কানেক্ট থাকা Wifi password বের করুন মাত্র দু মিনিটে ৷
(গতকাল এক ভাই তার পোস্টে লেখেছিল তার বিপরিত আজকের এই পোস্ট)
১ম পদ্ধতিঃ
Wifi এ যান টাচ করুন কানেন্ট থাকা wifi Router এ উপর
তারপর স্ক্রিনসুট তুলুন
এখন QR Code Scan ওপেন করুন(যদি QR code scaner না থাকে তাহলে play store ডাওনলোড৷করে নিন)
এবার স্ক্রীনসুট টি সিলেক্ট করুন
? দেখুন পাঁচওয়ার্ড দেখা যাচ্ছে ৷
নোটঃ অন্যান্য ফোনের ক্ষেত্রে share password এ ক্লিক করে QR Code বের করতে হবে ?
২য় পদ্ধতিঃ
প্রথমে আপনার কানেক্ট থাকা wifi এ যান এর পর Gateway ip কপি করুন অথবা মনে রাখুন ৷ সব ক্ষেত্রে 192.168.1.1 / 192.168.0.1 ip address হয় ৷
তারপর ক্রোম ব্রাউজারে ইন্টার করুন
এরপর উপরের ছবির মতো আসবে তখন
- Username: admin
- pass: admin
দিবেন ৷ (যদি লগিন হয় তাহলে পাঁচওয়ার্ড দেখতে পারবেন , লগিন ছাড়া পাচঁওয়ার্ড দেখা )
তারপর Wireless > Wireless security. তে যান
উপরের ছবিতে দেখুন password show করছে ৷
৩য় পদ্ধতিঃ
এই পদ্ধতি দিয়ে আপনি সারাজীবন পাচওয়ার্ড ছাড়াই ব্যবহার করতে পারবেন ৷
১মে প্লে স্টোর থেকে wps app ডাওনলোড করে নিন
তারপর রাউটারের নিচে দেখুন pin নামে যেখানে লেখা আছে তার পিন কপি করুন
তারপর wps app এ যান এবং কাস্টোমস পিন এ ক্লিক করে রাউটারের pin টা লিখুন ব্যাস কানেক্ট হয়ে গেছে দেখুন ৷
এই পিন থাকলে যতবার পাঁচওয়ার্ড চেন্জ করুক না কেন তবুও কানেক্ট হবেই ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
কোন প্রশ্ন থাকলে করতে পারেন ৷
Tp link e kaj hoy na pin dia ?
আপনার ফোনেরটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আর ওরা রুটের টেকনিকও দিয়ে দেয়।
এমন কোনো এপস নাই যে ট্রাই করি নাই।
শেষে কম্পিউটার দিয়েই রুট করতে হইছিলো
http://192.168.0.107/ এটা আমার আইপি।
এড্রেস বারে এটা দিয়া ক্লিক করলে কোন পেইজ আসে না।
নট ওয়ার্ক।
৷ এই পোস্ট 100% কাজের ৷ সব কটা ধাপ পরিক্ষার পর পাবলিশ করেছি ৷
যদি ফেসবুক আইডিটা দিতেন ভালো হত।
যাই হোক স্বপন ভাই আপনার ফেসবুক আইডি দিলে ভালো হয়।
ম্যাসেনজারে স্কিনশর্ট দিতে পারতাম।
আপনার ফেসবুক আইডি লিংক টা দিলে হয়তো সমাধান নিতে পারতাম।
পোস্টকারীর কোন রেসপন্স নেই।
হতাশ হলাম।
আর ফোন কি রোট থাকা লাগবে?