আসসালামু আলাইকুম
ও হিন্দু ভাইদের আদাব।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
কারন ট্রিকবিডি এমন একটা প্লাটফর্ম যেখানে নিত্যনতুন ট্রিক ও টিপস শেখা যায় খুব সহজে।
আজকে আপনাদের মাঝে আরেকটি মজার ও চমৎকার ট্রিক নিয়ে হাজির হলাম।
আজকে আপনাদের মাঝে শেয়ার করব এমন একটি ট্রিক যা আমাদের সকলের কম -বেশি দরকার ।
আমরা কোথাও যাইতে চাইলে গুগল এ ম্যাপ এ সার্চ করলেই উক্ত লোকেশন দেখা যায়।
কিন্তু আজকে দেখাব কিভাবে আপনি উক্ত লোকেশন এ কিভাবে যাবেন, কত মিনিট লাগবে, কোথায় দিয়ে যাওয়া লাগবে রাস্তা সব দেখতে পারবেন।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।
প্রথমে আপনার মোবাইলের গুগল ম্যাপ ওপেন করুন।
না হয় আপডেট করে নিন।
তার পর এপ্সটি ওপেন করুন
তার পর আপনার লোকেশন এ ক্লিক করুন, লোকশন টা অন করে নিন
তার পর দেখুন আপনার লোকেশন দেখাবে
তার পর আপনি কোথায় যেতে চান এটা এখানে লিখুন স্কীনসট দেখানো অনুযায়ী
তার পর ওখানে ক্লিক করুন
তার পর দেখুন
কত সময় লাগবে কোথায় দিয়ে যেতে হবে দেখতে পাবেন
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ
13 thoughts on "অপরিচিত কোনো জায়গায় যাওয়ার উপায়, কত সময় লাগবে ও কিভাবে সেই নির্দিস্ট যায়গায় যাবেন দেখুন গুগল ম্যাপ এর মাধ্যামে খুব সহজে ।"