যাঙ্গেল তো রয়েছেই তবে এই কালার ফুল নেসের প্রভাব ডায়ানার কস্টিউমে ও পড়েছে।

আপনি যদি লিটেলারি আগের সিনেমাগুলির কস্টিউমের সাথে এই সিনেমার কস্টিউমের তুলনা করেন তাহলে সহজেই বুঝতে পারবেন সিনেমার টেকনিক্যাল কাজ গুলো দেখার মত ছিল।

এই সিনেমায় মিউজিক এর ব্যবহার দারুন ছিল বিশেষ করে কিছু জায়গায় বিজিএম এর প্লেসমেন্ট সিনেমাটি কে আরো ইনজয়বল করে তোলে এছাড়া একশন কোরিওগ্রাফিও দুর্দান্ত।


বিশেষ করে কিছু পার্টিকুলার একশন সিকোয়েন্স ছিল রীতিমতো দুর্ধর্ষ।

সিনেমাটোগ্রাফি আর কালার টোন টা পার্ফেক্ট ছিল গল্প নিয়ে তেমন কিছু বলার নেই।
টেলার এ দেখা গল্পটা মাথায় নিয়েই সিনেমাটি দেখে ফেলুন হতাশ হওয়ার কোন চান্সই নেই।

ম্যাক্সওয়েল লট কি করতে চলেছে , স্টিভ কি করে ফিরে আসলো এসব প্রশ্নের উত্তর না হয় সিনেমার জন্যই তোলা থাক।


তবে যার কথা না বললেই নয় she is cal ka root, you just can’t take your eyes off when she comes on screen literally you can’t ignore her beauty and terminus!
পুরো সিনেমা যেন তিনি একাই মাতিয়ে রেখেছিলেন আর তার সঙ্গে পাল্লা দিয়ে সিনেমা মাতিয়েছেন Chris pine Kristen wiig Pedro Pascal এর মত অভিনেতারা।

সবশেষে এটুকুই বলতে পারি এবছর সুপারহিরো সিনেমার যে খরা গেছে তার মাঝে এমন সিনেমার সত্যিই দরকার ছিল!
সো মার্বেল ভার্সেস ডিসি করা বাদ দিন আর ইনজয় করুন Wonder Woman 1984

শেষ করছি আমাদের আজকের পোস্ট, পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।


এবং https://youtube.com/c/SadiaAshfiTisa এই লিংক এ ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিরে আসছি পরবর্তী পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Realme C2s বাংলা আনবক্সিং রিভিউ মাত্র ৪,০০০ টাকায়??

This post is sponsored by IN Gaming, আশা করি তাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।?

17 thoughts on "ওয়াণ্ডার উওম্যান ১৯৮৪ মুভি বাংলা রিভিউ!"

  1. Md Zakir Hossen Author says:
    নায়ক আগের টাটে মারা গিয়েছিলো ৷এখানে এলো কি করে বুঝলাম না৷ ট্রিয়লজি কনফর্ম৷
  2. obaid0 Contributor says:
    ডাউনলোড লিংক কই?
    , youtobe এ কি হিন্দি পাওয়া যাবে?
    1. abirh104 Contributor says:
      বাঙালির বাংলার চাইতে হিন্দী ভালো লাগে!
  3. abirh104 Contributor says:
    আপু মাঝেমধ্যে টিভি চ্যানেলে বিদেশি মুভি বাংলায় ডাবিং দেখানো হয়। কিন্তু ইন্টারনেট বা ইউটিউব চ্যানেলে বাংলায় ডাবিং মুভিগুলো খুব বেশি খুজে পাই না। অথচ হিন্দী ডাবিং মুভিগুলো ইউটিউব, অনলাইনে সহজলভ্য। অথচ বাংলায় ডাবিং করা মুভির লিংক তেমন একটা খুজে পাওয়া যায় না। আপনি পারলে বাংলায় ডাবিং মুভি/ সিরিজগুলো নিয়ে এবং সেগুলোর লিংক দিয়ে পোস্ট করবেন।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      নিশ্চয়ই চেষ্টা করব ভাইয়া। ?
    2. Umar Author says:
      DurbinLIVE এ দেখতে পারেন, বাংলা ডাবিং মুভি যুক্ত করা হচ্ছে।
    3. abirh104 Contributor says:
      @Umar durbinlive কি ইউটিউব চ্যানেল? লিংকটা দেয়া যাবে?
  4. Malaylayek1 Contributor says:
    Gal Gadot = Cal Ka Root???? ???
    আরে রিভিউ লিখতে বসেছেন বানানের দিকে একটু লক্ষ্য রাখবেন না????
    Aqua Man = একুয়া মেন্ট
    Wonder Woman 1984 = ওন্ডার ওমেন ৯৯৪
    Shazam = এক্সাম
    ট্রিকবিডিতে পোস্ট করছেন একটু সিরিয়াস হন…
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ভাইয়া স্পেস দিতে গেলে এ ধরনের প্রবলেম হয়ে যায়,
      যেটা মাঝেমধ্যে খেয়াল না করায় এমনটা হয়েছে ?

      এনিওয়ে, ধন্যবাদ ব্রো ?

  5. Malaylayek1 Contributor says:
    রিভিউ টা কিন্তু ভালো লিখেছেন একেবারেই Spoiler Free….
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      অবশ্যই!
  6. Haque Battery Contributor says:
    tahole 2 year age kon movie dekhlam?
    1. Arif Contributor says:
      ওটা Wonder Woman 1 ছিল এটা Wonder woman 2
  7. Riyad Contributor says:
    ১ম মুভির সাথে তুলনা করলে Wonder Woman 84 অতো টাও ভালো না!
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      আপনার সাথে সম্মতি জানালাম ?
  8. sunnysk Contributor says:
    Realme C2s
    adeo ki ai phoner kono ostitto ache?????
    IN Gaming ki customer theke mere deya takar vag dei apnake???
    r video te je phone ta dekhano ata realme 3
  9. Arif Contributor says:
    অনেক বানান ভুল তবুও ভালো পোস্ট

Leave a Reply