বিষয়ঃ itel vison 1 Pro মোবাইল ফোন রিভিউ ৷

হাইলাইটস:

 

  • Vision 1 Pro ফোনে 6.5 ইঞ্চি HD এর সাথে Waterdrop FullScreen ডিসপ্লে রয়েছে ।

 

  • itel Vision 1 Pro ফোনটি একটু বাকানো স্টাইল খুবই পাতলা মডেলের ফোনে রয়েছে 4000 mAh বিগার ব্যাটারি ৷
  • ডিভাইসটিতে ২ জিবি র‌্যাম ও 32 গিগাবাইট স্টোরেজ এবং 128 গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট করবে ৷

itel Vision সিরিজের তিন নং ফোন itel Vision 1 Pro ৷ itel কম্পানি ভিষন সিরিজের পর পর দুইটি ফোনে সফল হবার পর তারা গত ডিসেম্বরে বাংলাদেশের বাজারে আনে itel Vision 1 Pro ৷ তবে আগের ফোনের থেকে একটু আলাদা করে তৈরী করা হয়েছে Vision 1 Pro ৷ itel Vision 1 Plus এ ৩ জিবি Ram থাকলেও এই ফোনে থাকছে  Vision 1 এর মতো ২ জিবি Ram ৷ তবে সব থেকে ভালো চমক হলো Waterdrop FullScreen সহ বাকানো মডেলের সব থেকে পাতলা করে যা এক হাতেই ব্যাবহার করতে পারবেন ৷ বাংলাদেশের বাজারে itel Vision 1 Pro ফোনের দাম মাত্র ৭৬৯০ টাকা ৷ itel Vision 1 Proতে ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরায়  ৮ মেগাপেক্সেল অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরাটি ৮ মেগা পেক্সেল ৷ এটিতে 2 জিবি র‌্যাম, 1.4 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ । ডিভাইসটি 32 গিগাবাইট স্টোরেজ এবং 128 গিগাবাইট পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সাপোর্ট করবে ৷ এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে । 

 

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল 4 জি সিম, ফেস আনলক, OTG সাপোর্ট ইত্যাদি ৷

 

Body:

Minimal Notch স্টাইল ৷

সামনের অংশ গ্ল্যাস হলেও পিছনের অংশ প্লাস্টিক ৷ 

Color:

 Ice Crystal Blue ও Cosmic Shine  ৷

Display:   

ফোনটিতে 6.5 inches ডিসপ্লে Resolution    HD+ 720 x 1600 pixels (282 ppi) ৷

ফোনটিতে হাই Technology    IPS Touchscreen ব্যাবহার করা হয়েছে ৷

Features হিসাবে Multitouch সিস্টেম করা হরা হয়ছে ৷

 

 Camera:

  • Vision 1 Pro ফোনের পিছনের ক্যামেরাতে হাই Resolution Triple 8 Megapixel (main  camera)  রয়েছে ৷
  • Features হিসাবে থাকছে    Autofocus, LED flash, 4x zoom
  • Video Recording হবে Full HDতে (1080p) ৷
  • সামনের ক্যামেরাও ফুল Resolution সহ 8 Megapixel ৷

Battery:   

Vision 1 Proতে বিগ Capacity    Lithium-ion 4000 mAh (non-removable) ব্যাটারি রয়েছে ৷

Performance:

 

itel এর Operating System    Android 10 (Go Edition) ও

Chipset    Unisoc SC9832E (28 nm) ৷

 

Storage:   

RAM    2 GB 

Processor    Quad-core, 1.4 GHz

ROM    32 GB MicroSD Slot    up to 128 GB (dedicated slot)

 

||–: শেষ কথা:–||

Vision 1 Pro ফোনটি বাংলাদেশের সব itel শো রুম বা নন শোরুমে পাওয়া যাবে ৷ 

বাংলাদেশের সবখানে একই (৳7,690) দাম নিবে ৷ ফোনটি সবার চাহিদা মিটাবে ৷ ফোনটিতে ভালো দিক হলো ৪০০০ mAh ব্যাটারি যা রেডমি স্যামসাং এর মতোই ব্যাটারি ব্যাবহার করেছেন ৷ Vision 1 Pro এর আরএকটা চমক হলো সামনে পিছনে দুই ৮ মেগাপেক্সেল ক্যামেরা রয়েছে ৷ যারা tik tok করে তাদের জন্য খুব ভালো ৷ ফোনটি গেম উপোযোগী ৷ 

 

ধন্যবাদ ৷

 

4 thoughts on "বিগার ব্যাটারি নিয়ে itel vison 1 Pro মোবাইল এখন ৭৬৯০ টাকায় ফোন রিভিউ"

    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Gpu হলো Graphics processing unit ৷
  1. Alan Walker Contributor says:
    লুল ভাই, আমার জিপিওউ চেনানো লাগবে না , আমার পিসির জিপিইউ Nvidia GTX1680Ti আর ফোনে mali T880-MC3

    যেটার রিভিউ দিছেন সেটার কথা বলছি

    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      যদি যানেন তাহলে প্রশ্ন করেন কেন?

Leave a Reply