এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। যা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি ওঠে। প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান। তারপর সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেয়া হয়

৪ ফেব্রুয়ারি তে তারে আবার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে এনসিটিবিকে।

যেটুকু না পড়লে না হয় শুধু সেটুকু অধ্যায় দিয়েই নতুন করে বিষয়ভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। ছোট হওয়া সিলেবাসে সব বিষয়েই প্রশ্নের বিভাজন ও নম্বর কাঠামো ঠিকই থাকবে। অর্থাৎ যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেখান থেকেই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে ইংরেজি বিষয়ে প্রশ্নের কাঠামোতে কিছু পরিবর্তন হয়েছে। এরমধ্যে ইংরেজির গ্রামার অংশের ন্যারেশন, বাক্যগঠনসহ বেশ কিছু অংশ বাদ। পাশাপাশি ইংরেজিতে রচনাও (রাইটিং) লেখতে হবে না।

প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ অধ্যায় নির্বাচন করে সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

 

সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন!

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

6 thoughts on "এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এখনি ডাউনলোড করে নিন!"

  1. Abdus Sobhan Author says:
    ভাই S.S.C 2021 এর প্রশ্ন পত্রের মানবণ্টন এর কোন PDF দিতে পারবেন।
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এখনো প্রকাশ হইনি তো
  2. Avijit7852 Contributor says:
    baler syllabus. ict er 5 oddhai bad dia disa English komai nai
  3. Avijit7852 Contributor says:
    baler syllabus. ict er 5 oddhai bad dia disa English komai nai
    1. Abdus Sobhan Author says:
      দয়া করে সুন্দর পরিবেশ বজাই রাখুন।
  4. Mr_Triple_X Contributor says:
    Eto beshi short kora thik hoy ni…….tao valo……nice post!!!!!

Leave a Reply