যে সকল প্রিপেইড গ্রাহক, বিগত ৯০ দিনে যাদের কোন ব্যবহার নেই সে সকল প্রিপেইড চালু করলে পাচ্ছে ফাটাফাটি ইন্টারনেট ও কলরেট অফার এবং সাথে থাকছে 2GB ডাটা ফ্রি এবং ৯০ দিন এর জন্য ৪৫ পয়সা/ মিনিট কলরেট কথা বলার সুবিধা সাথে আছে আরো চমৎকার সব অফার..!!

বন্ধ টেলিটক সিমটি চালু করে যেকোনো পরিমাণ টাকা (১০ বা তার অধিক) রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন একদম ফ্রি 2GB ডাটা এবং ৯০ দিন এর জন্য ৪৫ পয়সা/ মিনিট কলরেট কথা বলার সুবিধা।

স্পেশাল ডাটা অফারঃ

★ ১ জিবি @২১ টাকা (মেয়াদ ৩০দিন); যত খুশি ততবার।

★ অফার পেতে ডায়াল *১১১*২১#

স্পেশাল কম্বো অফারঃ

★ ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট @৪৩ টাকা (মেয়াদ ৭ দিন); যত খুশি ততবার।

★ অফার পেতে ডায়াল *১১১*৪৩#

★ ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট @১০৯ টাকা (মেয়াদ ৩০ দিন) যত খুশি ততবার।

★ অফার পেতে ডায়াল *১১১*১০৯#

স্পেশাল অফারঃ

  • ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে ।
  • ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।

অফার এর তথ্যাবলীঃ

  • ফ্রি ২ জিবি ডাটা (৭ দিন মেয়াদ) অফারটি সিম চালু করার পর গ্রাহক শুধুমাত্র একবার উপভোগ করতে পারবেন।
  • ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা উপভোগ করতে চাইলে গ্রাহককে *১১১*৪৫# ডায়াল করতে হবে ।
  • অফার চলাকালীন সময়ে গ্রাহক যতখুশি ততবার স্পেশাল ডাটা অফার, স্পেশাল কম্বো অফার ও স্পেশাল অফার উপভোগ করতে পারবেন।
  • যে সকল প্রিপেইড গ্রাহক, বিগত ৯০ দিনে যাদের কোন ব্যবহার নেই তারাই কেবল বন্ধ সিম অফারের আওতাভুক্ত হবেন। আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কাঙ্খিত নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করতে হবে।

 

 

 

টেকনিক্যাল বিষয়ে বা যে কোনো সিমের অফার জানতে এখানে ক্লিক করুন

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

6 thoughts on "বন্ধ টেলিটক সিম চালু করলে পাচ্ছেন 2GB ডাটা ফ্রি সাথে আর থাকছে ৪৫ পয়সা/ মিনিট কলরেট কথা বলার সুবিধা.!!"

  1. Jahid9184 Contributor says:
    Dear Subscriber, the MSISDN 01535743198 is entitled for Migration to Sagotom Package.. ata ase
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      সিমটি কত দিন ধরে বন্ধ ছিলো।
  2. ShaRiar IMRAN Contributor says:
    নেটওয়ার্ক সমস্যা
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Hmm
  3. Sakibur Rahman Contributor says:
    বর্নমালা সিমেও কি পাওয়া যাবে?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      জি

Leave a Reply