ও হিন্দু ভাইদের আদাব।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
আমি ও অনেক ভাল আছি।
এবার বিস্তারিত শুরু করলামঃ
বর্তমান আমরা ডিজিটাল যুগে সবাই স্মার্টফোন ব্যাবহার করি।
আমাদের ফোন সম্পর্কে অনেকের ধারনা ভিন্ন রকম।
যার কারনে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের।
১/ সস্তার চার্যার ব্যাবহার/b]
আমরা অনেক সময় সস্তা চার্যার ব্যাবহার করি।
আসলে আমাদের বর্তমান এন্ড্রোয়েড ফোন গুলার ব্যাটারি এম্পিয়ার বেশি তাই সস্তা চার্যার গুলাতে এম্পিয়ার কম থাকে। তাই এর কারনে ব্যাটারি ফুলে যেতে পারে।
২/ [b]অতিরিক্ত গেম খেলা
আমাদের ফোন আমরা অনেক সময় গেম খেলি, গেম খেললে ফোনের অনেক ক্ষতি হয়।অনেকে চার্যে রেখে গেম খেলে এতে আরো অনেক বেশি ক্ষতি হয়৷ এজন্য ও আমাদের ব্যাটারি এর ড্যামেজ হয়ে ফুলে যেতে পারে।
৩/ রোদে অনেক সময় ফোন রাখা
অনেক সময় ফোন রোদে রেখে আসলে ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং ব্যাটারি গরম হয়ে ফুলে যেতে পারে। তাই বেশিক্ষন রোদে ফোন রাখবেন না।
৪/ব্যাটারি তৈরীর সময় ক্রুটি
এই ভুলটি ব্যবহারকারীর নেই।এটা যে কোম্পানি মোবাইল টি তৈরি করে কোম্পানির ভুল। লিথিয়াম আয়ন ব্যাটারীতে ঠিকভাবে পরীক্ষা না করে দেওয়ার কারনে ব্যাটারি ফুলে যেতে পারে।
আজ এ পযন্ত, মানুষ মাত্রই ভুল, আমার ভুল হলে সবাই ক্ষমার দৃস্টিতে দেখবেন।
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে ; Sk Shipon
ধন্যবাদ
You must be logged in to post a comment.
Noice
tnx
আমি একটা নোকিয়া বাটন ফোন চার্জে দিয়ে মোবাইলের কথাই ভুলে গিয়েছিলাম (টানা ২ দিনের মতো চার্জ হয়) যেহেতু এন্ড্রয়েড ইউজার তেমন লাগতোনা ঐ মোবাইল, তো দুইদিন পর ব্যাটারি ফুলে যায় ঐটা এতটাই ফুলে যায় যে মোবাইলেই লাগানো যায়না ।
আপনি এই পয়েন্টটা এড করতে পারেন ।
ধন্যবাদ ভাই
Ata ki kono post holo
ভাই, ভাল না লাগলে এড়িয়ে যাবেন। ধন্যবাদ
ভাই আমার মনে হয় আপনি সবটায় ভুল বলেছেন।
কিভাবে বুঝলেন ভাই
একটা ভালো মানের ব্যটারি কোন দিন ফুলে না বিশ্বাস না হলে কিনে দেখন। কমা ব্যাটারি এমনিতেই ৩থেকে ৫মাস বা তার চেয়েও বেশি ওর বছর ফুলে জায়। আপনি যে গুলো বলেছেন সেগুলো নাও করলে ভুলবে। কারন এগুলো সরাসরি কম্পানি থেকে আসেনা। অনেক বড় হবে তায় বলতে পারছিনা।
আমরা জখন ফোন চার্জ দি তখন ব্যাটারির রাসায়নিক গ্যাস বিক্রিয়া ঘটে জার কারনে ফুলে জায় তবে সবটায় না।
মাফ করবেন অসমীয়া কীবার্ড এর কারনে কিছু বানান ভুল হয়েছে।
আপনার কথায় ভুল আছে। সব ব্যাটারি ফুলে যায়। তবে তা কিছু জিনিসের উপর নির্ভর করে। যত ভাল ব্যাটারি হোক তা ২ বছরে ফুলবে। যদি আপনার ব্যাবহার ভিন্ন হয় তবে ৫ বছরেও না ফুলতে পারে তবে কোন না কোন ভাবে ফুলবে। টা মিলিমিটার বা সেন্টিমিটার হোক। আমার ফোন ৩ বছরে ব্যাটারি ফুলে ডিসপ্লে কিছুটা আলগা হয়ে গিয়েছিল?। আরেক ফোন দেখেছি বেক প্লাস্টিক ফেটে ব্যাটারি বের হয়ে গেছে।
আপনি ঠিক বলেছেন এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে। কিন্তু এটা জানা উচিত এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ফলে ব্যাটারির ১২ টা কোন না কোন সময় বেজে উঠে
ধন্যবাদ
হুম ঠিক বলেছেন। কিন্তু ব্লগে ভুল লিখেছেন। আমার এ পযর্ন্ত কোনো ব্যাটারি ফুলেনি। তবে চার্জার এর দোষও ফুলতে পারে।
আমি যে কারন গুলো লিখছি একটু সবাই ভেবে বিবেচনায় নিন।দেখুন এগুলা ও কারন যথার্থ
? কমেন্ট পড়ে আর কিছু লিখতে ইচ্ছে করছে না তাও লিখে ফেললাম ?
❣️❣️
Nice
Tnx bro