আস্সালামুআলাইকুম। আশা
করি সবাই আল্লাহ
তাআলার অশেষ রহমতে
ভালো আছেন। আপনাদের
দোয়ায় আমিও ভালো
আছি।
.
আজকে আমি একটা নতুন এবং
হেল্পফুল পোষ্ট নিয়ে
আপনাদের সামনে হাজির
হয়েছি।
.
আশা করি সবার উপকারে
আসবে। সবাই ধৈর্য ধরে
সবাই পোষ্ট টা পরবেন আর
কিছু না বুজলে কমেন্ট বক্সে
কমেন্ট করেন। তো শুরু করা
যাক।
.
অনেকেই হয়ত টাইটেল
দেখে বুঝে গেছেন কি
নিয়া আলোচনা করব।
.
আজকের টপিক নিয়া কিছু কথা।
আপনি এই ট্রিক টা দিয়ে আপনার ফেসবুক ইউটিউবের যেকোনো ডাট ভিডিও কনভার্ট করতে পারবেন।
.
প্রথমে বলি রাখি এই ট্রিক টা কার্জকরি হবে যদি আপনার Opera Mini থাকে ।
.জাভা ফোন দিয়ে কোন অ্যন্ড্রয়েড অ্যাপ ভিডিও কর্নভার্ট করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এইটার উপকার হলো যে ভিডিও আপনার ফোনে সাপোর্ট করবেনা তা ভালোভাবেই চলবে।
.
প্রথমে আপনার Java List Er অপেরা মিনিটেতে ডুকুন
.
তারপর নিচের লিংকে যান। click here
.
নিচ এর স্কিনশট ফলো করুন।
.
লিংকে ডুকার পর এরকম দেখতে পারবেন।
![](https://trickbd.com/wp-content/uploads/2021/01/11/5ffbb0505d2db.png)
তারপরে আপনি আপনার ভিডিও টা চুজ ভাইলে আপলো করে কর্নভাট বাটন প্রেস করুন।
![](https://trickbd.com/wp-content/uploads/2021/01/11/5ffbb075e341a.png)
এরপর একটা পেজ আজবে যেখানে Download It লেখা থাকবে ওখানে ক্লিক করে আপনার ফাইলটি ডাউনলোড করে নিন।
.
এখানে ফাইল আপলোড ছারা ফ্রম ইউআরল দিয়েও হয় কিন্তু ভালো ভাবে কাজ করে না।
.
এখানে অনেক গুলো ফরম্যাট পাবেন নিচের স্কিনশট দেখুন।
.
![](https://trickbd.com/wp-content/uploads/2021/01/11/5ffbb0a36f55a.png)
more format
![](https://trickbd.com/wp-content/uploads/2021/01/11/5ffbb0c71f5d3.png)
.
এখানে ভিডিও কাটার ও ব্যবস্থা আছে কিন্তু জাভা দিয়ে ভালো ভাবে হয় না। ভিডিও কাটতে অপশন বাটনে ক্লিক করুন এবং আপনার স্টার্ট এবং ইন্ড টাইম দিন।
.
.
উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো
প্রকার ভুল হলে ছোট্ট ভাই
মনে করে ক্ষমা করে
দিবেন। আর ভুলটা কমেন্ট
বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য
থাকুন ট্রিক বিডির সাথে
থাকুন ট্রিক বিডি নিয়ম
কানুন মেনে চলুন আর ট্রিক
বিডি কে আরো উন্নত
করতে বেশি বেশি উন্নত
পোষ্ট করুন!
.
খোদা হফেজ।
But I’m not a regular user.