আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ইউটিউবের ভিডিও ফোনের হোম স্ক্রিনে দেখুন

আজকের এই আর্টিকেলে দেখাবো যে কিভাবে আপনারা Youtube এর ভিডিও মোবাইলের হোম স্কিনে দেখতে পারবেন এবং YouTube এ ভিডিও দেখার পাশাপাশি মোবাইল ফোনের যেকোনো কাজ করতে পারবেন। আপনারা হয়তো দেখে থাকবেন যে কম্পিউটারে YouTube এর ভিডিও দেখার পাশাপাশি আরো বিভিন্ন কাজ করা যায় কম্পিউটারে।

আপনারা ঠিক একইভাবে মোবাইল ফোনেও Youtube এর পাশাপাশি অনন্য কাজ করতে পারবেন যেকোনো কাজ করতে পারবেন। আপনি যখন আপনার বন্ধুকে এই কাজটি করে দেখাবেন তখন আপনার বন্ধু দেখা অবাক হয়ে যাবে। কারণ সে হয়তো এটি আগে কখনো দেখেনি।

এবং সে তার মোবাইল ফোনে এটি করার জন্য আপনার কাছে বার বার জিজ্ঞেস করবে। কিভাবে আপনারা Youtube এর ভিডিও দেখার পাশাপাশি যেকোনো কাজ করবেন জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা Youtube এর ভিডিও মোবাইল ফোনের হোম স্কিনে দেখতে পারবেন সাথে আপনি যেকোনো কাজ করতে পারবেন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Float Tube

ডাউনলোড করে Open করুন।

Open করার পর যদি Allow চায় দিয়ে দিবেন। এখানে দেখেন সম্পন্ন YouTube এর মতো।

এখানে আমি একটি Video তে ক্লিক করলাম।

তারপর এখানে দেখেন কাজ হচ্ছে।

এই রকম দেখাবে তখন আপনি Back চলে আসবেন।

এখন দেখেন হোম স্কিনে ভিডিও।

এখানে দেখেন আমি ফেসবুকে চলে এসেছি সামনে ভিডিও আছে।

এখানে দেখেন ভিডিও এর উপর এই তিনটি চিহ্ন এগুলো কাজ কি

আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন কি হয়।

ভিডিও একেবারে ছোট হয়ে যাবে।

তারপর যদি এখানে ক্লিক করেন।

তাহলে ভিডিও অ্যাপটি open হয়ে যাবে।

তারপর যদি এখানে ক্লিক করেন।

হোম স্কিন থেকে ভিডিও কেটে যাবে

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন YouTube

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

8 thoughts on "আপনি যদি YouTube ব্যবহার করে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য। ইউটিউবের ভিডিও ফোনের হোম স্ক্রিনে দেখুন"

  1. SafiullahArqami Contributor says:
    আপনার ডিভাইসে এই সংস্করণটি ব্যবহার করা যাবে না, এই লেখা আসে
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      এই Version চলবেনা Old version download করেন দেখেন
  2. SafiullahArqami Contributor says:
    আপনার ডিভাইসে এই সংস্করণটি ব্যবহার করা যাবে না, এই লেখা আসে
  3. MD Shakib Hasan Author Post Creator says:
    এই Version চলবেনা Old version download করেন দেখেন
  4. Rakib Author says:
    Good.. But YouTube Vance Best???
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      ?
  5. comradezisan Contributor says:
    floating window permission allow krlei to hoy..apps install korar dorkar ki?

Leave a Reply